প্রযুক্তি ডেস্ক
গত বছরের শেষ দিকে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এর আগে মাইক্রোসফটও হেঁটেছে একই পথে। ফলে অফিসে বসে কাজ করার মতো যথেষ্ট কর্মীও নেই দুই প্রতিষ্ঠানের অফিসে।
যাঁরা আছেন তাঁদের বেশির ভাগই বাসায় থেকে কাজ করছেন। এমন পরিস্থিতিতে নিজেদের অফিস স্পেস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল এবং বেলভিউ শহরের অফিস বিল্ডিং খালি করে ভাড়ায় দেওয়ার কাজ শুরু করেছে মেটা ও মাইক্রোসফট।
সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের ডাউন টাউনে অবস্থিত ফেসবুকের সকল অফিস ভাড়া দেওয়া শুরু হয়েছে। ভাড়ায় দেওয়া অফিসের তালিকায় রয়েছে ডাউন টাউনের ছয়তলা আর্বার ব্লক ৩৩৩ এবং বেলভিউতে স্প্রিং ডিস্ট্রিক্টের ১১ তলার অফিসও।
এদিকে ভাড়ায় দেওয়া হচ্ছে মাইক্রোসফটের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ এবং ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে সংস্থা দুটির এমন অবস্থা দাঁড়িয়েছে। গত নভেম্বরে সিয়াটল অফিস থেকে ৭২৬ কর্মী ছাঁটাই করেছে মেটা। এ ছাড়া কোম্পানির মোট ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় মেটা।
মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বলেন, কর্মীরা বাসায় থেকে কাজ করছেন, তাই অফিস স্পেস ভাড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক সংকটের কথাও স্বীকার করেছেন তিনি।
ক্লেটন আরও বলেন, মেটার এখনো ২৯টি ভবনে অফিস রয়েছে এবং সিয়াটল এলাকায় প্রায় ৮ হাজার কর্মী রয়েছেন, যা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্ক শহরের সদর দপ্তরের বাইরে কোম্পানির দ্বিতীয় বৃহত্তম ইঞ্জিনিয়ারিং হাব।
গত বছরের শেষ দিকে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এর আগে মাইক্রোসফটও হেঁটেছে একই পথে। ফলে অফিসে বসে কাজ করার মতো যথেষ্ট কর্মীও নেই দুই প্রতিষ্ঠানের অফিসে।
যাঁরা আছেন তাঁদের বেশির ভাগই বাসায় থেকে কাজ করছেন। এমন পরিস্থিতিতে নিজেদের অফিস স্পেস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল এবং বেলভিউ শহরের অফিস বিল্ডিং খালি করে ভাড়ায় দেওয়ার কাজ শুরু করেছে মেটা ও মাইক্রোসফট।
সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের ডাউন টাউনে অবস্থিত ফেসবুকের সকল অফিস ভাড়া দেওয়া শুরু হয়েছে। ভাড়ায় দেওয়া অফিসের তালিকায় রয়েছে ডাউন টাউনের ছয়তলা আর্বার ব্লক ৩৩৩ এবং বেলভিউতে স্প্রিং ডিস্ট্রিক্টের ১১ তলার অফিসও।
এদিকে ভাড়ায় দেওয়া হচ্ছে মাইক্রোসফটের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ এবং ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে সংস্থা দুটির এমন অবস্থা দাঁড়িয়েছে। গত নভেম্বরে সিয়াটল অফিস থেকে ৭২৬ কর্মী ছাঁটাই করেছে মেটা। এ ছাড়া কোম্পানির মোট ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় মেটা।
মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বলেন, কর্মীরা বাসায় থেকে কাজ করছেন, তাই অফিস স্পেস ভাড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক সংকটের কথাও স্বীকার করেছেন তিনি।
ক্লেটন আরও বলেন, মেটার এখনো ২৯টি ভবনে অফিস রয়েছে এবং সিয়াটল এলাকায় প্রায় ৮ হাজার কর্মী রয়েছেন, যা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্ক শহরের সদর দপ্তরের বাইরে কোম্পানির দ্বিতীয় বৃহত্তম ইঞ্জিনিয়ারিং হাব।
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
৪ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
৯ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১০ ঘণ্টা আগে