প্রযুক্তি ডেস্ক
গত বছরের শেষ দিকে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এর আগে মাইক্রোসফটও হেঁটেছে একই পথে। ফলে অফিসে বসে কাজ করার মতো যথেষ্ট কর্মীও নেই দুই প্রতিষ্ঠানের অফিসে।
যাঁরা আছেন তাঁদের বেশির ভাগই বাসায় থেকে কাজ করছেন। এমন পরিস্থিতিতে নিজেদের অফিস স্পেস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল এবং বেলভিউ শহরের অফিস বিল্ডিং খালি করে ভাড়ায় দেওয়ার কাজ শুরু করেছে মেটা ও মাইক্রোসফট।
সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের ডাউন টাউনে অবস্থিত ফেসবুকের সকল অফিস ভাড়া দেওয়া শুরু হয়েছে। ভাড়ায় দেওয়া অফিসের তালিকায় রয়েছে ডাউন টাউনের ছয়তলা আর্বার ব্লক ৩৩৩ এবং বেলভিউতে স্প্রিং ডিস্ট্রিক্টের ১১ তলার অফিসও।
এদিকে ভাড়ায় দেওয়া হচ্ছে মাইক্রোসফটের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ এবং ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে সংস্থা দুটির এমন অবস্থা দাঁড়িয়েছে। গত নভেম্বরে সিয়াটল অফিস থেকে ৭২৬ কর্মী ছাঁটাই করেছে মেটা। এ ছাড়া কোম্পানির মোট ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় মেটা।
মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বলেন, কর্মীরা বাসায় থেকে কাজ করছেন, তাই অফিস স্পেস ভাড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক সংকটের কথাও স্বীকার করেছেন তিনি।
ক্লেটন আরও বলেন, মেটার এখনো ২৯টি ভবনে অফিস রয়েছে এবং সিয়াটল এলাকায় প্রায় ৮ হাজার কর্মী রয়েছেন, যা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্ক শহরের সদর দপ্তরের বাইরে কোম্পানির দ্বিতীয় বৃহত্তম ইঞ্জিনিয়ারিং হাব।
গত বছরের শেষ দিকে বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এর আগে মাইক্রোসফটও হেঁটেছে একই পথে। ফলে অফিসে বসে কাজ করার মতো যথেষ্ট কর্মীও নেই দুই প্রতিষ্ঠানের অফিসে।
যাঁরা আছেন তাঁদের বেশির ভাগই বাসায় থেকে কাজ করছেন। এমন পরিস্থিতিতে নিজেদের অফিস স্পেস ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই টেক জায়ান্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল এবং বেলভিউ শহরের অফিস বিল্ডিং খালি করে ভাড়ায় দেওয়ার কাজ শুরু করেছে মেটা ও মাইক্রোসফট।
সিয়াটল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের ডাউন টাউনে অবস্থিত ফেসবুকের সকল অফিস ভাড়া দেওয়া শুরু হয়েছে। ভাড়ায় দেওয়া অফিসের তালিকায় রয়েছে ডাউন টাউনের ছয়তলা আর্বার ব্লক ৩৩৩ এবং বেলভিউতে স্প্রিং ডিস্ট্রিক্টের ১১ তলার অফিসও।
এদিকে ভাড়ায় দেওয়া হচ্ছে মাইক্রোসফটের বেলভিউ শহরের সিটি সেন্টার প্লাজা। ধারণা করা হচ্ছে, ‘হোম অফিস’ এবং ব্যাপক ছাঁটাইসহ মন্দার কারণে সংস্থা দুটির এমন অবস্থা দাঁড়িয়েছে। গত নভেম্বরে সিয়াটল অফিস থেকে ৭২৬ কর্মী ছাঁটাই করেছে মেটা। এ ছাড়া কোম্পানির মোট ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় মেটা।
মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বলেন, কর্মীরা বাসায় থেকে কাজ করছেন, তাই অফিস স্পেস ভাড়া দেওয়া হচ্ছে। পাশাপাশি অর্থনৈতিক সংকটের কথাও স্বীকার করেছেন তিনি।
ক্লেটন আরও বলেন, মেটার এখনো ২৯টি ভবনে অফিস রয়েছে এবং সিয়াটল এলাকায় প্রায় ৮ হাজার কর্মী রয়েছেন, যা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মেনলো পার্ক শহরের সদর দপ্তরের বাইরে কোম্পানির দ্বিতীয় বৃহত্তম ইঞ্জিনিয়ারিং হাব।
হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট একটি বিশেষ ধরনের অ্যাকাউন্ট, যা ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মতো হলেও এর মধ্যে বেশ কিছু অতিরিক্ত ফিচার রয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়ীরা তাঁদের পণ্য বা সেবা-সম্পর্কিত তথ্য গ্রাহকদের কাছে দ্রুত এবং পেশাদারভাবে পৌঁছাতে পারেন
১ দিন আগেচীনে অতিসম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট ‘মানুস’ (যার মূল শব্দ ল্যাটিন থেকে আসা এবং অর্থ হাত) বৈশ্বিক প্রযুক্তি খাতকে চমকে দিয়েছে। এই এআই এজেন্ট নিজের সক্ষমতা প্রমাণ করেছে ঐতিহ্যগতভাবে হোয়াইট-কলার (বিশেষজ্ঞ) কর্মীদের সম্পাদিত কাজ নিজে করার মাধ্যমে। হংকংভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া...
২ দিন আগেচীনা কোম্পানি ভিভো তার পরবর্তী বড় ফ্ল্যাগশিপ ফোন এক্স ২০০ আলট্রা উন্মোচনের জন্য প্রস্তুত। এটি চীনের বাজারে এপ্রিলের মাঝামাঝি থেকে শেষের দিকে আসতে পারে। ডিভাইসটি ইতিমধ্যে অনেক খবরের শিরোনামে উঠে এসেছে।
২ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর এবং বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
২ দিন আগে