প্রযুক্তি ডেস্ক
গতকাল সোমবার আবার ব্লু টিক সাবসক্রিপশন সেবা চালু করেছে টুইটার। তবে টুইটারের মালিক ইলন মাস্ক সাবস্ক্রিপশন সেবার সঙ্গে ব্যবহারকারীদের যে সুবিধাগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বেশির ভাগই এখনো অনুপস্থিত।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর–এর প্রতিবেদন অনুযায়ী, ব্লু টিক আবার উন্মোচনের সময় টুইটার এক আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছিল, ‘আজকে থেকে আপনারা ব্লু টিক সাবস্ক্রাইব করা থেকে বিশেষ কিছু সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছে টুইট সম্পাদনা, ফুল এইচডি ভিডিও আপলোড, রিডার মোড এবং অ্যাকাউন্ট পর্যালোচনার পর একটি নীল চেক মার্ক।’
যদিও নীল চেক মার্ক ফিরে এসেছে, তবে সেবাটির সঙ্গে প্রতিশ্রুত অন্য সুবিধাগুলো এখনো আসেনি। অনুপস্থিত সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো— অনুসন্ধানে অগ্রাধিকার পাওয়া এবং স্ক্যাম, স্প্যাম এবং বটচালিত কনটেন্ট কম দেখানো। গ্রাহকেরা অন্য সুবিধাগুলোর জন্যও অপেক্ষা করছেন, যেমন— অর্ধেক পরিমাণ বিজ্ঞাপন দেখা এবং দীর্ঘ ভিডিও আপলোড করা।
এর আগে টুইটারে গত শনিবার সংস্থার পক্ষ থেকে এক টুইটে ঘোষণা দেওয়া হয়, ১২ ডিসেম্বর থেকে নতুন রূপে ফিরবে ব্লু টিক সেবা। শুরুতে শুধু অ্যাপল অর্থাৎ আইওএস ব্যবহারকারীদের জন্যই চালু হলেও শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও আনা হবে সুবিধাটি।
তবে অ্যাপল পণ্য ব্যবহার করে যারা টুইটারের ‘ব্লু টিক’ সেবা গ্রহণ করবেন গুনতে হবে বাড়তি অর্থ। গত নভেম্বরে, এই সেবা চালুর ঘোষণা দেওয়ার পর টুইটারে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে এর ফি ৭ ডলার ৯৯ সেন্ট ঠিক করেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তবে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম থেকে টুইটারের এই সেবা গ্রহণ করলে ব্যবহারকারীদের বাড়তি অর্থ দিতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক খরচ দাঁড়াবে ১০ ডলার ৩৮ সেন্ট।
গতকাল সোমবার আবার ব্লু টিক সাবসক্রিপশন সেবা চালু করেছে টুইটার। তবে টুইটারের মালিক ইলন মাস্ক সাবস্ক্রিপশন সেবার সঙ্গে ব্যবহারকারীদের যে সুবিধাগুলো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বেশির ভাগই এখনো অনুপস্থিত।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজিআর–এর প্রতিবেদন অনুযায়ী, ব্লু টিক আবার উন্মোচনের সময় টুইটার এক আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছিল, ‘আজকে থেকে আপনারা ব্লু টিক সাবস্ক্রাইব করা থেকে বিশেষ কিছু সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছে টুইট সম্পাদনা, ফুল এইচডি ভিডিও আপলোড, রিডার মোড এবং অ্যাকাউন্ট পর্যালোচনার পর একটি নীল চেক মার্ক।’
যদিও নীল চেক মার্ক ফিরে এসেছে, তবে সেবাটির সঙ্গে প্রতিশ্রুত অন্য সুবিধাগুলো এখনো আসেনি। অনুপস্থিত সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো— অনুসন্ধানে অগ্রাধিকার পাওয়া এবং স্ক্যাম, স্প্যাম এবং বটচালিত কনটেন্ট কম দেখানো। গ্রাহকেরা অন্য সুবিধাগুলোর জন্যও অপেক্ষা করছেন, যেমন— অর্ধেক পরিমাণ বিজ্ঞাপন দেখা এবং দীর্ঘ ভিডিও আপলোড করা।
এর আগে টুইটারে গত শনিবার সংস্থার পক্ষ থেকে এক টুইটে ঘোষণা দেওয়া হয়, ১২ ডিসেম্বর থেকে নতুন রূপে ফিরবে ব্লু টিক সেবা। শুরুতে শুধু অ্যাপল অর্থাৎ আইওএস ব্যবহারকারীদের জন্যই চালু হলেও শিগগিরই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও আনা হবে সুবিধাটি।
তবে অ্যাপল পণ্য ব্যবহার করে যারা টুইটারের ‘ব্লু টিক’ সেবা গ্রহণ করবেন গুনতে হবে বাড়তি অর্থ। গত নভেম্বরে, এই সেবা চালুর ঘোষণা দেওয়ার পর টুইটারে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে এর ফি ৭ ডলার ৯৯ সেন্ট ঠিক করেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তবে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম থেকে টুইটারের এই সেবা গ্রহণ করলে ব্যবহারকারীদের বাড়তি অর্থ দিতে হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের মাসিক খরচ দাঁড়াবে ১০ ডলার ৩৮ সেন্ট।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টের জন্য নতুন ‘পরিচয় নির্ধারণব্যবস্থা’ গ্রহণ করতে যাচ্ছে চীন। এসব কনটেন্টে মানুষের পঠনযোগ্য এবং মেশিন-পঠনযোগ্য নোটিফিকেশন (মেটাডেটা বা জলছাপ) থাকবে। গত সপ্তাহে এআই নিয়ে এসব নতুন নিয়মাবলি ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেইন্টেল বা এএমডির চিপসেটের পরিবর্তে নিজস্ব প্রসেসর কিরিন এক্স ৯০ ব্যবহার করে নতুন সিরিজের নোটবুক নিয়ে আসবে হুয়াওয়ে। সম্প্রতি, চীনে নিজেদের প্রথম পিসি প্রসেসরের লাইসেন্স গ্রহণের মাধ্যমে কোম্পানিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এটি বিশ্বব্যাপী কম্পিউটার বাজারে তাদের স্বাধীনতা ও প্রভাব বাড়াবে...
২ ঘণ্টা আগেডিজিটাল ছবির কপিরাইট বা মালিকানা চিহ্নিত করতে ছবির ওপর ওয়াটারমার্ক বা জলছাপ যুক্ত করা হয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বেশ কিছু ব্যবহারকারী দাবি করছেন, গুগলের নতুন জেমিনি ২.০ মডেল ব্যবহার করে এই জলছাপ সহজেই মুছে ফেলা যায়। এমনকি গেটি ইমেজ থেকে শুরু করে অন্যান্য পরিচিত প্ল্যাটফর্মের স্টক ছবির জলছাপ...
৫ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসায়িক যোগাযোগের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে হোয়াটসঅ্যাপ। ব্যবসায়ীরা তাঁদের গ্রাহকদের সঙ্গে সরাসরি, দ্রুত এবং কার্যকরভাবে যোগাযোগ স্থাপন করতে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহার করে।
৭ ঘণ্টা আগে