প্রযুক্তি ডেস্ক
কনটেন্ট নির্মাতাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ফিচার আনছে ইউটিউব। এবার ‘গো লাইভ টুগেদার’ ফিচার চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। এই ফিচার ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দুজন কনটেন্ট নির্মাতা একসঙ্গে (কো-স্ট্রিম) লাইভে আসতে পারবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করে একজন কনটেন্ট নির্মাতা লাইভে এসে আরেকজন কনটেন্ট নির্মাতাকে লাইভে যুক্ত হতে আমন্ত্রণ জানাতে পারবেন। ফিচারটি এখন শুধুমাত্র স্মার্টফোনের ইউটিউব অ্যাপ থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে ওয়েব সংস্করণেও ব্যবহার করা যাবে।
‘টিম ইউটিউব’ টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘দুজন কনটেন্ট নির্মাতা সহজে লাইভে আসার জন্য চালু করা হয়েছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার। এর সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০ এর বেশি সাবস্ক্রাইবার হলেই যেকোনো কনটেন্ট নির্মাতা নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।’ স্মার্টফোনের ইউটিউব অ্যাপের নিচে ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করলে ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করা যাবে।
গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন ‘পার্টনার প্রোগ্রাম’ চুক্তির অংশ হিসেবে ইউটিউবে ‘শর্টস’ নির্মাতারা আয় করা শুরু করেছেন। ইউটিউব শর্টস ইউটিউবের একটি ফিচার, এই ফিচারে ৬০ সেকেন্ডের কম ব্যাপ্তির ভিডিও আপলোড করা যায়। সাধারণত ইউটিউব ভিডিও আপলোড করার জন্য ভিডিও রেকর্ড এবং সম্পাদনা আলাদাভাবে করার প্রয়োজন হয়। তবে, ইউটিউব শর্টস সরাসরি মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে রেকর্ড এবং এডিট করে আপলোড করা যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব জানিয়েছিল, ইউটিউব শর্টসের ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। আর এই বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ পাবেন নির্মাতা। ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের শর্তাবলি মেনে নিতে নির্মাতারা সময় পাচ্ছেন আগামী ১০ জুলাই পর্যন্ত। পরিবর্তনের অংশ হিসেবে ইউটিউব নতুন ‘মনিটাইজেশন মডিউল’ চালু করছে। ফলে নির্মাতারা ইউটিউবে সহজ নিয়মে অর্থ উপার্জনের সুবিধা পাবেন।
শর্টসের মাধ্যমে আয় করতে হলে শর্টস নির্মাতাদের কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার এবং বিগত ৯০ দিনের মধ্যে চ্যানেলের সব শর্টস মিলিয়ে ১ কোটির বেশি ভিউ থাকতে হবে। তখনই তাঁরা নতুন ‘শর্টস মনিটাইজেশন মডিউল’ গ্রহণ করতে পারবেন।
কনটেন্ট নির্মাতাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন ফিচার আনছে ইউটিউব। এবার ‘গো লাইভ টুগেদার’ ফিচার চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। এই ফিচার ব্যবহার করে স্মার্টফোনের মাধ্যমে দুজন কনটেন্ট নির্মাতা একসঙ্গে (কো-স্ট্রিম) লাইভে আসতে পারবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করে একজন কনটেন্ট নির্মাতা লাইভে এসে আরেকজন কনটেন্ট নির্মাতাকে লাইভে যুক্ত হতে আমন্ত্রণ জানাতে পারবেন। ফিচারটি এখন শুধুমাত্র স্মার্টফোনের ইউটিউব অ্যাপ থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে ওয়েব সংস্করণেও ব্যবহার করা যাবে।
‘টিম ইউটিউব’ টুইটার অ্যাকাউন্ট থেকে এক পোস্টে বলা হয়, ‘দুজন কনটেন্ট নির্মাতা সহজে লাইভে আসার জন্য চালু করা হয়েছে ‘গো লাইভ টুগেদার’ ফিচার। এর সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০ এর বেশি সাবস্ক্রাইবার হলেই যেকোনো কনটেন্ট নির্মাতা নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।’ স্মার্টফোনের ইউটিউব অ্যাপের নিচে ‘ক্রিয়েট’ অপশনে ক্লিক করলে ‘গো লাইভ টুগেদার’ ফিচারটি ব্যবহার করা যাবে।
গত ১ ফেব্রুয়ারি থেকে নতুন ‘পার্টনার প্রোগ্রাম’ চুক্তির অংশ হিসেবে ইউটিউবে ‘শর্টস’ নির্মাতারা আয় করা শুরু করেছেন। ইউটিউব শর্টস ইউটিউবের একটি ফিচার, এই ফিচারে ৬০ সেকেন্ডের কম ব্যাপ্তির ভিডিও আপলোড করা যায়। সাধারণত ইউটিউব ভিডিও আপলোড করার জন্য ভিডিও রেকর্ড এবং সম্পাদনা আলাদাভাবে করার প্রয়োজন হয়। তবে, ইউটিউব শর্টস সরাসরি মোবাইলের ইউটিউব অ্যাপ থেকে রেকর্ড এবং এডিট করে আপলোড করা যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব জানিয়েছিল, ইউটিউব শর্টসের ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হবে। আর এই বিজ্ঞাপন থেকে আয়ের ৪৫ শতাংশ পাবেন নির্মাতা। ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের শর্তাবলি মেনে নিতে নির্মাতারা সময় পাচ্ছেন আগামী ১০ জুলাই পর্যন্ত। পরিবর্তনের অংশ হিসেবে ইউটিউব নতুন ‘মনিটাইজেশন মডিউল’ চালু করছে। ফলে নির্মাতারা ইউটিউবে সহজ নিয়মে অর্থ উপার্জনের সুবিধা পাবেন।
শর্টসের মাধ্যমে আয় করতে হলে শর্টস নির্মাতাদের কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার এবং বিগত ৯০ দিনের মধ্যে চ্যানেলের সব শর্টস মিলিয়ে ১ কোটির বেশি ভিউ থাকতে হবে। তখনই তাঁরা নতুন ‘শর্টস মনিটাইজেশন মডিউল’ গ্রহণ করতে পারবেন।
অ্যাপল আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত তাদের বার্ষিক ইভেন্টে উন্মোচন করতে যাচ্ছে নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১১। গত বছর যেখানে শুধু ডিসপ্লেতে আপগ্রেড এসেছিল, এবার আসতে পারে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক ফিচার। ইতিমধ্যে এই সিরিজের স্মার্টঘড়ি নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে, সেগুলো অনুযায়ী যেসব ফিচারে পাওয়া যাবে—
১ ঘণ্টা আগেমাইক্রোসফট তাদের ক্লাউড প্ল্যাটফর্ম আজ্যুরের ব্যবহার নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে। কারণ, অভিযোগ উঠেছে, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ফিলিস্তিনি নাগরিকদের ফোনালাপ সংরক্ষণ করছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা ‘ইউনিট ৮২০০’।
৩ ঘণ্টা আগেইউটিউবে ভিডিওর জন্য মিউজিক ব্যবহার করা প্রায় অপরিহার্য। তবে এই মিউজিক ব্যবহারে কপিরাইট ক্লেইম (Copyright Claim) আসা এক বড় সমস্যা। এ জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হয়, যা অনেক নতুন কনটেন্ট ক্রিয়েটর জানেন না।
৪ ঘণ্টা আগেতাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
২০ ঘণ্টা আগে