প্রযুক্তি ডেস্ক
টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে নানা আলোচনা-সমালোচনার। সম্প্রতি পুরোনো ব্লু টিকধারী প্রোফাইলগুলো থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মাঝেই নতুন এক পরিবর্তন দেখা যায় এই মাইক্রো ব্লগের সাইটে। গত ৩ এপ্রিল নীল পাখির লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিম— এর লোগো ব্যবহার করা হয় প্ল্যাটফর্মটিতে। তবে আবার আগের রূপে ফিরেছে টুইটারের লোগো।
গত সোমবার (৩ এপ্রিল) ক্রিপ্টোকারেন্সি ফার্ম ডজকয়েনের লোগোর মতো একটি লোগো টুইটারের ওয়েব সংস্করণে ব্যবহার করা হয়। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবহারকারীরা লক্ষ করেন, টুইটারের হোমপেজ ও লোডিং স্ক্রিনে টুইটারের বহুল পরিচিত ব্লু-বার্ড লোগোর বদলে জাপানি কুকুরের জাত শিবা ইনুর মুখের আদলে তৈরি ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির লোগো দেখা যাচ্ছে। এই শিবা ইনুর মুখ মূলত ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া একটি ‘মিম’ টেমপ্লেট।
মাস্ক এই পরিবর্তনের কারণ এখনো ব্যাখ্যা করেননি। ধারণা করা হচ্ছে, এটি মাস্কের এপ্রিল ফুল উপলক্ষে মজার একটি অংশ। আবার অনেকে ধারণা করেছেন, মাস্ক ক্রিপ্টো কারেন্সির পড়ন্ত বেলায় ডজকয়েনকে সুবিধা দিতেই এ কাজ করেছেন।
এদিকে প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগের সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী এই কোড থেকে জানা যায়, ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে, তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।
টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে নানা আলোচনা-সমালোচনার। সম্প্রতি পুরোনো ব্লু টিকধারী প্রোফাইলগুলো থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মাঝেই নতুন এক পরিবর্তন দেখা যায় এই মাইক্রো ব্লগের সাইটে। গত ৩ এপ্রিল নীল পাখির লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিম— এর লোগো ব্যবহার করা হয় প্ল্যাটফর্মটিতে। তবে আবার আগের রূপে ফিরেছে টুইটারের লোগো।
গত সোমবার (৩ এপ্রিল) ক্রিপ্টোকারেন্সি ফার্ম ডজকয়েনের লোগোর মতো একটি লোগো টুইটারের ওয়েব সংস্করণে ব্যবহার করা হয়। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবহারকারীরা লক্ষ করেন, টুইটারের হোমপেজ ও লোডিং স্ক্রিনে টুইটারের বহুল পরিচিত ব্লু-বার্ড লোগোর বদলে জাপানি কুকুরের জাত শিবা ইনুর মুখের আদলে তৈরি ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির লোগো দেখা যাচ্ছে। এই শিবা ইনুর মুখ মূলত ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া একটি ‘মিম’ টেমপ্লেট।
মাস্ক এই পরিবর্তনের কারণ এখনো ব্যাখ্যা করেননি। ধারণা করা হচ্ছে, এটি মাস্কের এপ্রিল ফুল উপলক্ষে মজার একটি অংশ। আবার অনেকে ধারণা করেছেন, মাস্ক ক্রিপ্টো কারেন্সির পড়ন্ত বেলায় ডজকয়েনকে সুবিধা দিতেই এ কাজ করেছেন।
এদিকে প্ল্যাটফর্মের আংশিক সোর্স কোড উন্মুক্ত করেছে মাইক্রো ব্লগের সাইট টুইটার। এর মধ্যে ব্যবহারকারীদের টাইমলাইনে টুইট রেকোমেন্ড করার অ্যালগরিদমও অন্তর্ভুক্ত। গিটহাবে এই কোড উন্মুক্ত করা হয়। ইলন মাস্ক অনেক আগে থেকেই টুইটারের অ্যালগরিদম উন্মুক্ত করার কথা বলে আসছিলেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী এই কোড থেকে জানা যায়, ব্যবহারকারীদের চারটি ভাগে ভাগ করত টুইটার। ট্র্যাকিং ম্যাট্রিক্সের মাধ্যমে ব্যবহারকারীদের পাওয়ার ইউজার, রিপাবলিকান, ডেমোক্র্যাট ও ইলন গ্রুপে ফেলা হতো। মাস্কের টুইটের রিচ কতখানি হচ্ছে, তা টুইটার জানতে চাইত। তবে মাস্ক টুইটার স্পেসে ডেভেলপারদের জানিয়েছেন, তিনি প্রথমবারের মতো এই ট্র্যাকিং ম্যাট্রিক্সগুলো দেখছেন।
তিনি আরও বলেন, কোড ওপেন সোর্স করায় টুইটারের অসংখ্য অর্থহীন ও বিব্রতকর বিষয় এখন জানা যাচ্ছে। তবে কেন তাঁর টুইট আলাদা করে ট্র্যাক করা হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
মাস্ক বলেন, ‘ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে এক থেকে দুই দিন পর পর পরিবর্তন করা হবে টুইটারের অ্যালগরিদম।’
এর আগে টুইটারের সোর্স কোডের কিছু অংশ অনলাইনে ফাঁস করে এক গিটহাব ব্যবহারকারী। তবে এরই মধ্যে সোর্স কোডটি অনলাইন থেকে সরিয়ে ফেলেছে গিটহাব।
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্য করার জন্য ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’।
২ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেটের অধীনস্থ গুগল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনের আগে কর্মী ও নির্দিষ্ট ডেভেলপারদের সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর একাধিক নতুন পণ্যের ডেমো প্রদর্শন করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে একটি এআই এজেন্ট, যা সফটওয়্যার উন্নয়নের প্রতিটি ধাপে সহায়তা...
৩ ঘণ্টা আগেঅ্যাপলকে টেক্কা দিতে পাতলা স্মার্টফোন ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ নিয়ে এল স্যামসাং ইলেকট্রনিকস। উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার সমৃদ্ধ এই ফোনের লক্ষ্য প্রিমিয়াম বাজারে অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকা। এই ফোনটির ৬ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিন রয়েছে এবং এর পুরুত্ব মাত্র ৫ দশমিক ৮ মিলিমিটার। ফোনটি যতই
৩ ঘণ্টা আগেকনটেন্ট ক্রিয়েটর হওয়ার ইচ্ছা এ যুগে সব বয়সী মানুষের মধ্যে চেপে বসেছে। কেউ কেউ সে পথে হাঁটছেন, কেউবা এর জন্য অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু প্রথম ধাক্কা আসে, যখন দিনের পর দিন ভিডিও তৈরি করেও কাঙ্ক্ষিত ভিউ না আসে। ঝকঝকে ভিডিও তৈরি করার পরেও দর্শক দেখছে না, এই হতাশায় অনেকে কনটেন্ট নির্মাণ থেকে সরে যান। অথচ
৪ ঘণ্টা আগে