অনলাইন ডেস্ক
নিজেদের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
বিবিসি জানায়, ধনকুবের ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির একাধিক ভিডিও হ্যাক হওয়া ইউটিউব চ্যানেলে দেখা গেছে। আর হ্যাক হওয়া টুইটার ফিডে এনএফটি (এক ধরনের বিনিয়োগযোগ্য ইলেকট্রনিক আর্টওয়ার্ক) সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট হতে দেখা গেছে।
ব্রিটিশ সেনাবাহিনী তাদের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট সাময়িক হ্যাক হওয়ার তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে জানিয়েছে যে, তারা তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্বের’ সঙ্গে নিয়েছে এবং সমস্যাটির সমাধান করছে। দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘আমরা এরই মধ্যে সমস্যাটির সমাধান করেছি এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা ঠিক হবে না।’
হ্যাকিংয়ের একপর্যায়ে ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে ‘ব্যাপ্সক্ল্যান’ করা হয়। সেই সঙ্গে প্রোফাইল পিকচারও পরিবর্তন করে ক্লাউনের ছবি দেওয়া হয়। রোববার সন্ধ্যা নাগাদ টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে কর্তৃপক্ষ।
সেনাবাহিনী পরে টুইট করে, ‘সাময়িক সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করব এবং এ ঘটনা থেকে শিক্ষা নেব। আমাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ। স্বাভাবিক পরিষেবা আবার শুরু হয়েছে।’
এটিই প্রথমবার নয় যে টুইটারে হাই-প্রোফাইল অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ২০২০ সালের জুলাইয়ে একটি বিটকয়েন কেলেঙ্কারিতে হ্যাকাররা মার্কিন গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
যে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছিল, তার মধ্যে রয়েছে—ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন ও কেনি ওয়েস্ট।
নিজেদের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
বিবিসি জানায়, ধনকুবের ইলন মাস্কের ছবি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির একাধিক ভিডিও হ্যাক হওয়া ইউটিউব চ্যানেলে দেখা গেছে। আর হ্যাক হওয়া টুইটার ফিডে এনএফটি (এক ধরনের বিনিয়োগযোগ্য ইলেকট্রনিক আর্টওয়ার্ক) সম্পর্কিত বেশ কয়েকটি পোস্ট রিটুইট হতে দেখা গেছে।
ব্রিটিশ সেনাবাহিনী তাদের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্ট সাময়িক হ্যাক হওয়ার তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে জানিয়েছে যে, তারা তথ্য সুরক্ষাকে ‘অত্যন্ত গুরুত্বের’ সঙ্গে নিয়েছে এবং সমস্যাটির সমাধান করছে। দুটি অ্যাকাউন্টই পুনরুদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘আমরা এরই মধ্যে সমস্যাটির সমাধান করেছি এবং তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা ঠিক হবে না।’
হ্যাকিংয়ের একপর্যায়ে ব্রিটিশ সেনাবাহিনীর টুইটার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে ‘ব্যাপ্সক্ল্যান’ করা হয়। সেই সঙ্গে প্রোফাইল পিকচারও পরিবর্তন করে ক্লাউনের ছবি দেওয়া হয়। রোববার সন্ধ্যা নাগাদ টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে কর্তৃপক্ষ।
সেনাবাহিনী পরে টুইট করে, ‘সাময়িক সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী। আমরা এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করব এবং এ ঘটনা থেকে শিক্ষা নেব। আমাদের অনুসরণ করার জন্য ধন্যবাদ। স্বাভাবিক পরিষেবা আবার শুরু হয়েছে।’
এটিই প্রথমবার নয় যে টুইটারে হাই-প্রোফাইল অ্যাকাউন্টকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ২০২০ সালের জুলাইয়ে একটি বিটকয়েন কেলেঙ্কারিতে হ্যাকাররা মার্কিন গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
যে অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছিল, তার মধ্যে রয়েছে—ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, বারাক ওবামা, জো বাইডেন ও কেনি ওয়েস্ট।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে চলমান আইনি যুদ্ধের নতুন মোড় নিয়েছে। দুই পক্ষই সম্মত হয়েছে যে, ওপেনএআই এর লাভজনক মডেলে রূপান্তরের বিষয়টি নিয়ে একটি দ্রুত বিচারকার্য অনুষ্ঠিত হবে, যা তাদের বিরোধকে আদালতের মাধ্যমে সমাধান করতে সাহায্য করবে।
১ ঘণ্টা আগেইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মতো কমিউনিটি নোটস ফিচার চালু করতে যাচ্ছে মেটা। এ জন্য আগামী ১৮ মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেডসে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হবে। তবে প্রাথমিকভাবে জনসম্মুখে নোটগুলো প্রকাশ করবে না কোম্পানিটি। কারণ মেটা এখন কমিউনিটি নোটসের লেখার এবং রেটিং করার..
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ দ্রুত বিকশিত হচ্ছে এবং দুটি শক্তিশালী প্রতিযোগী এখন আলোচনায় আধিপত্য বিস্তার করছে। প্রতিযোগী দুটি হলো—চীনের মানুস এআই এবং যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটি। যদিও দুটি এআই–ই নিজেদের জায়গায় অসাধারণ, তবে তারা এআই প্রযুক্তির ক্ষেত্রে দুটি ভিন্ন পদ্ধতির প্রতিনিধিত্ব করে এবং প্রযুক্তির...
৪ ঘণ্টা আগেবিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল সম্প্রতি তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে লিপ-বু ট্যানকে নিয়োগ দিয়েছে। এই দায়িত্ব পালনের জন্য ট্যানকে ১ মিলিয়ন ডলার বা ১০ লাখ ডলার বেতন দেওয়া হবে এবং তিনি ২ মিলিয়ন ডলার পর্যন্ত বার্ষিক ক্যাশ বোনাসের জন্য যোগ্য হবেন। কোম্পানির একটি নিয়ন্ত্রক...
৬ ঘণ্টা আগে