Ajker Patrika

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ মার্চ ২০২২, ১২: ২৭
ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন যেভাবে

কম্পিউটার এবং মোবাইল থেকে ফেসবুকের ভিডিও ডাউনলোড করা সম্ভব। কম্পিউটার ও মোবাইল থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য যে কোন ওয়েবসাইট ভিজিট করার আগে সতর্কতা অবলম্বন করা উচিত। এই কাজে কোন পৃথক অ্যাপ প্রয়োজন হবে না। 

স্মার্টফোন থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়–

মোবাইল থেকে সম্পূর্ণ ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য fbdown. net ওয়েবসাইট ভিসিট করতে পারেন

  • প্রথমে মোবাইলের ফেসবুক অ্যাপ ওপেন করুন। এরপর যে ভিডিও ডাউনলোড করতে চান সেটা ওপেন করুন।
  • স্ক্রল ডাউন করে কপি লিঙ্ক অপশন সিলেক্ট করুন।
  • এবার ব্রাউজারে fbdown. net ওয়েবসাইট ওপেন করে কপি করা লিঙ্ক পেস্ট করে দিন।
  • এরপর ডাউনলোড বাটন চাপুন। এখানে ভিডিও কোয়ালিটি সিলেক্ট করার অপশন পাবেন।
  • এবার একটি নতুন পেজে ভিডিও ওপেন হবে। সেখানে ভিডিওর ওপরে ট্যাপ করে হোল্ড করুন। তারপর 'ডাউনলোড ভিডিও' সিলেক্ট করুন।
  • মোবাইলে ভিডিও ডাউনলোড হলে তা ইন্টারনেট কানেকশন ছাড়াই দেখতে পাবেন। 


উল্লেখ্য, কোন ভিডিও প্রাইভেট করা থাকলে তা fbdown. net ব্যবহার করে ডাউনলোড করা যাবে না। 

কম্পিউটার থেকে ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়–

  • যে ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও যে কোন ব্রাউজার ব্যবহার করে ওপেন করুন।
  • ভিডিও চালু করুন। ভিডিও চলতে শুরু করলে ডান দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
  • এরপর ড্রপ ডাউন মেনু থেকে 'কপি লিঙ্ক’ অপশন বাছাই করুন।
  • ব্রাউজারে নতুন ট্যাব ওপেন করে এই লিঙ্ক পেস্ট করুন।
  • এই লিঙ্ক ওপেন হলে লিঙ্কের শুরুতে https://www. এর পরিবর্তে https://mbasic. টাইপ করুন।
  • এবার ভিডিওর ওপরে রাইট ক্লিক করে 'ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব’ সিলেক্ট করুন।
  • নতুন ট্যাবে ভিডিও চালু হলে ভিডিওর উপরে রাইট ক্লিক করে 'সেভ ভিডিও অ্যাস’ সিলেক্ট করুন।

 

ফেসবুক সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত