অনলাইন ডেস্ক
কোম্পানির ইতিহাসে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। গত কয়েক মাসের বিজ্ঞাপন সেলস কমে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানিয়েছে মেটার মুখপাত্র।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত তিন মাসেই মেটার মোট সম্পত্তির ১ শতাংশ হ্রাস পেয়ে ২৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে।
বিশ্বের বিজ্ঞাপনী বাজারের মোট ২০ শতাংশ ফেসবুকের দখলে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ অবস্থান ধরে রাখলেও মহামারির পর ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দিয়েছে। এ ছাড়া অনলাইন বিজ্ঞাপনী বাজারে ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবও পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মেটা প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, আগামী বছর প্রতিষ্ঠানটি নিয়োগের ক্ষেত্রে আরও সচেতন হবে। বেশি বেশি নতুন লোক কোম্পানিতে নিয়োগ না করে, নতুন নতুন খাতে বিনিয়োগ করা হবে। বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম বা তথাকথিত মেটাভার্স প্রজেক্টে বিনিয়োগ বাড়াবে।
গত জুন পর্যন্ত ফেসবুকে প্রতিদিন গড়ে ১ দশমিক ৯৭ বিলিয়ন মানুষ লগ ইন করছেন। সেখানে কয়েক মাস আগে গড়ে ২ দশমিক ৮৮ বিলিয়ন মানুষ প্রতিদিন লগইন করেছেন।
প্রতিষ্ঠানটি বছরের মাঝামাঝি এসে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার বাণিজ্য হারিয়েছে। এ নিয়ে মার্ক জাকারবার্গ বলেন, ‘সত্যিকার অর্থেই মেটা একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তনের পথ খুঁজে বের করছি। বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:
কোম্পানির ইতিহাসে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। গত কয়েক মাসের বিজ্ঞাপন সেলস কমে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানিয়েছে মেটার মুখপাত্র।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত তিন মাসেই মেটার মোট সম্পত্তির ১ শতাংশ হ্রাস পেয়ে ২৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে।
বিশ্বের বিজ্ঞাপনী বাজারের মোট ২০ শতাংশ ফেসবুকের দখলে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ অবস্থান ধরে রাখলেও মহামারির পর ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দিয়েছে। এ ছাড়া অনলাইন বিজ্ঞাপনী বাজারে ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবও পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মেটা প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, আগামী বছর প্রতিষ্ঠানটি নিয়োগের ক্ষেত্রে আরও সচেতন হবে। বেশি বেশি নতুন লোক কোম্পানিতে নিয়োগ না করে, নতুন নতুন খাতে বিনিয়োগ করা হবে। বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম বা তথাকথিত মেটাভার্স প্রজেক্টে বিনিয়োগ বাড়াবে।
গত জুন পর্যন্ত ফেসবুকে প্রতিদিন গড়ে ১ দশমিক ৯৭ বিলিয়ন মানুষ লগ ইন করছেন। সেখানে কয়েক মাস আগে গড়ে ২ দশমিক ৮৮ বিলিয়ন মানুষ প্রতিদিন লগইন করেছেন।
প্রতিষ্ঠানটি বছরের মাঝামাঝি এসে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার বাণিজ্য হারিয়েছে। এ নিয়ে মার্ক জাকারবার্গ বলেন, ‘সত্যিকার অর্থেই মেটা একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তনের পথ খুঁজে বের করছি। বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
৯ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
১১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
১১ ঘণ্টা আগেআমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে একটি সহজ সেটিং পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
১৬ ঘণ্টা আগে