কোম্পানির ইতিহাসে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। গত কয়েক মাসের বিজ্ঞাপন সেলস কমে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানিয়েছে মেটার মুখপাত্র।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত তিন মাসেই মেটার মোট সম্পত্তির ১ শতাংশ হ্রাস পেয়ে ২৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে।
বিশ্বের বিজ্ঞাপনী বাজারের মোট ২০ শতাংশ ফেসবুকের দখলে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ অবস্থান ধরে রাখলেও মহামারির পর ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দিয়েছে। এ ছাড়া অনলাইন বিজ্ঞাপনী বাজারে ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবও পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মেটা প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, আগামী বছর প্রতিষ্ঠানটি নিয়োগের ক্ষেত্রে আরও সচেতন হবে। বেশি বেশি নতুন লোক কোম্পানিতে নিয়োগ না করে, নতুন নতুন খাতে বিনিয়োগ করা হবে। বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম বা তথাকথিত মেটাভার্স প্রজেক্টে বিনিয়োগ বাড়াবে।
গত জুন পর্যন্ত ফেসবুকে প্রতিদিন গড়ে ১ দশমিক ৯৭ বিলিয়ন মানুষ লগ ইন করছেন। সেখানে কয়েক মাস আগে গড়ে ২ দশমিক ৮৮ বিলিয়ন মানুষ প্রতিদিন লগইন করেছেন।
প্রতিষ্ঠানটি বছরের মাঝামাঝি এসে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার বাণিজ্য হারিয়েছে। এ নিয়ে মার্ক জাকারবার্গ বলেন, ‘সত্যিকার অর্থেই মেটা একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তনের পথ খুঁজে বের করছি। বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:
কোম্পানির ইতিহাসে বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। গত কয়েক মাসের বিজ্ঞাপন সেলস কমে যাওয়ায় এমনটি হয়েছে বলে জানিয়েছে মেটার মুখপাত্র।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত তিন মাসেই মেটার মোট সম্পত্তির ১ শতাংশ হ্রাস পেয়ে ২৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে।
বিশ্বের বিজ্ঞাপনী বাজারের মোট ২০ শতাংশ ফেসবুকের দখলে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এ অবস্থান ধরে রাখলেও মহামারির পর ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া কমিয়ে দিয়েছে। এ ছাড়া অনলাইন বিজ্ঞাপনী বাজারে ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবও পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে মেটা প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, আগামী বছর প্রতিষ্ঠানটি নিয়োগের ক্ষেত্রে আরও সচেতন হবে। বেশি বেশি নতুন লোক কোম্পানিতে নিয়োগ না করে, নতুন নতুন খাতে বিনিয়োগ করা হবে। বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটি প্ল্যাটফর্ম বা তথাকথিত মেটাভার্স প্রজেক্টে বিনিয়োগ বাড়াবে।
গত জুন পর্যন্ত ফেসবুকে প্রতিদিন গড়ে ১ দশমিক ৯৭ বিলিয়ন মানুষ লগ ইন করছেন। সেখানে কয়েক মাস আগে গড়ে ২ দশমিক ৮৮ বিলিয়ন মানুষ প্রতিদিন লগইন করেছেন।
প্রতিষ্ঠানটি বছরের মাঝামাঝি এসে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার বাণিজ্য হারিয়েছে। এ নিয়ে মার্ক জাকারবার্গ বলেন, ‘সত্যিকার অর্থেই মেটা একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতির পরিবর্তনের পথ খুঁজে বের করছি। বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’
প্রযুক্তির খবর সম্পর্কিত আরও পড়ুন:
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৮ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৪ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৮ ঘণ্টা আগে