Ajker Patrika

টুইটারে ফিরছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো

প্রযুক্তি ডেস্ক
টুইটারে ফিরছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো

টুইটারে আবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো। বিজ্ঞাপন পুনরায় শুরু করার পরিকল্পনা করছে বিশ্ববিখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনও। টুইটারে প্রতি বছর বিজ্ঞাপন দিতে আমাজন খরচ করবে ১০০ কোটি মার্কিন ডলার।

স্কাই নিউজের এক প্রতিবেদনে জানা যায়, টুইটার প্রধান ইলন মাস্ক এরই মধ্যে জানিয়েছেন—অ্যাপলও তাদের বিজ্ঞাপন আবার পুরোপুরিভাবে দেওয়া শুরু করেছে।

এই বছরের প্রথম ত্রৈমাসিকে টুইটারের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা ছিল অ্যাপল। এ সময়ে টুইটারে বিজ্ঞাপনের জন্য ৪ কোটি ৮০ লাখ ডলার খরচ করেছে অ্যাপল। তবে নভেম্বর থেকেই টুইটারে বিজ্ঞাপন দেওয়ার পরিমাণ কমিয়ে দেয় এই টেক জায়ান্ট কোম্পানিটি। অ্যাপল গত ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে টুইটারে বিজ্ঞাপনের পেছনে খরচ করেছে আনুমানিক ১ লাখ ৩১ হাজার মার্কিন ডলার। যেখানে ১৬ থেকে ২২ অক্টোবর টুইটারে বিজ্ঞাপনের পেছনে খরচ করেছিল ২ লাখ ২০ হাজার ডলারের কিছু বেশি।

মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকেই বিজ্ঞাপন থেকে টুইটারের আয় কমেছে। টুইটারে কর্মী ছাঁটাই, ঘৃণামূলক বক্তব্য বৃদ্ধিসহ নানা কারণে বিজ্ঞাপনদাতারা টুইটারে বিজ্ঞাপন দেওয়া থেকে সরে আসে। জেনারেল মিলস এবং আমেরিকার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আউডির মতো প্রতিষ্ঠানগুলো টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে।

সম্প্রতি ইলন মাস্ক স্বীকার করেন টুইটারের আয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তবে এখন আমাজন আর অ্যাপলের আবার বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত টুইটার প্রধানের জন্য নিশ্চিতভাবেই ফিরিয়ে এনেছে স্বস্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত