প্রযুক্তি ডেস্ক
অ্যাপ স্টোরের ওপর আইফোন কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে ইলন মাস্কের সঙ্গে সুর মিলিয়ে কথা বললেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ নভেম্বর বুধবার নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমি মনে করি অ্যাপল একমাত্র কোম্পানি যেটি একতরফাভাবে একটি ডিভাইসে কী কী অ্যাপ থাকবে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি মনে করি, এটি কোনোভাবেই একটি টেকসই সিদ্ধান্ত নয়।’
জাকারবার্গ আরও বলেন, ‘আমি মনে করি কোন ডিভাইসে কী ধরনের অ্যাপের অভিজ্ঞতা পাওয়া যাবে—তা নিয়ন্ত্রণ করা উদ্বেগের বিষয়।’
নিউইয়র্ক টাইমসের রিপোর্টার অ্যান্ড্রু রস সরকিন জাকারবার্গকে মূলত অ্যাপলের সঙ্গে মাস্কের সাম্প্রতিক বিরোধের বিষয়ে তাঁর মতামত জানতে চেয়েছিলেন। জাকারবার্গ সরাসরি অ্যাপলের সঙ্গে মাস্কের বিরোধের বিষয়ে কোনো মন্তব্য না করলেও অ্যাপলের ‘অযাচিত নিয়ন্ত্রণ’ নিয়ে কথা বলেছেন। তিনি এও বলেন যে, ‘গুগল প্লে স্টোরও অবশ্য অনেক অ্যাপ স্থগিত করেছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অন্য অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার সুযোগ রয়েছে।’
অ্যাপের ক্ষেত্রে প্রাইভেসি সেটিং উন্মুক্ত করে দেওয়ার পর মার্ক জাকারবার্গ বেশ কয়েক বছর ধরেই অ্যাপলের নীতির সমালোচনা করে আসছেন। এর ফলে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া এবং অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মগুলোর জন্য ব্যবহারকারীর অ্যাকটিভিটি ডেটা সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে।
২০২০ সালে জাকারবার্গ অভিযোগ করেন, ‘অ্যাপ স্টোর ফির’ নামে অ্যাপল একচেটিয়াভাবে অর্থ আদায় করছে এবং প্রতিযোগিতার সুযোগ রুদ্ধ করছে।
গত মঙ্গলবার ইলন মাস্ক অ্যাপ স্টোরের ওপর অ্যাপলের নিয়ন্ত্রণকে একটি ‘গুরুতর সমস্যা’ বলে অভিহিত করেন এবং অ্যাপলের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন। এক টুইটে মাস্ক বলেন, ‘অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে কোনো কারণ ছাড়াই টুইটারকে স্থগিত করার হুমকি দিয়েছে।’
অবশ্য গত ১ ডিসেম্বর অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে বৈঠক করেন ইলন মাস্ক। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টিম কুককে ধন্যবাদ জানিয়ে অ্যাপলের প্রধান কার্যালয় ভ্রমণের একটি ভিডিও পোস্ট করেছেন মাস্ক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক নিজের টুইটে লিখেছেন, ‘টিম কুক পরিষ্কার করে জানিয়েছেন, অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপকে স্থগিত করার কোনো পরিকল্পনাই অ্যাপলের ছিল না।’
অ্যাপ স্টোরের ওপর আইফোন কোম্পানির নিয়ন্ত্রণ নিয়ে ইলন মাস্কের সঙ্গে সুর মিলিয়ে কথা বললেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ নভেম্বর বুধবার নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে এক সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমি মনে করি অ্যাপল একমাত্র কোম্পানি যেটি একতরফাভাবে একটি ডিভাইসে কী কী অ্যাপ থাকবে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমি মনে করি, এটি কোনোভাবেই একটি টেকসই সিদ্ধান্ত নয়।’
জাকারবার্গ আরও বলেন, ‘আমি মনে করি কোন ডিভাইসে কী ধরনের অ্যাপের অভিজ্ঞতা পাওয়া যাবে—তা নিয়ন্ত্রণ করা উদ্বেগের বিষয়।’
নিউইয়র্ক টাইমসের রিপোর্টার অ্যান্ড্রু রস সরকিন জাকারবার্গকে মূলত অ্যাপলের সঙ্গে মাস্কের সাম্প্রতিক বিরোধের বিষয়ে তাঁর মতামত জানতে চেয়েছিলেন। জাকারবার্গ সরাসরি অ্যাপলের সঙ্গে মাস্কের বিরোধের বিষয়ে কোনো মন্তব্য না করলেও অ্যাপলের ‘অযাচিত নিয়ন্ত্রণ’ নিয়ে কথা বলেছেন। তিনি এও বলেন যে, ‘গুগল প্লে স্টোরও অবশ্য অনেক অ্যাপ স্থগিত করেছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অন্য অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করার সুযোগ রয়েছে।’
অ্যাপের ক্ষেত্রে প্রাইভেসি সেটিং উন্মুক্ত করে দেওয়ার পর মার্ক জাকারবার্গ বেশ কয়েক বছর ধরেই অ্যাপলের নীতির সমালোচনা করে আসছেন। এর ফলে ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া এবং অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাটফর্মগুলোর জন্য ব্যবহারকারীর অ্যাকটিভিটি ডেটা সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে।
২০২০ সালে জাকারবার্গ অভিযোগ করেন, ‘অ্যাপ স্টোর ফির’ নামে অ্যাপল একচেটিয়াভাবে অর্থ আদায় করছে এবং প্রতিযোগিতার সুযোগ রুদ্ধ করছে।
গত মঙ্গলবার ইলন মাস্ক অ্যাপ স্টোরের ওপর অ্যাপলের নিয়ন্ত্রণকে একটি ‘গুরুতর সমস্যা’ বলে অভিহিত করেন এবং অ্যাপলের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেন। এক টুইটে মাস্ক বলেন, ‘অ্যাপল তাদের অ্যাপ স্টোর থেকে কোনো কারণ ছাড়াই টুইটারকে স্থগিত করার হুমকি দিয়েছে।’
অবশ্য গত ১ ডিসেম্বর অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে বৈঠক করেন ইলন মাস্ক। নিজের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টিম কুককে ধন্যবাদ জানিয়ে অ্যাপলের প্রধান কার্যালয় ভ্রমণের একটি ভিডিও পোস্ট করেছেন মাস্ক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাস্ক নিজের টুইটে লিখেছেন, ‘টিম কুক পরিষ্কার করে জানিয়েছেন, অ্যাপ স্টোর থেকে টুইটার অ্যাপকে স্থগিত করার কোনো পরিকল্পনাই অ্যাপলের ছিল না।’
ইউটিউব মনিটাইজেশন চালু করে ভিডিও থেকে অর্থ উপার্জনের সুযোগ পান কনটেন্ট নির্মাতারা। তবে এই সুযোগ নিতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে ইউটিউব পার্টনার প্রোগ্রামে আবেদন করতে হয়।
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘স্টাডি মোড’ নামের নতুন ফিচার চালু করেছে ওপেনএআই। এই ফিচার একজন বাস্তব শিক্ষকের মতো শিক্ষার্থীদের নিজস্ব বিশ্লেষণ ও চিন্তাশক্তি গড়ে তুলতে সাহায্য করবে। স্টাডি মোড চালু থাকলে চ্যাটজিপিটি সরাসরি উত্তর দেওয়ার বদলে ব্যবহারকারীকে ধাপে ধাপে প্রশ্ন করে
২ দিন আগেযুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা এইচ ২০ চিপের সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই চিপে নিরাপত্তা বা নজরদারির ঝুঁকি রয়েছে কিনা তা জানতে কোম্পানিটিকে তলব করেছে চীনের সাইবার রেগুলেটরি সংস্থা সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি)।
২ দিন আগেজনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক অভিভাবকদের জন্য নতুন নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে। ‘ফ্যামিলি পেয়ারিং’ নামের এই নতুন ফিচারের মাধ্যমে এখন অভিভাবকেরা তাদের সন্তানদের (১৩ থেকে ১৭ বছর বয়সী) অ্যাকাউন্টের সঙ্গে নিজের অ্যাকাউন্ট লিংক করতে পারবেন এবং বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন।
২ দিন আগে