Ajker Patrika

নিজ থেকে লগ-আউট হয়ে যাচ্ছে টুইটার অ্যাকাউন্ট 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০২ মে ২০২৩, ১৮: ১৮
Thumbnail image

টুইটার থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা। স্থানীয় সময় বেলা ৩টায় ব্যবহারকারীরা ‘ডাউন ডিটেক্টর’ ওয়েবসাইটে তাঁদের এই সমস্যার কথা জানান। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, এই সমস্যার মুখোমুখি শুধু ওয়েবসাইটের ব্যবহারকারীরাই হয়েছেন। মোবাইল অ্যাপ্লিকেশনে এ ধরনের কোনো সমস্যা দেখা যায়নি। অনেক ব্যবহারকারী লগআউট হওয়ার পর আর লগইন করতে পারছিলেন না। 

গত ডিসেম্বরে টুইটারে প্রায় তিন ঘণ্টা প্রবেশ করতে পারেননি অনেক ব্যবহারকারী। প্রবেশ করতে পেরেছেন এমন অনেকেও মুখোমুখি হয়েছেন নানা সমস্যার। স্বয়ংক্রিয়ভাবে রিফ্রেশ হওয়ার পাশাপাশি বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে ‘ত্রুটির’ বার্তাও দেখতে পেয়েছেন অনেক ব্যবহারকারী। অ্যাপের পাশাপাশি ওয়েব সংস্করণেও এই সমস্যা দেখা দেয়। তবে মাঝে মাঝে মোবাইল অ্যাপ কাজ করতে দেখা গেছে।

দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, তাৎক্ষণিকভাবে অনলাইন সেবা বিঘ্নের তথ্য জানানোর ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ১০ হাজার টুইটার ব্যবহারকারী তাঁদের সমস্যার কথা জানান। এ ছাড়া জাপান ও যুক্তরাজ্যের মোট প্রায় ৫ হাজার টুইটার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে সমস্যার মুখোমুখি হয়েছেন। রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকেই টুইটার স্বাভাবিক হতে থাকে।

প্ল্যাটফর্মের সমস্যা চলাকালেই টুইটারের নতুন মালিক ইলন মাস্ক তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করে জানান, টুইটার সার্ভারের বেশ কিছু কারিগরি বিষয় পরিবর্তন করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা দ্রুতগতির টুইটার ব্যবহার করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত