Ajker Patrika

পরীক্ষামূলকভাবে টুইটারে এডিট বাটন চালু

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১২: ৩৭
পরীক্ষামূলকভাবে টুইটারে এডিট বাটন চালু

অবশেষে বহুল প্রতীক্ষিত ‘এডিট বাটন’ চালু করল সামাজিক যোগাযোগমধ্যম টুইটার। তবে আপাতত পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই সুবিধা। নতুন ফিচারের মাধ্যমে টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে এটি সংশোধনের সুযোগ পাবেন ব্যবহারকারী।

টুইটার ব্লূ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইটে জানানো হয়, ‘এডিট বাটন কাজ করে কি না, তা নিশ্চিত করার একটি পরীক্ষা এটি।’ কিছুক্ষণ পরেই ওই টুইট এডিট করে আরও একটি বাক্য যোগ করা হয়। লেখা হয়, ‘পরীক্ষার ফলাফল শিগগিরই জানাব আপনাদের।’

তবে এই নতুন ফিচারের সুবিধা আপাতত কেবল টুইটার ব্লু গ্রাহকেরা পাবেন। সাধারণ ব্যবহারকারীরা এডিট করা টুইট চিহ্নিত করতে পারবেন একটি ‘লাস্ট এডিটেড’ নামে থাকা লেবেলের মাধ্যমে।

‘লাস্ট এডিটেড’ লেবেলে ক্লিক করে যে কেউ একটি টুইটের ‘এডিট হিস্ট্রি’ দেখতে পারবেন, যা সম্ভবত অর্থ পরিশোধকারী ও বিনা মূল্যের ব্যবহারকারীদের মধ্যে ‘স্বচ্ছতা বজায় রাখতে’ যুক্ত করা হয়েছে।

আর সেবাটি বর্তমানে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এতে মাসিক খরচ চার দশমিক ৯৯ ডলার। অদূর ভবিষ্যতে আরও কিছু দেশে এটি চালু হতে পারে বলে জানা গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

‘ঘুষকে’ বৈধতা দিল শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত