অবশেষে বহুল প্রতীক্ষিত ‘এডিট বাটন’ চালু করল সামাজিক যোগাযোগমধ্যম টুইটার। তবে আপাতত পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই সুবিধা। নতুন ফিচারের মাধ্যমে টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে এটি সংশোধনের সুযোগ পাবেন ব্যবহারকারী।
টুইটার ব্লূ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইটে জানানো হয়, ‘এডিট বাটন কাজ করে কি না, তা নিশ্চিত করার একটি পরীক্ষা এটি।’ কিছুক্ষণ পরেই ওই টুইট এডিট করে আরও একটি বাক্য যোগ করা হয়। লেখা হয়, ‘পরীক্ষার ফলাফল শিগগিরই জানাব আপনাদের।’
তবে এই নতুন ফিচারের সুবিধা আপাতত কেবল টুইটার ব্লু গ্রাহকেরা পাবেন। সাধারণ ব্যবহারকারীরা এডিট করা টুইট চিহ্নিত করতে পারবেন একটি ‘লাস্ট এডিটেড’ নামে থাকা লেবেলের মাধ্যমে।
‘লাস্ট এডিটেড’ লেবেলে ক্লিক করে যে কেউ একটি টুইটের ‘এডিট হিস্ট্রি’ দেখতে পারবেন, যা সম্ভবত অর্থ পরিশোধকারী ও বিনা মূল্যের ব্যবহারকারীদের মধ্যে ‘স্বচ্ছতা বজায় রাখতে’ যুক্ত করা হয়েছে।
আর সেবাটি বর্তমানে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এতে মাসিক খরচ চার দশমিক ৯৯ ডলার। অদূর ভবিষ্যতে আরও কিছু দেশে এটি চালু হতে পারে বলে জানা গেছে।
অবশেষে বহুল প্রতীক্ষিত ‘এডিট বাটন’ চালু করল সামাজিক যোগাযোগমধ্যম টুইটার। তবে আপাতত পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই সুবিধা। নতুন ফিচারের মাধ্যমে টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে এটি সংশোধনের সুযোগ পাবেন ব্যবহারকারী।
টুইটার ব্লূ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইটে জানানো হয়, ‘এডিট বাটন কাজ করে কি না, তা নিশ্চিত করার একটি পরীক্ষা এটি।’ কিছুক্ষণ পরেই ওই টুইট এডিট করে আরও একটি বাক্য যোগ করা হয়। লেখা হয়, ‘পরীক্ষার ফলাফল শিগগিরই জানাব আপনাদের।’
তবে এই নতুন ফিচারের সুবিধা আপাতত কেবল টুইটার ব্লু গ্রাহকেরা পাবেন। সাধারণ ব্যবহারকারীরা এডিট করা টুইট চিহ্নিত করতে পারবেন একটি ‘লাস্ট এডিটেড’ নামে থাকা লেবেলের মাধ্যমে।
‘লাস্ট এডিটেড’ লেবেলে ক্লিক করে যে কেউ একটি টুইটের ‘এডিট হিস্ট্রি’ দেখতে পারবেন, যা সম্ভবত অর্থ পরিশোধকারী ও বিনা মূল্যের ব্যবহারকারীদের মধ্যে ‘স্বচ্ছতা বজায় রাখতে’ যুক্ত করা হয়েছে।
আর সেবাটি বর্তমানে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এতে মাসিক খরচ চার দশমিক ৯৯ ডলার। অদূর ভবিষ্যতে আরও কিছু দেশে এটি চালু হতে পারে বলে জানা গেছে।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৬ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৩ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৬ ঘণ্টা আগে