Ajker Patrika

মাইক্রোসফটের বিরুদ্ধে টুইটারের ‘অননুমোদিত’ ডেটা ব্যবহারের অভিযোগ

প্রযুক্তি ডেস্ক
Thumbnail image

অনুমতি ছাড়া প্ল্যাটফর্মের ডেটা ব্যবহার করে মাইক্রোসফট চুক্তি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে মাইক্রো ব্লগিং টুইটার। মূলত প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্কের আইনজীবী মাইক্রোসফটের মাধ্যমে টুইটারের অননুমোদিত ডেটা ব্যবহারের অভিযোগ তুলেছেন। অভিযোগগুলোর মধ্যে, অনুমতি ছাড়া বিভিন্ন সরকারি সংস্থার কাছে ডেটা শেয়ারের অভিযোগও রয়েছে মাইক্রোসফটের বিরুদ্ধে। এর আগে, মাইক্রোসফটের বিরুদ্ধে মামলার হুমকি দেন ইলন মাস্ক।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাকে একটি তিন পৃষ্ঠার চিঠি পাঠিয়েছে মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো। মাইক্রোসফটেরর বিরুদ্ধে প্ল্যাটফর্মের শর্তাবলি লঙ্ঘন করে অত্যধিক টুইট ডাউনলোডের অভিযোগ এনেছে টুইটার। টুইটারের দাবি, এই ডেটা ব্যবহার করে নিজেদের এআইকে প্রশিক্ষণ দিয়েছে মাইক্রোসফট। 

চুক্তি অনুসারে, টুইটার সকল ডেভেলপারের জন্য নিজেদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই ব্যবহারে সীমা বেঁধে দিয়েছে। চিঠিতে বলা হয়, ‘এই সীমাবদ্ধতার পরও মাইক্রোসফটের বিভিন্ন অ্যাপ ৭৮ কোটিরও বেশিবার টুইটারের এপিআই’তে প্রবেশ করেছে। আর কেবল ২০২২ সালেই ২ হাজার ৬০০ কোটিরও বেশি টুইট পুনরুদ্ধার করেছে।’

মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, ‘আমরা এসব অভিযোগ পর্যালোচনা করে যথাযথ উপায়ে এর প্রতিক্রিয়া জানাব। আমরা এই কোম্পানির (টুইটার) সঙ্গে দীর্ঘ মেয়াদে অংশীদারত্ব অব্যাহত রাখতেও আগ্রহী।

এর আগে, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে মামলার হুমকি দেন ইলন মাস্ক। তার অভিযোগ ছিল, মাইক্রোসফট অনুমতি ছাড়াই টুইটারের ডেটা ব্যবহার করে নিজেদের এআইকে প্রশিক্ষণ দিয়েছে। 

এক টুইটে মাইক্রোসফটকে ইঙ্গিত করে মাস্ক লেখেন, ‘তারা অবৈধভাবে টুইটারের ডেটা ব্যবহার করে প্রশিক্ষণ দিয়েছে। এবার মামলার সময় হয়েছে’। 

মাইক্রোসফট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২৫ এপ্রিল থেকে এটির বিজ্ঞাপন প্ল্যাটফর্ম আর টুইটার সমর্থন করবে না। ফলে, বিজ্ঞাপন এজেন্সিগুলো মাইক্রোসফটের সোশ্যাল ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে তাদের টুইটার অ্যাকাউন্ট আর ব্যবহার করতে পারবে না। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন— ফেসবুক, ইনস্টাগ্রাম ও লিংকডইন ব্যবহার করতে পারবে। মূলত টুইটারের নতুন মূল্য নির্ধারণ ব্যবস্থার কারণেই মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। 

একটি পৃথক টুইটে মাস্ক বলেন, ‘আমি নতুন ধারণার জন্য উন্মুক্ত। তবে টুইটারের ডেটাবেইসকে ক্ষতিগ্রস্ত, এর বিজ্ঞাপনগুলি সরানো এবং পরবর্তীতে অন্যদের কাছে আমাদের ডেটা বিক্রি করা কোনো বিজয়ী সমাধান নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত