আজকের পত্রিকা ডেস্ক
আজকের ডিজিটাল যুগে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি ব্যক্তিগত রুচি প্রকাশ, পেশাগত ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক প্রচারণার জন্য এক বহুমাত্রিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ ধরনের প্ল্যাটফর্মে প্রথম যে জিনিসটি অন্যদের নজরে আসে, তা হলো প্রোফাইল ছবি ও কভার ছবি। এই ছবিগুলোর মান ও সাইজ যদি সঠিক না হয়, তাহলে তা অনেক সময় অস্পষ্টভাবে দেখা যায়।
সঠিক সাইজ অনুযায়ী ছবি আপলোড করলে তা শুধু স্পষ্টভাবেই দেখা যায় না, বরং ফেসবুকের ইমেজ অপ্টিমাইজেশনের নিয়ম অনুসরণ করায় ছবির গুণগত মানও বজায় থাকে। অনেকেই জানেন না, ফেসবুকের প্রতিটি ছবির জন্য নির্দিষ্ট মাপ বা রেজল্যুশন রয়েছে; যেমন প্রোফাইল ছবির জন্য এক রকম, কভার ছবির জন্য আরেক রকমের সাইজ প্রয়োজন।
ফেসবুকের প্রোফাইল ও কভার ছবির আদর্শ সাইজ কত হওয়া উচিত তা তুলে ধরা হলো—
ফেসবুক প্রোফাইল ছবির সাইজ
প্রোফাইল ছবি বা ফেসবুক ডিসপ্লে পিকচার (ডিপি) আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্র্যান্ডকে ফেসবুকে প্রতিনিধিত্ব করে। যখন কেউ আপনার প্রোফাইলে প্রবেশ করে বা আপনার কোনো পোস্ট দেখে, এটি প্রথম নজরে আসে। ফেসবুক প্রোফাইল ছবি হলো সেই ছোট বর্গাকৃতির ছবি, যা আপনার প্রোফাইলের ওপরের বাম কোণে দেখা যায়।
একটি ভালো প্রোফাইল ছবি বিশ্বাসযোগ্যতা, কর্তৃত্ব এবং আস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ১৮০ × ১৮০ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৪৮ × ২০৪৮ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ১: ১ (বর্গাকৃতি)
থাম্বনেইল: মন্তব্য ও পোস্টে আপনার নামের পাশে ৪০ × ৪০ পিক্সেল আকারে ছবি দেখা যাবে।
ক্লিক করলে: প্রোফাইল ছবিটি সর্বোচ্চ ৮৫০ × ৮৫০ পিক্সেল পর্যন্ত বড় হয়ে দেখা যেতে পারে।
প্রোফাইল ছবির ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
ফেসবুক কভার ফটো সাইজ
ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইল কভার ছবি হলো একটি বড় ব্যানার আকৃতির ছবি, যা ব্যবহারকারীর প্রোফাইল পেজের ওপরের অংশে দেখা যায়, প্রদর্শিত হয়।
এই জায়গা ব্যক্তি তাঁর নিজস্ব পরিচয় ও ব্র্যান্ড প্রকাশের জন্য ব্যবহার করতে পারেন। এটি নিজের পছন্দ, স্টাইল বা ব্যক্তিত্ব তুলে ধরার একটি চমৎকার মাধ্যম।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ৮৫১ × ৩১৫ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৩৭ × ৭৫৪ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ২.৭: ১
ফেসবুক কভারের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
আজকের ডিজিটাল যুগে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি ব্যক্তিগত রুচি প্রকাশ, পেশাগত ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক প্রচারণার জন্য এক বহুমাত্রিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ ধরনের প্ল্যাটফর্মে প্রথম যে জিনিসটি অন্যদের নজরে আসে, তা হলো প্রোফাইল ছবি ও কভার ছবি। এই ছবিগুলোর মান ও সাইজ যদি সঠিক না হয়, তাহলে তা অনেক সময় অস্পষ্টভাবে দেখা যায়।
সঠিক সাইজ অনুযায়ী ছবি আপলোড করলে তা শুধু স্পষ্টভাবেই দেখা যায় না, বরং ফেসবুকের ইমেজ অপ্টিমাইজেশনের নিয়ম অনুসরণ করায় ছবির গুণগত মানও বজায় থাকে। অনেকেই জানেন না, ফেসবুকের প্রতিটি ছবির জন্য নির্দিষ্ট মাপ বা রেজল্যুশন রয়েছে; যেমন প্রোফাইল ছবির জন্য এক রকম, কভার ছবির জন্য আরেক রকমের সাইজ প্রয়োজন।
ফেসবুকের প্রোফাইল ও কভার ছবির আদর্শ সাইজ কত হওয়া উচিত তা তুলে ধরা হলো—
ফেসবুক প্রোফাইল ছবির সাইজ
প্রোফাইল ছবি বা ফেসবুক ডিসপ্লে পিকচার (ডিপি) আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্র্যান্ডকে ফেসবুকে প্রতিনিধিত্ব করে। যখন কেউ আপনার প্রোফাইলে প্রবেশ করে বা আপনার কোনো পোস্ট দেখে, এটি প্রথম নজরে আসে। ফেসবুক প্রোফাইল ছবি হলো সেই ছোট বর্গাকৃতির ছবি, যা আপনার প্রোফাইলের ওপরের বাম কোণে দেখা যায়।
একটি ভালো প্রোফাইল ছবি বিশ্বাসযোগ্যতা, কর্তৃত্ব এবং আস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ১৮০ × ১৮০ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৪৮ × ২০৪৮ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ১: ১ (বর্গাকৃতি)
থাম্বনেইল: মন্তব্য ও পোস্টে আপনার নামের পাশে ৪০ × ৪০ পিক্সেল আকারে ছবি দেখা যাবে।
ক্লিক করলে: প্রোফাইল ছবিটি সর্বোচ্চ ৮৫০ × ৮৫০ পিক্সেল পর্যন্ত বড় হয়ে দেখা যেতে পারে।
প্রোফাইল ছবির ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
ফেসবুক কভার ফটো সাইজ
ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইল কভার ছবি হলো একটি বড় ব্যানার আকৃতির ছবি, যা ব্যবহারকারীর প্রোফাইল পেজের ওপরের অংশে দেখা যায়, প্রদর্শিত হয়।
এই জায়গা ব্যক্তি তাঁর নিজস্ব পরিচয় ও ব্র্যান্ড প্রকাশের জন্য ব্যবহার করতে পারেন। এটি নিজের পছন্দ, স্টাইল বা ব্যক্তিত্ব তুলে ধরার একটি চমৎকার মাধ্যম।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ৮৫১ × ৩১৫ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৩৭ × ৭৫৪ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ২.৭: ১
ফেসবুক কভারের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১৬ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৭ ঘণ্টা আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
৩ দিন আগে