অনলাইন ডেস্ক
আজকের ডিজিটাল যুগে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি ব্যক্তিগত রুচি প্রকাশ, পেশাগত ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক প্রচারণার জন্য এক বহুমাত্রিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ ধরনের প্ল্যাটফর্মে প্রথম যে জিনিসটি অন্যদের নজরে আসে, তা হলো প্রোফাইল ছবি ও কভার ছবি। এই ছবিগুলোর মান ও সাইজ যদি সঠিক না হয়, তাহলে তা অনেক সময় অস্পষ্টভাবে দেখা যায়।
সঠিক সাইজ অনুযায়ী ছবি আপলোড করলে তা শুধু স্পষ্টভাবেই দেখা যায় না, বরং ফেসবুকের ইমেজ অপ্টিমাইজেশনের নিয়ম অনুসরণ করায় ছবির গুণগত মানও বজায় থাকে। অনেকেই জানেন না, ফেসবুকের প্রতিটি ছবির জন্য নির্দিষ্ট মাপ বা রেজল্যুশন রয়েছে; যেমন প্রোফাইল ছবির জন্য এক রকম, কভার ছবির জন্য আরেক রকমের সাইজ প্রয়োজন।
ফেসবুকের প্রোফাইল ও কভার ছবির আদর্শ সাইজ কত হওয়া উচিত তা তুলে ধরা হলো—
ফেসবুক প্রোফাইল ছবির সাইজ
প্রোফাইল ছবি বা ফেসবুক ডিসপ্লে পিকচার (ডিপি) আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্র্যান্ডকে ফেসবুকে প্রতিনিধিত্ব করে। যখন কেউ আপনার প্রোফাইলে প্রবেশ করে বা আপনার কোনো পোস্ট দেখে, এটি প্রথম নজরে আসে। ফেসবুক প্রোফাইল ছবি হলো সেই ছোট বর্গাকৃতির ছবি, যা আপনার প্রোফাইলের ওপরের বাম কোণে দেখা যায়।
একটি ভালো প্রোফাইল ছবি বিশ্বাসযোগ্যতা, কর্তৃত্ব এবং আস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ১৮০ × ১৮০ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৪৮ × ২০৪৮ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ১: ১ (বর্গাকৃতি)
থাম্বনেইল: মন্তব্য ও পোস্টে আপনার নামের পাশে ৪০ × ৪০ পিক্সেল আকারে ছবি দেখা যাবে।
ক্লিক করলে: প্রোফাইল ছবিটি সর্বোচ্চ ৮৫০ × ৮৫০ পিক্সেল পর্যন্ত বড় হয়ে দেখা যেতে পারে।
প্রোফাইল ছবির ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
ফেসবুক কভার ফটো সাইজ
ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইল কভার ছবি হলো একটি বড় ব্যানার আকৃতির ছবি, যা ব্যবহারকারীর প্রোফাইল পেজের ওপরের অংশে দেখা যায়, প্রদর্শিত হয়।
এই জায়গা ব্যক্তি তাঁর নিজস্ব পরিচয় ও ব্র্যান্ড প্রকাশের জন্য ব্যবহার করতে পারেন। এটি নিজের পছন্দ, স্টাইল বা ব্যক্তিত্ব তুলে ধরার একটি চমৎকার মাধ্যম।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ৮৫১ × ৩১৫ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৩৭ × ৭৫৪ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ২.৭: ১
ফেসবুক কভারের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
আজকের ডিজিটাল যুগে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি ব্যক্তিগত রুচি প্রকাশ, পেশাগত ব্র্যান্ডিং এবং ব্যবসায়িক প্রচারণার জন্য এক বহুমাত্রিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ ধরনের প্ল্যাটফর্মে প্রথম যে জিনিসটি অন্যদের নজরে আসে, তা হলো প্রোফাইল ছবি ও কভার ছবি। এই ছবিগুলোর মান ও সাইজ যদি সঠিক না হয়, তাহলে তা অনেক সময় অস্পষ্টভাবে দেখা যায়।
সঠিক সাইজ অনুযায়ী ছবি আপলোড করলে তা শুধু স্পষ্টভাবেই দেখা যায় না, বরং ফেসবুকের ইমেজ অপ্টিমাইজেশনের নিয়ম অনুসরণ করায় ছবির গুণগত মানও বজায় থাকে। অনেকেই জানেন না, ফেসবুকের প্রতিটি ছবির জন্য নির্দিষ্ট মাপ বা রেজল্যুশন রয়েছে; যেমন প্রোফাইল ছবির জন্য এক রকম, কভার ছবির জন্য আরেক রকমের সাইজ প্রয়োজন।
ফেসবুকের প্রোফাইল ও কভার ছবির আদর্শ সাইজ কত হওয়া উচিত তা তুলে ধরা হলো—
ফেসবুক প্রোফাইল ছবির সাইজ
প্রোফাইল ছবি বা ফেসবুক ডিসপ্লে পিকচার (ডিপি) আপনার ব্যক্তিগত বা ব্যবসায়িক ব্র্যান্ডকে ফেসবুকে প্রতিনিধিত্ব করে। যখন কেউ আপনার প্রোফাইলে প্রবেশ করে বা আপনার কোনো পোস্ট দেখে, এটি প্রথম নজরে আসে। ফেসবুক প্রোফাইল ছবি হলো সেই ছোট বর্গাকৃতির ছবি, যা আপনার প্রোফাইলের ওপরের বাম কোণে দেখা যায়।
একটি ভালো প্রোফাইল ছবি বিশ্বাসযোগ্যতা, কর্তৃত্ব এবং আস্থার ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ১৮০ × ১৮০ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৪৮ × ২০৪৮ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ১: ১ (বর্গাকৃতি)
থাম্বনেইল: মন্তব্য ও পোস্টে আপনার নামের পাশে ৪০ × ৪০ পিক্সেল আকারে ছবি দেখা যাবে।
ক্লিক করলে: প্রোফাইল ছবিটি সর্বোচ্চ ৮৫০ × ৮৫০ পিক্সেল পর্যন্ত বড় হয়ে দেখা যেতে পারে।
প্রোফাইল ছবির ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
ফেসবুক কভার ফটো সাইজ
ফেসবুকে ব্যক্তিগত প্রোফাইল কভার ছবি হলো একটি বড় ব্যানার আকৃতির ছবি, যা ব্যবহারকারীর প্রোফাইল পেজের ওপরের অংশে দেখা যায়, প্রদর্শিত হয়।
এই জায়গা ব্যক্তি তাঁর নিজস্ব পরিচয় ও ব্র্যান্ড প্রকাশের জন্য ব্যবহার করতে পারেন। এটি নিজের পছন্দ, স্টাইল বা ব্যক্তিত্ব তুলে ধরার একটি চমৎকার মাধ্যম।
ছবির নির্দেশিকা
সর্বনিম্ন ডাইমেনশন: ৮৫১ × ৩১৫ পিক্সেল
সর্বোচ্চ ডাইমেনশন: ২০৩৭ × ৭৫৪ পিক্সেল
অ্যাসপেক্ট রেশিও (অনুপাত) : ২.৭: ১
ফেসবুক কভারের ক্ষেত্রে যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
২ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে