অনলাইন ডেস্ক
আমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে কিছু সেটিংস পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠানোর পর তা আগের মতো স্পষ্ট না থাকার কারণ হলো—ফাইল কমপ্রেশন। সাধারণত ডেটা সাশ্রয়ের জন্য হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ফাইলের সাইজ কমিয়ে দেয়, যার ফলে রেজল্যুশন কমে যায়।
দুই উপায়ে ভালো মানের ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। একটি হলো এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানোর মাধ্যমে, আরেকটি হলো ডকুমেন্ট আকারে ছবি ও ভিডিও পাঠানোর মাধ্যমে।
হোয়াটসঅ্যাপে নিদির্ষ্ট ছবি ও ভিডিও এইচডি মানের পাঠাবেন যেভাবে
১. এইচডি ছবি আ ভিডিও পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে একটি ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলুন।
২. এখন অ্যান্ড্রয়েডে ‘পেপার ক্লিপ’ আইকোনে ট্যাপ করুন। আর আইফোনে ‘প্লাস’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে গ্যালারি অপশনে ট্যাপ করুন। যেকোনো ছবি বা ভিডিওর ওপর ট্যাপ করে তা নির্বাচন করুন। এখানে একাধিক ছবি বা ভিডিও নির্বাচন করতে পারেন।
৪. গ্যালারির বাঁ পাশের ওপরের দিকে থাকা ‘এইচডি’ আইকোনে ট্যাপ করুন।
৫. নিচের সবুজ রঙের পেপার ক্লিপ আইকোনে ট্যাপ করলেই এইচডি মানের ছবি ও ভিডিও সেন্ড হবে।
যদি আপনি সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে এইচডি মিডিয়া শেয়ার করেন, তবে ‘কনটিনিউ উইথআউট ওয়াইফাই’ এই বার্তা আসতে পারে। আর যদি সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে এইচডি মিডিয়া শেয়ার করতে চান, তবে ‘কন্টিনিউ’ অপশনে ট্যাপ করুন।
ডিফল্ট হিসেবে এইচডি মান সেট করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এরপর মেনু থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন। আইফোনে হোয়াটসঅ্যাপ খুললেই ডান পাশের নিচে সেটিংস অপশন পাবেন। এতে ট্যাপ করুন।
৩. সেটিংস থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশন নির্বাচন করুন। এখন ‘মিডিয়া আপলোড কোয়ালিটি’ অপশন নির্বাচন করুন।
৪. এরপর ‘এইচডি’ কোয়ালিটি নির্বাচন করুন।
এখন হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সব ছবি ও ভিডিও এইচডি মানের পাঠাবে।
ছবি ও ভিডিও ডকুমেন্ট আকারে পাঠাবেন যেভাবে
১. ছবি বা ভিডিও ডকুমেন্ট আকারে পাঠানোর জন্য হোয়াটঅ্যাপে একটি ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলুন।
২. এখন অ্যান্ড্রয়েডে ‘পেপার ক্লিপ’ আইকোনে ট্যাপ করুন। আর আইফোনে ‘প্লাস’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে ডকুমেন্ট অপশনে ট্যাপ করুন। এখন ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশনে ট্যাপ করুন বা ‘ব্রাউজ ডকুমেন্ট’ অপশনে ট্যাপ করুন।
ব্রাউজ ডকুমেন্ট অপশন নির্বাচন করলে ফাইল থেকে ছবি ও ভিডিও ফোল্ডার খুঁজে বের করুন।
৪. এখন ফোনের গ্যালারি থেকে এক বা একাধিক ছবি বা ভিডিওর ওপর ট্যাপ করে নির্বাচন করতে পারেন। এছাড়া ছবি ও ভিডিও ফোল্ডার থেকেও যেকোনো মিডিয়ার ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৫. নিচের সবুজ রঙের পেপার ক্লিপ আইকোনে ট্যাপ করলেই এইচডি মানের ছবি ও ভিডিও সেন্ড হবে।
আমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে কিছু সেটিংস পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠানোর পর তা আগের মতো স্পষ্ট না থাকার কারণ হলো—ফাইল কমপ্রেশন। সাধারণত ডেটা সাশ্রয়ের জন্য হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ফাইলের সাইজ কমিয়ে দেয়, যার ফলে রেজল্যুশন কমে যায়।
দুই উপায়ে ভালো মানের ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। একটি হলো এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানোর মাধ্যমে, আরেকটি হলো ডকুমেন্ট আকারে ছবি ও ভিডিও পাঠানোর মাধ্যমে।
হোয়াটসঅ্যাপে নিদির্ষ্ট ছবি ও ভিডিও এইচডি মানের পাঠাবেন যেভাবে
১. এইচডি ছবি আ ভিডিও পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে একটি ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলুন।
২. এখন অ্যান্ড্রয়েডে ‘পেপার ক্লিপ’ আইকোনে ট্যাপ করুন। আর আইফোনে ‘প্লাস’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে গ্যালারি অপশনে ট্যাপ করুন। যেকোনো ছবি বা ভিডিওর ওপর ট্যাপ করে তা নির্বাচন করুন। এখানে একাধিক ছবি বা ভিডিও নির্বাচন করতে পারেন।
৪. গ্যালারির বাঁ পাশের ওপরের দিকে থাকা ‘এইচডি’ আইকোনে ট্যাপ করুন।
৫. নিচের সবুজ রঙের পেপার ক্লিপ আইকোনে ট্যাপ করলেই এইচডি মানের ছবি ও ভিডিও সেন্ড হবে।
যদি আপনি সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে এইচডি মিডিয়া শেয়ার করেন, তবে ‘কনটিনিউ উইথআউট ওয়াইফাই’ এই বার্তা আসতে পারে। আর যদি সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে এইচডি মিডিয়া শেয়ার করতে চান, তবে ‘কন্টিনিউ’ অপশনে ট্যাপ করুন।
ডিফল্ট হিসেবে এইচডি মান সেট করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এরপর মেনু থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন। আইফোনে হোয়াটসঅ্যাপ খুললেই ডান পাশের নিচে সেটিংস অপশন পাবেন। এতে ট্যাপ করুন।
৩. সেটিংস থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশন নির্বাচন করুন। এখন ‘মিডিয়া আপলোড কোয়ালিটি’ অপশন নির্বাচন করুন।
৪. এরপর ‘এইচডি’ কোয়ালিটি নির্বাচন করুন।
এখন হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সব ছবি ও ভিডিও এইচডি মানের পাঠাবে।
ছবি ও ভিডিও ডকুমেন্ট আকারে পাঠাবেন যেভাবে
১. ছবি বা ভিডিও ডকুমেন্ট আকারে পাঠানোর জন্য হোয়াটঅ্যাপে একটি ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলুন।
২. এখন অ্যান্ড্রয়েডে ‘পেপার ক্লিপ’ আইকোনে ট্যাপ করুন। আর আইফোনে ‘প্লাস’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে ডকুমেন্ট অপশনে ট্যাপ করুন। এখন ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশনে ট্যাপ করুন বা ‘ব্রাউজ ডকুমেন্ট’ অপশনে ট্যাপ করুন।
ব্রাউজ ডকুমেন্ট অপশন নির্বাচন করলে ফাইল থেকে ছবি ও ভিডিও ফোল্ডার খুঁজে বের করুন।
৪. এখন ফোনের গ্যালারি থেকে এক বা একাধিক ছবি বা ভিডিওর ওপর ট্যাপ করে নির্বাচন করতে পারেন। এছাড়া ছবি ও ভিডিও ফোল্ডার থেকেও যেকোনো মিডিয়ার ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৫. নিচের সবুজ রঙের পেপার ক্লিপ আইকোনে ট্যাপ করলেই এইচডি মানের ছবি ও ভিডিও সেন্ড হবে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
১১ ঘণ্টা আগেসেমিকন্ডাক্টর শিল্পের ভর্তুকি আইন বাতিল করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য গত মঙ্গলবার মার্কিন আইনপ্রণেতাদের উদ্দ্যেশ্য তিনি বলেন, তাঁদের উচিত ২০২২ সালের ঐতিহাসিক দ্বিদলীয় আইনটি বাতিল করা। সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তৈরির জন্য ৫২ দশমিক ৭ বিলিয়ন বা ৫ হাজার ২৭০ কোটি ডলার...
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচারসহ নতুন আইপ্যাড এয়ার উন্মোচন করেছে অ্যাপল। এই ডিভাইসে এম ৩ চিপ ব্যবহার করা হয়েছে। আইপ্যাড এয়ার এর এই নতুন সংস্করণটি ২০২২ সালের এম ১ আইপ্যাড এয়ার–এর চেয়েও দ্বিগুণ গতিতে কাজ করবে।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ স্যাটেলাইট-১ সম্ভাব্য সৌর বিভ্রাটের কারণে ৭ মার্চ থেকে সাত দিন সম্প্রচারে সাময়িক বাধার সম্মুখীন হতে পারে। এই বিভ্রাট, সৌর উপগ্রহ হস্তক্ষেপ হিসেবেও উল্লেখ করা হয়, যখন সূর্য সরাসরি স্যাটেলাইট সংকেত প্রেরণের পেছনে চলে যায় তখন এই বিভ্রাট ঘটে।
১ দিন আগে