অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়াতে দৈনন্দিন জীবনে সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার একটি দারুণ উপায় হলো ফেসবুক স্টোরি। এর মাধ্যমে ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করা যায়, যা ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে, অনেক ব্যবহারকারী জানেন না যে ফেসবুক স্টোরিতে নিজের লোকেশনও যুক্ত করা যায়। লোকেশন শেয়ার করার মাধ্যমে প্রিয় জায়গাগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন এবং অন্যদের আপনার অবস্থান সম্পর্কে অবগত করতে পারবেন।
ফেসবুক স্টোরিতে খুব সহজেই লোকেশন যুক্ত করা যায়। এটি অনেকটা স্টিকার যুক্ত করার মতো।
ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. ফেসবুকে প্রবেশ করুন।
২. এখন ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে স্টোরি তৈরির জন্য অনেকগুলো অপশন দেখা যাবে।
৪. এসব অপশন থেকে স্টোরি হিসেবে ছবি, ভিডিও বা টেক্সট নির্বাচন করুন।
৫. এরপর ওপরের ডান কোনায় থাকা স্টিকার অপশনে ট্যাপ করুন।
৬. এখন ‘লোকেশন’ অপশন নির্বাচন করুন।
৭. ফেসবুক এখন আপনার লোকেশন জানার জন্য অনুমতি চাইবে। সেগুলোর অনুমতি দিন।
৮. এখন আপনি ওপরের দিকে থাকা সার্চ বারে টাইপ করে কাঙ্ক্ষিত লোকেশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৯. এর ফলে লোকেশনটি স্টোরির ওপরে চলে আসবে।
১০. লোকেশনের ওপর ট্যাপ করে সেটিকে টেনে এনে স্টোরির যেকোনো জায়গায় রাখা যাবে। সেই সঙ্গে এর ওপর ট্যাপ করে এর স্টাইলও পরিবর্তন করা যাবে।
১০. এবার নিচের ডান পাশে থাকা ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। এভাবে লোকেশনসহ ছবিটি শেয়ার হয়ে যাবে।
সোশ্যাল মিডিয়াতে দৈনন্দিন জীবনে সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার একটি দারুণ উপায় হলো ফেসবুক স্টোরি। এর মাধ্যমে ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করা যায়, যা ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে, অনেক ব্যবহারকারী জানেন না যে ফেসবুক স্টোরিতে নিজের লোকেশনও যুক্ত করা যায়। লোকেশন শেয়ার করার মাধ্যমে প্রিয় জায়গাগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন এবং অন্যদের আপনার অবস্থান সম্পর্কে অবগত করতে পারবেন।
ফেসবুক স্টোরিতে খুব সহজেই লোকেশন যুক্ত করা যায়। এটি অনেকটা স্টিকার যুক্ত করার মতো।
ফেসবুক স্টোরিতে লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. ফেসবুকে প্রবেশ করুন।
২. এখন ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে স্টোরি তৈরির জন্য অনেকগুলো অপশন দেখা যাবে।
৪. এসব অপশন থেকে স্টোরি হিসেবে ছবি, ভিডিও বা টেক্সট নির্বাচন করুন।
৫. এরপর ওপরের ডান কোনায় থাকা স্টিকার অপশনে ট্যাপ করুন।
৬. এখন ‘লোকেশন’ অপশন নির্বাচন করুন।
৭. ফেসবুক এখন আপনার লোকেশন জানার জন্য অনুমতি চাইবে। সেগুলোর অনুমতি দিন।
৮. এখন আপনি ওপরের দিকে থাকা সার্চ বারে টাইপ করে কাঙ্ক্ষিত লোকেশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৯. এর ফলে লোকেশনটি স্টোরির ওপরে চলে আসবে।
১০. লোকেশনের ওপর ট্যাপ করে সেটিকে টেনে এনে স্টোরির যেকোনো জায়গায় রাখা যাবে। সেই সঙ্গে এর ওপর ট্যাপ করে এর স্টাইলও পরিবর্তন করা যাবে।
১০. এবার নিচের ডান পাশে থাকা ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। এভাবে লোকেশনসহ ছবিটি শেয়ার হয়ে যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও চরম আপত্তিকর কনটেন্ট মুছে ফেলতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন কনটেন্ট মডারেটররা। এমন অভিযোগের ভিত্তিতে আফ্রিকার দেশ ঘানায় আবারও আইনি জটিলতায় জড়াচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এ জন্য মামলা করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন
২ মিনিট আগেঅ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
২ ঘণ্টা আগেঅদূর ভবিষ্যতে নির্মাণশ্রমিকদের কাজের সঙ্গী হতে পারে ২০ ফুট উচ্চতার স্বয়ংক্রিয় এআই রোবট। কারণ নতুন রোবটটি ঝালাই, কাঠামো নির্মাণ এবং ৩ডি প্রিন্টিং এর মাধ্যমে ভবন তৈরি করতে পারে। এই রোবটের মাধ্যমে নির্মাণ শিল্পের কাজের ধরনকে সম্পূর্ণভাবে বদলে দিয়ে যুক্তরাষ্ট্রের নির্মাণশ্রমিক সংকট নিরসনের চেষ্টা করা হব
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের কর্মীরা কেবল প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বছরে গড়ে ১২২ ঘণ্টা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির মতে, কর্মীদের জন্য কিছুটা প্রশিক্ষণ ও এআই ব্যবহারের অনুমতি দিলেই দ্বিগুণ হারে প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়তে পারে...
৬ ঘণ্টা আগে