প্রযুক্তির জগতে যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ডিভাইস নোটপিন। গলার হার, ঘড়ি বা পিন হিসেবে এই ডিভাইস ব্যবহার করা যাবে। এটি কোনো মিটিং বা ক্লাসের নোট নিতে, পরিচিতদের নাম মনে রাখতে ও কাজের তালিকা তৈরি করতে সাহায্য করবে। আপনার চারপাশের কথাবার্তাগুলো এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে টেক্সট হিসেবে সংরক্ষণ করবে।
এআইভিত্তিক কোম্পানি ‘প্লড’ ডিভাইসটি তৈরি করেছে। নোটপিন ডিভাইস কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তর করার পাশাপাশি এগুলোর সারসংক্ষেপও তৈরি করতে পারবে। এটি ইংরেজি ছাড়াও ৫৯টি ভাষায় নোট নিতে পারবে ও অনুবাদ করতে পারবে। আলাপ–আলোচনার সময় কে কথা বলছে ডিভাইসটির এআই তা চিহ্নিত করতে পারে।
একে একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা পর্যন্ত কথোপকথন রেকর্ড করতে পারবে। তবে ডিভাইসটি সব সময় চালু থাকে না। এর ওপর ট্যাপ করে চালু করতে হয়। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে। সে অনুযায়ী কথাবার্তাগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ এটি একটি স্ক্রিপ্টের মতো ডকুমেন্ট তৈরি করে দেবে।
এই ডিভাইসটির সঙ্গে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটিতে একটি চ্যাট উইন্ডোও রয়েছে, যার মাধ্যমে ডিভাইসটিকে বিভিন্ন প্রশ্নও জিজ্ঞেস করা যাবে।
নোটপিন আকার অনেক ছোট ও হালকা। এর ওজন প্রায় একটি পেনসিল বা ‘এএ’ ব্যাটারির সমান। তাই খুব স্বাচ্ছন্দ্যভাবে ডিভাইসটি পরে থাকা যাবে। ডিভাইসটি বর্তমানে প্রিঅর্ডার করা যাবে। নোটপিনটির মূল্য ১৭০ ডলার। তবে প্রতি মাসে ৩০০ মিনিটেরও বেশি ডিভাইসটি দিয়ে রেকর্ড করলে অতিরিক্ত ৮০ ডলার খরচ করতে হবে।
আর প্লডের বিশেষ এআই ফিচার ব্যবহার করতে চাইলে প্রতিবছর আরও ৭৯ ডলার সাবস্ক্রিপশন কিনতে হবে।
চলতি বছরে একটি পরিধানযোগ্য ডিভাইস ‘হিউম্যান এআই’ বাজারে এসেছে। এই ডিভাইস শুধু জামা কাপড়ের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যায়। তবে ডিভাইসটি ব্যবসা সফল হতে পারেনি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও এনগেজেট
প্রযুক্তির জগতে যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ডিভাইস নোটপিন। গলার হার, ঘড়ি বা পিন হিসেবে এই ডিভাইস ব্যবহার করা যাবে। এটি কোনো মিটিং বা ক্লাসের নোট নিতে, পরিচিতদের নাম মনে রাখতে ও কাজের তালিকা তৈরি করতে সাহায্য করবে। আপনার চারপাশের কথাবার্তাগুলো এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে টেক্সট হিসেবে সংরক্ষণ করবে।
এআইভিত্তিক কোম্পানি ‘প্লড’ ডিভাইসটি তৈরি করেছে। নোটপিন ডিভাইস কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তর করার পাশাপাশি এগুলোর সারসংক্ষেপও তৈরি করতে পারবে। এটি ইংরেজি ছাড়াও ৫৯টি ভাষায় নোট নিতে পারবে ও অনুবাদ করতে পারবে। আলাপ–আলোচনার সময় কে কথা বলছে ডিভাইসটির এআই তা চিহ্নিত করতে পারে।
একে একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা পর্যন্ত কথোপকথন রেকর্ড করতে পারবে। তবে ডিভাইসটি সব সময় চালু থাকে না। এর ওপর ট্যাপ করে চালু করতে হয়। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে। সে অনুযায়ী কথাবার্তাগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ এটি একটি স্ক্রিপ্টের মতো ডকুমেন্ট তৈরি করে দেবে।
এই ডিভাইসটির সঙ্গে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটিতে একটি চ্যাট উইন্ডোও রয়েছে, যার মাধ্যমে ডিভাইসটিকে বিভিন্ন প্রশ্নও জিজ্ঞেস করা যাবে।
নোটপিন আকার অনেক ছোট ও হালকা। এর ওজন প্রায় একটি পেনসিল বা ‘এএ’ ব্যাটারির সমান। তাই খুব স্বাচ্ছন্দ্যভাবে ডিভাইসটি পরে থাকা যাবে। ডিভাইসটি বর্তমানে প্রিঅর্ডার করা যাবে। নোটপিনটির মূল্য ১৭০ ডলার। তবে প্রতি মাসে ৩০০ মিনিটেরও বেশি ডিভাইসটি দিয়ে রেকর্ড করলে অতিরিক্ত ৮০ ডলার খরচ করতে হবে।
আর প্লডের বিশেষ এআই ফিচার ব্যবহার করতে চাইলে প্রতিবছর আরও ৭৯ ডলার সাবস্ক্রিপশন কিনতে হবে।
চলতি বছরে একটি পরিধানযোগ্য ডিভাইস ‘হিউম্যান এআই’ বাজারে এসেছে। এই ডিভাইস শুধু জামা কাপড়ের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যায়। তবে ডিভাইসটি ব্যবসা সফল হতে পারেনি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও এনগেজেট
যুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
২১ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
৪ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৪ ঘণ্টা আগে