প্রযুক্তির জগতে যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ডিভাইস নোটপিন। গলার হার, ঘড়ি বা পিন হিসেবে এই ডিভাইস ব্যবহার করা যাবে। এটি কোনো মিটিং বা ক্লাসের নোট নিতে, পরিচিতদের নাম মনে রাখতে ও কাজের তালিকা তৈরি করতে সাহায্য করবে। আপনার চারপাশের কথাবার্তাগুলো এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে টেক্সট হিসেবে সংরক্ষণ করবে।
এআইভিত্তিক কোম্পানি ‘প্লড’ ডিভাইসটি তৈরি করেছে। নোটপিন ডিভাইস কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তর করার পাশাপাশি এগুলোর সারসংক্ষেপও তৈরি করতে পারবে। এটি ইংরেজি ছাড়াও ৫৯টি ভাষায় নোট নিতে পারবে ও অনুবাদ করতে পারবে। আলাপ–আলোচনার সময় কে কথা বলছে ডিভাইসটির এআই তা চিহ্নিত করতে পারে।
একে একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা পর্যন্ত কথোপকথন রেকর্ড করতে পারবে। তবে ডিভাইসটি সব সময় চালু থাকে না। এর ওপর ট্যাপ করে চালু করতে হয়। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে। সে অনুযায়ী কথাবার্তাগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ এটি একটি স্ক্রিপ্টের মতো ডকুমেন্ট তৈরি করে দেবে।
এই ডিভাইসটির সঙ্গে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটিতে একটি চ্যাট উইন্ডোও রয়েছে, যার মাধ্যমে ডিভাইসটিকে বিভিন্ন প্রশ্নও জিজ্ঞেস করা যাবে।
নোটপিন আকার অনেক ছোট ও হালকা। এর ওজন প্রায় একটি পেনসিল বা ‘এএ’ ব্যাটারির সমান। তাই খুব স্বাচ্ছন্দ্যভাবে ডিভাইসটি পরে থাকা যাবে। ডিভাইসটি বর্তমানে প্রিঅর্ডার করা যাবে। নোটপিনটির মূল্য ১৭০ ডলার। তবে প্রতি মাসে ৩০০ মিনিটেরও বেশি ডিভাইসটি দিয়ে রেকর্ড করলে অতিরিক্ত ৮০ ডলার খরচ করতে হবে।
আর প্লডের বিশেষ এআই ফিচার ব্যবহার করতে চাইলে প্রতিবছর আরও ৭৯ ডলার সাবস্ক্রিপশন কিনতে হবে।
চলতি বছরে একটি পরিধানযোগ্য ডিভাইস ‘হিউম্যান এআই’ বাজারে এসেছে। এই ডিভাইস শুধু জামা কাপড়ের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যায়। তবে ডিভাইসটি ব্যবসা সফল হতে পারেনি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও এনগেজেট
প্রযুক্তির জগতে যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন ডিভাইস নোটপিন। গলার হার, ঘড়ি বা পিন হিসেবে এই ডিভাইস ব্যবহার করা যাবে। এটি কোনো মিটিং বা ক্লাসের নোট নিতে, পরিচিতদের নাম মনে রাখতে ও কাজের তালিকা তৈরি করতে সাহায্য করবে। আপনার চারপাশের কথাবার্তাগুলো এই ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে টেক্সট হিসেবে সংরক্ষণ করবে।
এআইভিত্তিক কোম্পানি ‘প্লড’ ডিভাইসটি তৈরি করেছে। নোটপিন ডিভাইস কথাবার্তাগুলো টেক্সটে রূপান্তর করার পাশাপাশি এগুলোর সারসংক্ষেপও তৈরি করতে পারবে। এটি ইংরেজি ছাড়াও ৫৯টি ভাষায় নোট নিতে পারবে ও অনুবাদ করতে পারবে। আলাপ–আলোচনার সময় কে কথা বলছে ডিভাইসটির এআই তা চিহ্নিত করতে পারে।
একে একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা পর্যন্ত কথোপকথন রেকর্ড করতে পারবে। তবে ডিভাইসটি সব সময় চালু থাকে না। এর ওপর ট্যাপ করে চালু করতে হয়। ফলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা থাকবে। সে অনুযায়ী কথাবার্তাগুলো সংরক্ষণ করবে। অর্থাৎ এটি একটি স্ক্রিপ্টের মতো ডকুমেন্ট তৈরি করে দেবে।
এই ডিভাইসটির সঙ্গে একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটিতে একটি চ্যাট উইন্ডোও রয়েছে, যার মাধ্যমে ডিভাইসটিকে বিভিন্ন প্রশ্নও জিজ্ঞেস করা যাবে।
নোটপিন আকার অনেক ছোট ও হালকা। এর ওজন প্রায় একটি পেনসিল বা ‘এএ’ ব্যাটারির সমান। তাই খুব স্বাচ্ছন্দ্যভাবে ডিভাইসটি পরে থাকা যাবে। ডিভাইসটি বর্তমানে প্রিঅর্ডার করা যাবে। নোটপিনটির মূল্য ১৭০ ডলার। তবে প্রতি মাসে ৩০০ মিনিটেরও বেশি ডিভাইসটি দিয়ে রেকর্ড করলে অতিরিক্ত ৮০ ডলার খরচ করতে হবে।
আর প্লডের বিশেষ এআই ফিচার ব্যবহার করতে চাইলে প্রতিবছর আরও ৭৯ ডলার সাবস্ক্রিপশন কিনতে হবে।
চলতি বছরে একটি পরিধানযোগ্য ডিভাইস ‘হিউম্যান এআই’ বাজারে এসেছে। এই ডিভাইস শুধু জামা কাপড়ের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যায়। তবে ডিভাইসটি ব্যবসা সফল হতে পারেনি।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও এনগেজেট
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৫ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে