গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল ১০-এ নতুন ক্যামেরা যুক্ত হতে পারে। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ও সূত্র থেকে এ তথ্য জানা যায়।
পিক্সেল ১০-এর সম্ভাব্য রেন্ডার প্রকাশ করেছেন জনপ্রিয় লিকার (গোপন তথ্য ফাঁসকারী) ‘অনলিকস’। ছবিতে দেখা যায়, পিক্সেল ১০ ফোনটি দেখতে পিক্সেল ৯-এর মতোই হবে। তবে ফোনটির পেছনের ক্যামেরা বারের ওপর একটি বড় গ্লাস প্যানেল যুক্ত করা হয়েছে, যা তৃতীয় ক্যামেরার ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, রেন্ডার হলো একটি ডিজিটাল ছবি বা ভিজ্যুয়াল কনসেপ্ট, যা সাধারণত ৩ডি মডেল বা ২ডি ডিজাইন থেকে তৈরি করা হয়।
এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস বলে, পিক্সেল ১০-এর পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, যা অনলিকসের কাজ করা সিএডি ডেটার ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে। এতে একটি ছোট পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে, যা পিক্সেল ৯-এ নেই। পিক্সেল ৯-এর পেছনে প্রধান ও আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকলেও কোনো টেলিফটো ক্যামেরা ছিল না। তবে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএলে তিনটি ক্যামেরা রয়েছে।
পিক্সেল ১০-এর ডিজাইন সম্পর্কে আরেকটি তথ্য হলো—এটি দেখতে পিক্সেল ৯-এর মতোই হবে। তবে এর চেয়ে দশমিক ১ মিলিমিটার মোটা হবে। পিক্সেল ৯-এর মতোই এতে ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে ও ম্যাট ফিনিশ সাইড থাকবে।
পিক্সেল ১০ প্রো এবং প্রো এক্সএল মডেলেও কোনো বড় পরিবর্তন আসবে না। তবে আরেকটি সূত্র থেকে জানা গেছে, এগুলোও আগের মডেল থেকে কিছুটা মোটা হতে পারে।
অ্যান্ড্রয়েড হেডলাইনস জানাচ্ছে, পিক্সেল ১০ প্রো মডেলগুলোতে নতুন গুগলের ‘টেনসর জি৫’ চিপ ব্যবহার করা হবে। এই চিপ টিএসএমসি কোম্পানি উৎপাদন করবে। নতুন এই চিপ আগের তুলনায় আরও শক্তিশালী হবে এবং ফোনগুলো চালানোর সময় আগের মডেলগুলো চেয়ে কম গরম হবে।
এটি গুগল পিক্সেল ১০কে ক্যামেরা অ্যারেঞ্জমেন্টের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমকক্ষ করে তুলবে। এদিকে সস্তা ফোনগুলোতে (যেমন: নাথিং ফোন ৩এ প্রো) টেলিফটো ক্যামেরা ব্যবহারের প্রবণতা বাড়ছে। তাই কিছুটা চাপ অনুভব করছে গুগল।
এদিকে, পিক্সেল ১০ প্রো এক্সএল মডেলে বড় আকারের ফ্রেম এবং তিনটি ক্যামেরার পাশাপাশি ছোট সংস্করণের মতো একই ধরনের বাটন ও পোর্ট দেখা গেছে। পিক্সেল ৬ প্রো থেকে শুরু করে সমস্ত প্রো ও প্রো এক্সএল মডেলে তিনটি ক্যামেরা রয়েছে, তাই এটি নতুন কিছু নয়।
তবে, এসব তথ্য এখনো গুজবের পর্যায়েই রয়েছে। অ্যান্ড্রয়েড হেডলাইনস এবং অনলিকসের পূর্ববর্তী রেন্ডারগুলোতে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এর ছবি দেখা যায়। এসব ছবিতে ফোনটির ডিজাইন গ্যালাক্সি জেড ফ্লিপ ৬-এর মতো ছিল। তবে পরবর্তী সময়ে সেগুলোর ডিজাইনে বড় পরিবর্তন দেখা যায়।
এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড হেডলাইনস ও অনলিকস (যেমন: নাথিং ফোন ৩এ প্রো) যথেষ্ট নির্ভরযোগ্য গুজব এবং টিপস শেয়ার করে থাকে। তাই পিক্সেল ১০ মডেলগুলোর ক্ষেত্রে এ ধরনের রেন্ডারের মতো ডিজাইন থাকতেও পারে।
পিক্সেল ১০-এর তৃতীয় ক্যামেরা যুক্ত হওয়ার মাধ্যমে এটি সহজেই সেরা অ্যান্ড্রয়েড ফোনগুলোর তালিকায় স্থান পেতে পারে এবং পিক্সেল ১০ প্রো এক্সএলও সেরা গুগল পিক্সেল ফোনগুলোর তালিকায় জায়গা করতে পারে।
আরও খবর পড়ুন:
গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল ১০-এ নতুন ক্যামেরা যুক্ত হতে পারে। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ও সূত্র থেকে এ তথ্য জানা যায়।
পিক্সেল ১০-এর সম্ভাব্য রেন্ডার প্রকাশ করেছেন জনপ্রিয় লিকার (গোপন তথ্য ফাঁসকারী) ‘অনলিকস’। ছবিতে দেখা যায়, পিক্সেল ১০ ফোনটি দেখতে পিক্সেল ৯-এর মতোই হবে। তবে ফোনটির পেছনের ক্যামেরা বারের ওপর একটি বড় গ্লাস প্যানেল যুক্ত করা হয়েছে, যা তৃতীয় ক্যামেরার ইঙ্গিত দেয়।
উল্লেখ্য, রেন্ডার হলো একটি ডিজিটাল ছবি বা ভিজ্যুয়াল কনসেপ্ট, যা সাধারণত ৩ডি মডেল বা ২ডি ডিজাইন থেকে তৈরি করা হয়।
এ বিষয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস বলে, পিক্সেল ১০-এর পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে, যা অনলিকসের কাজ করা সিএডি ডেটার ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে। এতে একটি ছোট পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে, যা পিক্সেল ৯-এ নেই। পিক্সেল ৯-এর পেছনে প্রধান ও আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকলেও কোনো টেলিফটো ক্যামেরা ছিল না। তবে পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এক্সএলে তিনটি ক্যামেরা রয়েছে।
পিক্সেল ১০-এর ডিজাইন সম্পর্কে আরেকটি তথ্য হলো—এটি দেখতে পিক্সেল ৯-এর মতোই হবে। তবে এর চেয়ে দশমিক ১ মিলিমিটার মোটা হবে। পিক্সেল ৯-এর মতোই এতে ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে ও ম্যাট ফিনিশ সাইড থাকবে।
পিক্সেল ১০ প্রো এবং প্রো এক্সএল মডেলেও কোনো বড় পরিবর্তন আসবে না। তবে আরেকটি সূত্র থেকে জানা গেছে, এগুলোও আগের মডেল থেকে কিছুটা মোটা হতে পারে।
অ্যান্ড্রয়েড হেডলাইনস জানাচ্ছে, পিক্সেল ১০ প্রো মডেলগুলোতে নতুন গুগলের ‘টেনসর জি৫’ চিপ ব্যবহার করা হবে। এই চিপ টিএসএমসি কোম্পানি উৎপাদন করবে। নতুন এই চিপ আগের তুলনায় আরও শক্তিশালী হবে এবং ফোনগুলো চালানোর সময় আগের মডেলগুলো চেয়ে কম গরম হবে।
এটি গুগল পিক্সেল ১০কে ক্যামেরা অ্যারেঞ্জমেন্টের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সমকক্ষ করে তুলবে। এদিকে সস্তা ফোনগুলোতে (যেমন: নাথিং ফোন ৩এ প্রো) টেলিফটো ক্যামেরা ব্যবহারের প্রবণতা বাড়ছে। তাই কিছুটা চাপ অনুভব করছে গুগল।
এদিকে, পিক্সেল ১০ প্রো এক্সএল মডেলে বড় আকারের ফ্রেম এবং তিনটি ক্যামেরার পাশাপাশি ছোট সংস্করণের মতো একই ধরনের বাটন ও পোর্ট দেখা গেছে। পিক্সেল ৬ প্রো থেকে শুরু করে সমস্ত প্রো ও প্রো এক্সএল মডেলে তিনটি ক্যামেরা রয়েছে, তাই এটি নতুন কিছু নয়।
তবে, এসব তথ্য এখনো গুজবের পর্যায়েই রয়েছে। অ্যান্ড্রয়েড হেডলাইনস এবং অনলিকসের পূর্ববর্তী রেন্ডারগুলোতে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৭-এর ছবি দেখা যায়। এসব ছবিতে ফোনটির ডিজাইন গ্যালাক্সি জেড ফ্লিপ ৬-এর মতো ছিল। তবে পরবর্তী সময়ে সেগুলোর ডিজাইনে বড় পরিবর্তন দেখা যায়।
এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড হেডলাইনস ও অনলিকস (যেমন: নাথিং ফোন ৩এ প্রো) যথেষ্ট নির্ভরযোগ্য গুজব এবং টিপস শেয়ার করে থাকে। তাই পিক্সেল ১০ মডেলগুলোর ক্ষেত্রে এ ধরনের রেন্ডারের মতো ডিজাইন থাকতেও পারে।
পিক্সেল ১০-এর তৃতীয় ক্যামেরা যুক্ত হওয়ার মাধ্যমে এটি সহজেই সেরা অ্যান্ড্রয়েড ফোনগুলোর তালিকায় স্থান পেতে পারে এবং পিক্সেল ১০ প্রো এক্সএলও সেরা গুগল পিক্সেল ফোনগুলোর তালিকায় জায়গা করতে পারে।
আরও খবর পড়ুন:
এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
১ দিন আগেজনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য জানিয়ে বলেছেন
১ দিন আগেনিউইয়র্কের টম্পকিনস স্কয়ার পার্কে সম্প্রতি এক ভিন্নধর্মী আয়োজন হয়ে গেল। এর শিরোনাম দেওয়া হয়েছিল ‘ডিলিট ডে’। তরুণ প্রজন্ম; বিশেষ করে জেন-জিদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল, নিজেদের জীবনে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব থেকে মুক্তি নেওয়া।
১ দিন আগে