আগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, নাথিং ফোন ৩এ সিরিজে ক্যামেরা আকর্ষণীয় হতে পারে।
এই ছবিতে থেকে নাথিং ফোন ৩এ ক্যামেরার লে–আউট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবিটি একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত দেয়।
এক্স প্ল্যাটফর্মে নাথিং ফোন ৩ এ–এর সম্ভাব্য ছবি পোস্ট করেন প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী সানজু চৌধুরী। ছবিতে দেখা যায় একটি কালোর রঙে কেস রয়েছে ফোনটিতে। এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে, যেখানে নাথিং ফোন ২এ মডেলটিতে ২ ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা ইউনিটের ওপরের দিকে রয়েছে এলইডি টর্চ। আর গ্লিফ ডিজাইনটি সুরক্ষিত কেসের নিচে রয়েছে।
উল্লেখ্য, গ্লিফ ডিজাইন হল নাথিং ফোনগুলোর একটি অনন্য ডিজাইন উপাদান। যেখানে ফোনের পেছনের অংশে আলো দিয়ে তৈরি এক ধরনের আলাদা লাইট প্যাটার্ন থাকে। এই লাইটগুলো ফোনের বিভিন্ন ফাংশন যেমন: নোটিফিকেশন, ব্যাটারি লেভেল বা কল ধরার সময় আলোকিত হয়।
এর আগে ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হয়েছিল। নাথিং ফোন ৩ এ–তে ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি + অ্যামলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ চিপসেটে ব্যবহার করা হতে পারে।
আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩ দশমিক ১। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।
নাথিং ফোন ৩ এ–তে ৫ হাজার এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে ৪৫ ওয়াট চার্জিং সমর্থন থাকবে।
ফোন ৩এ সম্ভবত ৮ জিবি/ ১২৮ জিবি এবং ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে আসবে, যেখানে প্রো মডেলটি শুধুমাত্র ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ডিভাইসটি কালো বা সাদা রঙে পাওয়া যাবে, আর প্রো ফোনটি কালো বা ধূসর রঙে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
আগামী ৪ মার্চ নতুন পণ্য উন্মোচনের ঘোষণা দিয়েছে লন্ডন ভিত্তিক স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি নাথিং। সেই ইভেন্টে ‘নাথিং ফোন ৩ এ’ এবং ‘ফোন ৩এ প্রো’ উন্মোচন করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে। আনুষ্ঠানিকভাবে ফোন দুটি সম্পর্কে কোনো তথ্য না দিলেও কোম্পানিটির সম্ভাব্য মডেলের ছবি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এই ছবি থেকে ধারণা করা হচ্ছে যে, নাথিং ফোন ৩এ সিরিজে ক্যামেরা আকর্ষণীয় হতে পারে।
এই ছবিতে থেকে নাথিং ফোন ৩এ ক্যামেরার লে–আউট সম্পর্কে ধারণা পাওয়া যায়। ছবিটি একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা আপগ্রেডের ইঙ্গিত দেয়।
এক্স প্ল্যাটফর্মে নাথিং ফোন ৩ এ–এর সম্ভাব্য ছবি পোস্ট করেন প্রযুক্তি বিষয়ক তথ্য ফাঁসকারী সানজু চৌধুরী। ছবিতে দেখা যায় একটি কালোর রঙে কেস রয়েছে ফোনটিতে। এই ফোনের পেছনে তিনটি ক্যামেরা ইউনিট রয়েছে, যেখানে নাথিং ফোন ২এ মডেলটিতে ২ ক্যামেরা রয়েছে। ফোনটির ক্যামেরা ইউনিটের ওপরের দিকে রয়েছে এলইডি টর্চ। আর গ্লিফ ডিজাইনটি সুরক্ষিত কেসের নিচে রয়েছে।
উল্লেখ্য, গ্লিফ ডিজাইন হল নাথিং ফোনগুলোর একটি অনন্য ডিজাইন উপাদান। যেখানে ফোনের পেছনের অংশে আলো দিয়ে তৈরি এক ধরনের আলাদা লাইট প্যাটার্ন থাকে। এই লাইটগুলো ফোনের বিভিন্ন ফাংশন যেমন: নোটিফিকেশন, ব্যাটারি লেভেল বা কল ধরার সময় আলোকিত হয়।
এর আগে ফোনটি সম্পর্কে আরও কিছু তথ্য ফাঁস হয়েছিল। নাথিং ফোন ৩ এ–তে ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি + অ্যামলেড ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে স্ন্যাপড্রাগন ৭ এস জেন ৩ চিপসেটে ব্যবহার করা হতে পারে।
আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকতে পারে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক নাথিং ওএস ৩ দশমিক ১। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রধান সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর (২x অপটিক্যাল জুম সহ) এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর থাকতে পারে। সেলফি ক্যামেরায় ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।
নাথিং ফোন ৩ এ–তে ৫ হাজার এমএএইচ এর ব্যাটারি থাকতে পারে। ফোনটিতে ৪৫ ওয়াট চার্জিং সমর্থন থাকবে।
ফোন ৩এ সম্ভবত ৮ জিবি/ ১২৮ জিবি এবং ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে আসবে, যেখানে প্রো মডেলটি শুধুমাত্র ১২ জিবি/ ২৫৬ জিবি সংস্করণে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড ডিভাইসটি কালো বা সাদা রঙে পাওয়া যাবে, আর প্রো ফোনটি কালো বা ধূসর রঙে আসবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
রিয়েলমি আবারও নতুন চমক নিয়ে আসছে। রিয়েলমি ‘সি ৭৫’ লাইনআপের আরও আধুনিক একটি ডিভাইস রিয়েলমি ‘সি ৭৫ এক্স’ দেশের বাজারে আসছে শিগগির।
৮ ঘণ্টা আগেবৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত নোট ৫০ সিরিজ। এই সিরিজে তিনটি মডেল—নোট ৫০, নোট ৫০ প্রো এবং নোট ৫০ প্রো প্লাস—বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য ডিজাইন করা হয়েছে।
১১ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া হিসেবে প্রযুক্তি বিশ্বে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল ফেসবুকের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রাসঙ্গিকতা কমছে বলেই মনে করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তবে ২০২২ সালে ফেসবুকের ব্যবহার বাড়াতে তিনি এক ‘উদ্ভট’ ধারণা দিয়েছিলেন—সবার বন্ধুতালিকা মুছে ফেলা!
১১ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিকস কার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। এই সিরিজে তিনটি আলাদা মডেল আসছে, যার মধ্যে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ১৬ জিবি ও ৮ জিবি সংস্করণ আজ থেকেই বিক্রি করা হবে। অন্যদিকে তুলনামূলক সস্তা আরটিএক্স ৫০৬০ (নন-টিআই) মডেলটি আগামী মে মাসে বাজারে আসবে
১৩ ঘণ্টা আগে