আইফোন ব্যবহারকারীদের স্প্যাম কলের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন ‘অটো–ব্লক স্প্যাম’ ফিচার নিয়ে এল ট্রুকলার। নতুন ফিচারটি ট্রুকলারের বিদ্যমান স্প্যাম ব্লক ফিচারে নতুন মাত্রা যোগ করে। কারণ ফিচারটি স্প্যামার, প্রতারক বা টেলিমার্কেটারদের কাছ থেকে কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুযোগ দেয়। নতুন অটো-ব্লক স্প্যাম ফিচারটি এই ধরনের কল আপনার ফোনে রিং হওয়ার আগেই ব্লক করতে সক্ষম। ফলে কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে না এবং আইফোন ব্যবহারকারীরা নিজেদের কাজে মনোযোগ দিতে পারবেন।
ট্রুকলার সব সময়ই অপরিচিত নম্বর চিহ্নিত করতে সাহায্য করে এসেছে। কিন্তু নতুন ফিচারটি আরও কার্যকরভাবে স্প্যাম কলগুলোকে ব্লক করে, যাতে সেগুলো আপনার কাছে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীরা দুটি স্তরের সুরক্ষা বেছে নিতে পারেন—
শীর্ষ স্প্যামার ব্লক: এই সেটিংস চালু কররে ট্রলার আগে থেকে চিহ্নিত করা সবচেয়ে খারাপ প্রতারক বা ঠকবাজদের কল ব্লক করে।
সব স্প্যামার ব্লক: যারা সম্পূর্ণ স্প্যাম-মুক্ত অভিজ্ঞতা চান, তাদের জন্য এই অপশনটি প্রয়োজন। স্প্যাম হিসেবে চিহ্নিত সব নম্বর ব্লক এই ফিচার করে। তবে এর মাধ্যমে বৈধ কলগুলোও ব্লক হতে পারে।
ব্লক হওয়া কলগুলো রিং করবে না, ফলে বিরক্তির সৃষ্টি হবে না। বরং, সেগুলো মিসড কল হিসেবে কল লগে দেখাবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে ‘স্প্যামার’ বা ‘প্রতারক’।
প্রাথমিকভাবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে সহজেই সুবিধাটি চালু করা যাবে।
সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করার সুযোগ মিলে থাকে।
স্প্যাম কল একটি সাধারণ বিড়ম্বনা এবং এগুলো মোকাবিলা করা অত্যন্ত হতাশাজনক হতে পারে। অটো-ব্লক স্প্যাম ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সহজ সমাধান প্রদান করে।
আইফোন ব্যবহারকারীদের স্প্যাম কলের বিড়ম্বনা থেকে মুক্তি দিতে নতুন ‘অটো–ব্লক স্প্যাম’ ফিচার নিয়ে এল ট্রুকলার। নতুন ফিচারটি ট্রুকলারের বিদ্যমান স্প্যাম ব্লক ফিচারে নতুন মাত্রা যোগ করে। কারণ ফিচারটি স্প্যামার, প্রতারক বা টেলিমার্কেটারদের কাছ থেকে কল স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার সুযোগ দেয়। নতুন অটো-ব্লক স্প্যাম ফিচারটি এই ধরনের কল আপনার ফোনে রিং হওয়ার আগেই ব্লক করতে সক্ষম। ফলে কাজের মধ্যে বিঘ্ন সৃষ্টি হবে না এবং আইফোন ব্যবহারকারীরা নিজেদের কাজে মনোযোগ দিতে পারবেন।
ট্রুকলার সব সময়ই অপরিচিত নম্বর চিহ্নিত করতে সাহায্য করে এসেছে। কিন্তু নতুন ফিচারটি আরও কার্যকরভাবে স্প্যাম কলগুলোকে ব্লক করে, যাতে সেগুলো আপনার কাছে পৌঁছাতে না পারে। ব্যবহারকারীরা দুটি স্তরের সুরক্ষা বেছে নিতে পারেন—
শীর্ষ স্প্যামার ব্লক: এই সেটিংস চালু কররে ট্রলার আগে থেকে চিহ্নিত করা সবচেয়ে খারাপ প্রতারক বা ঠকবাজদের কল ব্লক করে।
সব স্প্যামার ব্লক: যারা সম্পূর্ণ স্প্যাম-মুক্ত অভিজ্ঞতা চান, তাদের জন্য এই অপশনটি প্রয়োজন। স্প্যাম হিসেবে চিহ্নিত সব নম্বর ব্লক এই ফিচার করে। তবে এর মাধ্যমে বৈধ কলগুলোও ব্লক হতে পারে।
ব্লক হওয়া কলগুলো রিং করবে না, ফলে বিরক্তির সৃষ্টি হবে না। বরং, সেগুলো মিসড কল হিসেবে কল লগে দেখাবে, যেখানে স্পষ্টভাবে লেখা থাকবে ‘স্প্যামার’ বা ‘প্রতারক’।
প্রাথমিকভাবে ট্রুকলারের প্রিমিয়াম ব্যবহারকারীরা আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ট্রুকলার অ্যাপের প্রটেক্ট ট্যাব থেকে সহজেই সুবিধাটি চালু করা যাবে।
সম্প্রতি আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনের জন্য সরাসরি লাইভ কলার আইডি সুবিধা চালু করেছে ট্রুকলার। এ সুবিধা চালুর ফলে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোনে সরাসরি ট্রুকলারের লাইভ কলার আইডি সুবিধা ব্যবহার করার সুযোগ মিলে থাকে।
স্প্যাম কল একটি সাধারণ বিড়ম্বনা এবং এগুলো মোকাবিলা করা অত্যন্ত হতাশাজনক হতে পারে। অটো-ব্লক স্প্যাম ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য একটি সহজ সমাধান প্রদান করে।
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
৩ ঘণ্টা আগেটেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কল পরিষেবার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাস ও প্রতারণার মতো অপরাধে ব্যবহারকারীদের তথ্য রাশিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীকে না দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে কনটেন্ট নির্মাণ আর শুধু একক প্রচেষ্টা নয়। একাধিক ক্রিয়েটরের সহযোগিতায় সৃজনশীলতা আরও সমৃদ্ধ হয়। কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সংযোগ ও কাজের সুবিধার্থে ইউটিউব চালু করেছে ‘কোলাবোরেশন ফিচার’।
৬ ঘণ্টা আগে