পেরিস্কোপ ক্যামেরা ও দ্রুত চার্জিংয়ের সুবিধাসহ ভারতের বাজারে এল অনার ম্যাজিক ৬ প্রো ফোন। ফোনটির ব্যাটারি ৪০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে বলে জানিয়েছে কোম্পানিটি। কার্ভ ডিসপ্লের ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এআই প্রাইভেসি কল ৩.০ ফিচার ব্যবহার করা হয়। ফোন কলের সময় আশপাশের পরিবেশের সঙ্গে সাউন্ডের সামঞ্জস্য রাখবে এই ফিচার। এ ছাড়া ফোন বেশি গরম হওয়া ঠেকাতে আলট্রা–ওয়াইড লিকুইড কুলিং সিস্টেম ও লার্জ ভ্যাপর চেম্বার ব্যবহার করা হয়েছে।
অসাবধানতাবশত ফোনটি হাত থেকে পড়ে গেলেও এর ন্যানো ক্রিস্টাল শিল্ড স্মার্টফোনটিকে কিছুটা রক্ষা করবে। নিরাপত্তার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনটির দাম ও রং
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৮৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১ লাখ ২৫ হাজার ১০২ টাকা।
ফোনটি কালো ও সবুজ রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা—১০০ এক্স ডিজিটাল জুমের সুবিধাসহ ১০৮ মেগাপিক্সেল ২.৫ এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল এইচ ৯০০ এইচডিআর ক্যামেরা, অটোফোকাসের সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৩ডি ডেপথ সেন্সিংসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৭
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি+ (১২৮০ x২৮০০ পিক্সেলস) কোয়াড কার্ভ ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১ হার্টজ থেকে ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮.০
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
আইপি রেটিং: আইপি ৬৮
ব্যাটারি: ৫৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যারড ও ৬৬ ওয়াট ওয়্যারলেস
রং: কালো ও সবুজ
পেরিস্কোপ ক্যামেরা ও দ্রুত চার্জিংয়ের সুবিধাসহ ভারতের বাজারে এল অনার ম্যাজিক ৬ প্রো ফোন। ফোনটির ব্যাটারি ৪০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে বলে জানিয়েছে কোম্পানিটি। কার্ভ ডিসপ্লের ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এআই প্রাইভেসি কল ৩.০ ফিচার ব্যবহার করা হয়। ফোন কলের সময় আশপাশের পরিবেশের সঙ্গে সাউন্ডের সামঞ্জস্য রাখবে এই ফিচার। এ ছাড়া ফোন বেশি গরম হওয়া ঠেকাতে আলট্রা–ওয়াইড লিকুইড কুলিং সিস্টেম ও লার্জ ভ্যাপর চেম্বার ব্যবহার করা হয়েছে।
অসাবধানতাবশত ফোনটি হাত থেকে পড়ে গেলেও এর ন্যানো ক্রিস্টাল শিল্ড স্মার্টফোনটিকে কিছুটা রক্ষা করবে। নিরাপত্তার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনটির দাম ও রং
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৮৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১ লাখ ২৫ হাজার ১০২ টাকা।
ফোনটি কালো ও সবুজ রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা—১০০ এক্স ডিজিটাল জুমের সুবিধাসহ ১০৮ মেগাপিক্সেল ২.৫ এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল এইচ ৯০০ এইচডিআর ক্যামেরা, অটোফোকাসের সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৩ডি ডেপথ সেন্সিংসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৭
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি+ (১২৮০ x২৮০০ পিক্সেলস) কোয়াড কার্ভ ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১ হার্টজ থেকে ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮.০
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
আইপি রেটিং: আইপি ৬৮
ব্যাটারি: ৫৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যারড ও ৬৬ ওয়াট ওয়্যারলেস
রং: কালো ও সবুজ
সিলিকন ভ্যালির পরিচিত মুখগুলোর ভিড়ে এক অপরিচিত, তবে প্রভাবশালী নাম হলো আলী পারতোভি। ইরানে জন্মগ্রহণকারী এই উদ্যোক্তা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং প্রযুক্তি জগতে তাঁর দক্ষতা প্রমাণ করেছেন অনেক আগেই। অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম ‘লিংকএক্সচেঞ্জ’-এর প্রতিষ্ঠাতা দলে ছিলেন তিনি...
২ ঘণ্টা আগেস্যামসাং গ্যালাক্সি ফোন ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকির কথা নিশ্চিত করেছে স্যামসাং। ফোনের ক্লিপবোর্ডে পাসওয়ার্ড কপি করে রাখলে সেগুলো সুরক্ষিত থাকছে না—এমন সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এখনো কোনো স্থায়ী সমাধান নেই এই সমস্যার।
৫ ঘণ্টা আগেস্মার্টফোন ব্যবহারকারীরা এখন ক্যামেরার দিকে বেশি গুরত্ব দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ারের প্রবণতা বেড়েছে। ফলে স্মার্টফোন ব্র্যান্ডগুলোও ক্যামেরাতে নতুন নতুন ফিচার যুক্ত করছে। ফোন কোম্পানিগুলোও ডিভাইসের প্রচারে ক্যামেরা নিয়ে নানা ধরনের তথ্য দিচ্ছে। সম্প্রতি দেশের বাজারে আসা চীনা
২০ ঘণ্টা আগেফেসবুক মেসেঞ্জার এখন আর শুধু টেক্সট মেসেজ আদান-প্রদানের অ্যাপ নয়, এটি আধুনিক যুগের একটি বহুমাত্রিক যোগাযোগমাধ্যম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছবি, ভিডিও ও অডিও আদান-প্রদান করা যায়। তবে বেশির ভাগ সময়ই মেসেঞ্জারে পাঠানো ছবি ও ভিডিওর গুণগত মান কমে যায়। বিশেষ করে এগুলোর ফাইল সাইজ বড় হলে। এই সমস্যার
১ দিন আগে