পেরিস্কোপ ক্যামেরা ও দ্রুত চার্জিংয়ের সুবিধাসহ ভারতের বাজারে এল অনার ম্যাজিক ৬ প্রো ফোন। ফোনটির ব্যাটারি ৪০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে বলে জানিয়েছে কোম্পানিটি। কার্ভ ডিসপ্লের ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এআই প্রাইভেসি কল ৩.০ ফিচার ব্যবহার করা হয়। ফোন কলের সময় আশপাশের পরিবেশের সঙ্গে সাউন্ডের সামঞ্জস্য রাখবে এই ফিচার। এ ছাড়া ফোন বেশি গরম হওয়া ঠেকাতে আলট্রা–ওয়াইড লিকুইড কুলিং সিস্টেম ও লার্জ ভ্যাপর চেম্বার ব্যবহার করা হয়েছে।
অসাবধানতাবশত ফোনটি হাত থেকে পড়ে গেলেও এর ন্যানো ক্রিস্টাল শিল্ড স্মার্টফোনটিকে কিছুটা রক্ষা করবে। নিরাপত্তার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনটির দাম ও রং
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৮৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১ লাখ ২৫ হাজার ১০২ টাকা।
ফোনটি কালো ও সবুজ রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা—১০০ এক্স ডিজিটাল জুমের সুবিধাসহ ১০৮ মেগাপিক্সেল ২.৫ এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল এইচ ৯০০ এইচডিআর ক্যামেরা, অটোফোকাসের সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৩ডি ডেপথ সেন্সিংসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৭
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি+ (১২৮০ x২৮০০ পিক্সেলস) কোয়াড কার্ভ ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১ হার্টজ থেকে ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮.০
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
আইপি রেটিং: আইপি ৬৮
ব্যাটারি: ৫৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যারড ও ৬৬ ওয়াট ওয়্যারলেস
রং: কালো ও সবুজ
পেরিস্কোপ ক্যামেরা ও দ্রুত চার্জিংয়ের সুবিধাসহ ভারতের বাজারে এল অনার ম্যাজিক ৬ প্রো ফোন। ফোনটির ব্যাটারি ৪০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে বলে জানিয়েছে কোম্পানিটি। কার্ভ ডিসপ্লের ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এআই প্রাইভেসি কল ৩.০ ফিচার ব্যবহার করা হয়। ফোন কলের সময় আশপাশের পরিবেশের সঙ্গে সাউন্ডের সামঞ্জস্য রাখবে এই ফিচার। এ ছাড়া ফোন বেশি গরম হওয়া ঠেকাতে আলট্রা–ওয়াইড লিকুইড কুলিং সিস্টেম ও লার্জ ভ্যাপর চেম্বার ব্যবহার করা হয়েছে।
অসাবধানতাবশত ফোনটি হাত থেকে পড়ে গেলেও এর ন্যানো ক্রিস্টাল শিল্ড স্মার্টফোনটিকে কিছুটা রক্ষা করবে। নিরাপত্তার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনটির দাম ও রং
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৮৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১ লাখ ২৫ হাজার ১০২ টাকা।
ফোনটি কালো ও সবুজ রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা—১০০ এক্স ডিজিটাল জুমের সুবিধাসহ ১০৮ মেগাপিক্সেল ২.৫ এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল এইচ ৯০০ এইচডিআর ক্যামেরা, অটোফোকাসের সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৩ডি ডেপথ সেন্সিংসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৭
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি+ (১২৮০ x২৮০০ পিক্সেলস) কোয়াড কার্ভ ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১ হার্টজ থেকে ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮.০
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
আইপি রেটিং: আইপি ৬৮
ব্যাটারি: ৫৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যারড ও ৬৬ ওয়াট ওয়্যারলেস
রং: কালো ও সবুজ
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১১ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে