ভারতে নতুন স্মার্টফোন ‘টি ৩ আলট্রা’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। মডেলটি কোম্পানিটির ‘টি’ সিরিজের অন্তর্ভুক্ত। নতুন স্মার্টফোনটি আধুনিক ডিজাইন ও শক্তিশালী ফিচার দিয়ে সাজানো, যা প্রযুক্তি প্রেমীদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদেরও আকৃষ্ট করবে। এতে ১ দশমিক ৫কে রেজল্যুশনের অ্যামলেড কার্ভ ডিসপ্লে রয়েছে। ফলে এতে ভিডিও স্ট্রিমিং ও গেমিং অভিজ্ঞতা আরও ভালো হবে। স্মার্টফোনটিকে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভিভো ফোনটির ক্যামেরার সঙ্গে কোম্পানিটির বিশেষ ‘অরা ফ্ল্যাশ’ রয়েছে। এ ছাড়া ফোনটি গরম হওয়া টেকাতে এর সঙ্গে ৪ হাজার ২০০ এমএম স্কয়ারের ভিসি কুলিং সিস্টেম রয়েছে। ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে স্মার্টফোনটির লক খোলা যাবে।
ফোনটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। তাই একবার চার্জ দিলে স্মার্টফোনটিতে টানা ৬৫ ঘণ্টা গান শোনা যাবে বলে দাবি করছে ভিভো।
ভিভো টি৩ আলট্রার দাম ও রং
র্যাম ও ইন্টারনাল স্টোরেজের অনুযায়ী ভিভো টি৩ স্মার্টফোনটি তিনটি সংস্করণে পাওয়া যাবে।
ভিভো টি৩—এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩১ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৬৯৪ টাকা।
স্মার্টফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩৩ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার ৫৫০ টাকা।
আর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩৫ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার ৪০৬ টাকা।
ফোনটি ফরেস্ট গ্রিন (হালকা সবুজ) ও লুনার গ্রে (হালকা ধূসর) রঙে পাওয়া যাবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ফোনটি ভারতে খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
ভিভো টি৩ আলট্রা স্মার্টফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—অটোফোকাস ফিচারসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯২১ প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: অটোফোকাস ফিচারসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬৪.৬ x ৭৪.৯৩ x ৭.৫৮ এমএম
ওজন: ১৯২ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি কার্ভ অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
রেজল্যুশন: ১২৬০ x ২.৮০০ পিক্সেলস
ব্রাইটনেস: ৪,৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪
চিপসেট: অক্টা–কোর ৪ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ +
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
জিপিএস: আছে
আইপি রেটিং: আইপি ৬৮
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
ভারতে নতুন স্মার্টফোন ‘টি ৩ আলট্রা’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। মডেলটি কোম্পানিটির ‘টি’ সিরিজের অন্তর্ভুক্ত। নতুন স্মার্টফোনটি আধুনিক ডিজাইন ও শক্তিশালী ফিচার দিয়ে সাজানো, যা প্রযুক্তি প্রেমীদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদেরও আকৃষ্ট করবে। এতে ১ দশমিক ৫কে রেজল্যুশনের অ্যামলেড কার্ভ ডিসপ্লে রয়েছে। ফলে এতে ভিডিও স্ট্রিমিং ও গেমিং অভিজ্ঞতা আরও ভালো হবে। স্মার্টফোনটিকে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভিভো ফোনটির ক্যামেরার সঙ্গে কোম্পানিটির বিশেষ ‘অরা ফ্ল্যাশ’ রয়েছে। এ ছাড়া ফোনটি গরম হওয়া টেকাতে এর সঙ্গে ৪ হাজার ২০০ এমএম স্কয়ারের ভিসি কুলিং সিস্টেম রয়েছে। ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে স্মার্টফোনটির লক খোলা যাবে।
ফোনটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। তাই একবার চার্জ দিলে স্মার্টফোনটিতে টানা ৬৫ ঘণ্টা গান শোনা যাবে বলে দাবি করছে ভিভো।
ভিভো টি৩ আলট্রার দাম ও রং
র্যাম ও ইন্টারনাল স্টোরেজের অনুযায়ী ভিভো টি৩ স্মার্টফোনটি তিনটি সংস্করণে পাওয়া যাবে।
ভিভো টি৩—এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩১ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৬৯৪ টাকা।
স্মার্টফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩৩ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার ৫৫০ টাকা।
আর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩৫ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার ৪০৬ টাকা।
ফোনটি ফরেস্ট গ্রিন (হালকা সবুজ) ও লুনার গ্রে (হালকা ধূসর) রঙে পাওয়া যাবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ফোনটি ভারতে খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
ভিভো টি৩ আলট্রা স্মার্টফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—অটোফোকাস ফিচারসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯২১ প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: অটোফোকাস ফিচারসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬৪.৬ x ৭৪.৯৩ x ৭.৫৮ এমএম
ওজন: ১৯২ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি কার্ভ অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
রেজল্যুশন: ১২৬০ x ২.৮০০ পিক্সেলস
ব্রাইটনেস: ৪,৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪
চিপসেট: অক্টা–কোর ৪ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ +
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
জিপিএস: আছে
আইপি রেটিং: আইপি ৬৮
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৩ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১২ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৩ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
১৪ ঘণ্টা আগে