ভারতে নতুন স্মার্টফোন ‘টি ৩ আলট্রা’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। মডেলটি কোম্পানিটির ‘টি’ সিরিজের অন্তর্ভুক্ত। নতুন স্মার্টফোনটি আধুনিক ডিজাইন ও শক্তিশালী ফিচার দিয়ে সাজানো, যা প্রযুক্তি প্রেমীদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদেরও আকৃষ্ট করবে। এতে ১ দশমিক ৫কে রেজল্যুশনের অ্যামলেড কার্ভ ডিসপ্লে রয়েছে। ফলে এতে ভিডিও স্ট্রিমিং ও গেমিং অভিজ্ঞতা আরও ভালো হবে। স্মার্টফোনটিকে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভিভো ফোনটির ক্যামেরার সঙ্গে কোম্পানিটির বিশেষ ‘অরা ফ্ল্যাশ’ রয়েছে। এ ছাড়া ফোনটি গরম হওয়া টেকাতে এর সঙ্গে ৪ হাজার ২০০ এমএম স্কয়ারের ভিসি কুলিং সিস্টেম রয়েছে। ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে স্মার্টফোনটির লক খোলা যাবে।
ফোনটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। তাই একবার চার্জ দিলে স্মার্টফোনটিতে টানা ৬৫ ঘণ্টা গান শোনা যাবে বলে দাবি করছে ভিভো।
ভিভো টি৩ আলট্রার দাম ও রং
র্যাম ও ইন্টারনাল স্টোরেজের অনুযায়ী ভিভো টি৩ স্মার্টফোনটি তিনটি সংস্করণে পাওয়া যাবে।
ভিভো টি৩—এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩১ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৬৯৪ টাকা।
স্মার্টফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩৩ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার ৫৫০ টাকা।
আর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩৫ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার ৪০৬ টাকা।
ফোনটি ফরেস্ট গ্রিন (হালকা সবুজ) ও লুনার গ্রে (হালকা ধূসর) রঙে পাওয়া যাবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ফোনটি ভারতে খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
ভিভো টি৩ আলট্রা স্মার্টফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—অটোফোকাস ফিচারসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯২১ প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: অটোফোকাস ফিচারসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬৪.৬ x ৭৪.৯৩ x ৭.৫৮ এমএম
ওজন: ১৯২ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি কার্ভ অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
রেজল্যুশন: ১২৬০ x ২.৮০০ পিক্সেলস
ব্রাইটনেস: ৪,৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪
চিপসেট: অক্টা–কোর ৪ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ +
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
জিপিএস: আছে
আইপি রেটিং: আইপি ৬৮
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
ভারতে নতুন স্মার্টফোন ‘টি ৩ আলট্রা’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড ভিভো। মডেলটি কোম্পানিটির ‘টি’ সিরিজের অন্তর্ভুক্ত। নতুন স্মার্টফোনটি আধুনিক ডিজাইন ও শক্তিশালী ফিচার দিয়ে সাজানো, যা প্রযুক্তি প্রেমীদের পাশাপাশি সাধারণ ব্যবহারকারীদেরও আকৃষ্ট করবে। এতে ১ দশমিক ৫কে রেজল্যুশনের অ্যামলেড কার্ভ ডিসপ্লে রয়েছে। ফলে এতে ভিডিও স্ট্রিমিং ও গেমিং অভিজ্ঞতা আরও ভালো হবে। স্মার্টফোনটিকে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।
ভিভো ফোনটির ক্যামেরার সঙ্গে কোম্পানিটির বিশেষ ‘অরা ফ্ল্যাশ’ রয়েছে। এ ছাড়া ফোনটি গরম হওয়া টেকাতে এর সঙ্গে ৪ হাজার ২০০ এমএম স্কয়ারের ভিসি কুলিং সিস্টেম রয়েছে। ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে স্মার্টফোনটির লক খোলা যাবে।
ফোনটিতে শক্তিশালী ব্যাটারি রয়েছে। তাই একবার চার্জ দিলে স্মার্টফোনটিতে টানা ৬৫ ঘণ্টা গান শোনা যাবে বলে দাবি করছে ভিভো।
ভিভো টি৩ আলট্রার দাম ও রং
র্যাম ও ইন্টারনাল স্টোরেজের অনুযায়ী ভিভো টি৩ স্মার্টফোনটি তিনটি সংস্করণে পাওয়া যাবে।
ভিভো টি৩—এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩১ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৬৯৪ টাকা।
স্মার্টফোনটির ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩৩ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ হাজার ৫৫০ টাকা।
আর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ৩৫ হাজার ৯৯৯ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ হাজার ৪০৬ টাকা।
ফোনটি ফরেস্ট গ্রিন (হালকা সবুজ) ও লুনার গ্রে (হালকা ধূসর) রঙে পাওয়া যাবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ফোনটি ভারতে খুচরা বাজারে বিক্রি শুরু হবে।
ভিভো টি৩ আলট্রা স্মার্টফোনের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা—অটোফোকাস ফিচারসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৯২১ প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: অটোফোকাস ফিচারসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা
নেটওয়ার্ক: ৫জি
আয়তন: ১৬৪.৬ x ৭৪.৯৩ x ৭.৫৮ এমএম
ওজন: ১৯২ গ্রাম
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি কার্ভ অ্যামলেড ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
রেজল্যুশন: ১২৬০ x ২.৮০০ পিক্সেলস
ব্রাইটনেস: ৪,৫০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৪
চিপসেট: অক্টা–কোর ৪ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ +
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি এলপিডিডিআর ৫ এক্স
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্লুটুথ: ৫.৩
জিপিএস: আছে
আইপি রেটিং: আইপি ৬৮
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,৫০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
৩ ঘণ্টা আগেটেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কল পরিষেবার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাস ও প্রতারণার মতো অপরাধে ব্যবহারকারীদের তথ্য রাশিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীকে না দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে কনটেন্ট নির্মাণ আর শুধু একক প্রচেষ্টা নয়। একাধিক ক্রিয়েটরের সহযোগিতায় সৃজনশীলতা আরও সমৃদ্ধ হয়। কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সংযোগ ও কাজের সুবিধার্থে ইউটিউব চালু করেছে ‘কোলাবোরেশন ফিচার’।
৬ ঘণ্টা আগে