বিশেষ ছাড়ে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো মডেলের দাম কমাল গুগল। পিক্সেল ৮ মডেলের দাম ১৫০ ডলার কমিয়ে ৩৯৯ ডলার ও পিক্সেল ৮ প্রো মডেলের দাম ২০০ ডলার কমিয়ে ৫৯৯ ডলার নির্ধারণ করেছে কোম্পানিটি। আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদনে জানায়, গত বছরের ডিসেম্বরে ও এই বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসেও ফোন দুটির দাম কমানো হয়েছিল।
এর আগেও বিভিন্ন ছাড়ের মাধ্যমে পণ্যের দাম কমিয়েছে গুগল। বিশেষ করে পিক্সেল ফোল্ড ফোনের ক্ষেত্রে ছাড় দিয়ে দাম কমিয়ে থাকে এই টেক জায়ান্ট। বর্তমানে পিক্সেল ফোল্ড ৫০০ ডলার কমে পাওয়া যাচ্ছে।
গুগলের বার্ষিক সফটওয়্যার নির্মাণ সম্মেলন আই/ও আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে পিক্সেল ৮এ ফোনের উন্মোচন করা হতে পারে। এর জন্য পিক্সেল ৭এ ফোনেও বেশ কয়েকবার ছাড় দেওয়া হয়। বাজেট ফোনটির মূল দাম ৪৯৯ ডলার। বর্তমানে এটি ১৫০ ডলার কমে বিক্রি করা হচ্ছে।
ফোর্বসের প্রতিবেদক বলেন, পিক্সেল ৮এ মডেলের দাম আবার কমলেও তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। পিক্সেল ৮এ ফোন উন্মোচনের আগে বেশি কিছু ডিভাইসের দাম কমাতে পারে গুগল। কারণ অন্যান্য খুচরা বিক্রেতারাও পিক্সেল ৮এ বাজারে আসার আগে পুরোনো মডেলগুলোর মজুত শেষ করতে চায়।
২০২৪ সালের প্রতি মাসেই পিক্সেল সিরিজের অন্তর্ভুক্ত ফোনগুলোর দাম কমিয়েছে গুগল। এ ছাড়া পিক্সেল ৮ ফোন ব্যবহারকারীদের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার জন্য ১২৫ ডলার ছাড়ও দেয়া হয়। এলোমেলোভাবে গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য ১০০ ডলার কুপন ইমেইলের মাধ্যমে পাঠায় গুগল।
গুগল সব সময়ই তাদের পণ্যে এই ধরনের ছাড় দিয়ে আসছে। তবে এত বেশি পরিমাণ ছাড় দেওয়াকে গুগলের নতুন কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। স্যামসাংও গ্যালাক্সি এস ২৪ সিরিজের ফোনে বার বার ছাড় দিচ্ছে। এদিকে মটোরোলা তাদের নতুন মডেলগুলোতে ছাড় দিচ্ছে।
সাবস্ক্রিপশন সেবাতেও পরিবর্তন আনছে গুগল। এগুলোকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করছে কোম্পানিটি। হার্ডওয়্যারভিত্তিক সেবাতেও ছাড় আনছে গুগল। আর একবার গুগলের ইকোসিস্টেমের ওপর নির্ভরশীল হয়ে গেলে এগুলো থেকে বের হওয়া ব্যবহারকারীদের জন্য কঠিন হয়ে পড়ে।
গুগলের ওয়ান ক্লাউড স্টোরেজের প্ল্যানের সঙ্গে নেস্ট এওয়ার (গুগলের সিসি ক্যামেরা সেবার প্ল্যান) ও ফিটবিট প্রিমিয়ামের (গুগলের স্মার্ট ঘড়ির সাবস্ক্রিপশন প্ল্যান) সাবস্ক্রিপশন প্ল্যানকেও যুক্ত করা হয়েছে। আবার গুগলের ফটোজের ডেস্কটপ প্ল্যাটফর্মের জন্য এআই ভিত্তিক এডিটিং টুল ব্যবহার সুবিধা দেওয়া হয়েছে। প্রতি মাসে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররা এআই দিয়ে আরও বেশি ছবি এডিট করতে পারবে। যেখানে বিনামূল্যে প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবহারকারীরা মাত্র ১০টি ছবি এডিট করতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রয়েড ফোন কেনার এখনই উপযুক্ত সময়। তবে বিনামূল্যে ও ফি দিয়ে এআই টুল ব্যবহারের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সাবস্ক্রিপশন কিনলে গুগল ফটোজে এআই দিয়ে বেশি সংখ্যক ছবি এডিট করা যাবে। নেস্ট ক্যামেরা মাধ্যমে গ্যারেজের দরজা খোলা বা বন্ধ রয়েছে কিনা তা শুধু সাবস্ক্রিপশন প্ল্যান কিনলেই জানা যাবে। আবার ২০২৫ সালের পরে কিছু এআই টুল ব্যবহারের জন্য স্যামসাংয়ের গ্রাহকদের অর্থ খরচ করতে হতে পারে।
বিশেষ ছাড়ে পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো মডেলের দাম কমাল গুগল। পিক্সেল ৮ মডেলের দাম ১৫০ ডলার কমিয়ে ৩৯৯ ডলার ও পিক্সেল ৮ প্রো মডেলের দাম ২০০ ডলার কমিয়ে ৫৯৯ ডলার নির্ধারণ করেছে কোম্পানিটি। আমেরিকান বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদনে জানায়, গত বছরের ডিসেম্বরে ও এই বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসেও ফোন দুটির দাম কমানো হয়েছিল।
এর আগেও বিভিন্ন ছাড়ের মাধ্যমে পণ্যের দাম কমিয়েছে গুগল। বিশেষ করে পিক্সেল ফোল্ড ফোনের ক্ষেত্রে ছাড় দিয়ে দাম কমিয়ে থাকে এই টেক জায়ান্ট। বর্তমানে পিক্সেল ফোল্ড ৫০০ ডলার কমে পাওয়া যাচ্ছে।
গুগলের বার্ষিক সফটওয়্যার নির্মাণ সম্মেলন আই/ও আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে পিক্সেল ৮এ ফোনের উন্মোচন করা হতে পারে। এর জন্য পিক্সেল ৭এ ফোনেও বেশ কয়েকবার ছাড় দেওয়া হয়। বাজেট ফোনটির মূল দাম ৪৯৯ ডলার। বর্তমানে এটি ১৫০ ডলার কমে বিক্রি করা হচ্ছে।
ফোর্বসের প্রতিবেদক বলেন, পিক্সেল ৮এ মডেলের দাম আবার কমলেও তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। পিক্সেল ৮এ ফোন উন্মোচনের আগে বেশি কিছু ডিভাইসের দাম কমাতে পারে গুগল। কারণ অন্যান্য খুচরা বিক্রেতারাও পিক্সেল ৮এ বাজারে আসার আগে পুরোনো মডেলগুলোর মজুত শেষ করতে চায়।
২০২৪ সালের প্রতি মাসেই পিক্সেল সিরিজের অন্তর্ভুক্ত ফোনগুলোর দাম কমিয়েছে গুগল। এ ছাড়া পিক্সেল ৮ ফোন ব্যবহারকারীদের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার জন্য ১২৫ ডলার ছাড়ও দেয়া হয়। এলোমেলোভাবে গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য ১০০ ডলার কুপন ইমেইলের মাধ্যমে পাঠায় গুগল।
গুগল সব সময়ই তাদের পণ্যে এই ধরনের ছাড় দিয়ে আসছে। তবে এত বেশি পরিমাণ ছাড় দেওয়াকে গুগলের নতুন কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। স্যামসাংও গ্যালাক্সি এস ২৪ সিরিজের ফোনে বার বার ছাড় দিচ্ছে। এদিকে মটোরোলা তাদের নতুন মডেলগুলোতে ছাড় দিচ্ছে।
সাবস্ক্রিপশন সেবাতেও পরিবর্তন আনছে গুগল। এগুলোকে আরও আকর্ষণীয় করার চেষ্টা করছে কোম্পানিটি। হার্ডওয়্যারভিত্তিক সেবাতেও ছাড় আনছে গুগল। আর একবার গুগলের ইকোসিস্টেমের ওপর নির্ভরশীল হয়ে গেলে এগুলো থেকে বের হওয়া ব্যবহারকারীদের জন্য কঠিন হয়ে পড়ে।
গুগলের ওয়ান ক্লাউড স্টোরেজের প্ল্যানের সঙ্গে নেস্ট এওয়ার (গুগলের সিসি ক্যামেরা সেবার প্ল্যান) ও ফিটবিট প্রিমিয়ামের (গুগলের স্মার্ট ঘড়ির সাবস্ক্রিপশন প্ল্যান) সাবস্ক্রিপশন প্ল্যানকেও যুক্ত করা হয়েছে। আবার গুগলের ফটোজের ডেস্কটপ প্ল্যাটফর্মের জন্য এআই ভিত্তিক এডিটিং টুল ব্যবহার সুবিধা দেওয়া হয়েছে। প্রতি মাসে গুগল ওয়ানের সাবস্ক্রাইবাররা এআই দিয়ে আরও বেশি ছবি এডিট করতে পারবে। যেখানে বিনামূল্যে প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবহারকারীরা মাত্র ১০টি ছবি এডিট করতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রয়েড ফোন কেনার এখনই উপযুক্ত সময়। তবে বিনামূল্যে ও ফি দিয়ে এআই টুল ব্যবহারের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সাবস্ক্রিপশন কিনলে গুগল ফটোজে এআই দিয়ে বেশি সংখ্যক ছবি এডিট করা যাবে। নেস্ট ক্যামেরা মাধ্যমে গ্যারেজের দরজা খোলা বা বন্ধ রয়েছে কিনা তা শুধু সাবস্ক্রিপশন প্ল্যান কিনলেই জানা যাবে। আবার ২০২৫ সালের পরে কিছু এআই টুল ব্যবহারের জন্য স্যামসাংয়ের গ্রাহকদের অর্থ খরচ করতে হতে পারে।
চীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
৪৪ মিনিট আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
২ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
৩ ঘণ্টা আগেচ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের বিনিয়োগকারীদের কাছে প্রায় ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক কর্মীরা। বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে সফটব্যাংক গ্রুপ, থ্রাইভ ক্যাপিটাল এবং ড্রাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ। একজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে গত শুক্রবার এ তথ্য জা
৪ ঘণ্টা আগে