বাজারে আসার দুই সপ্তাহের মধ্যেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখেরও বেশি ইউনিট বিক্রি করল শাওমি। সিরিজটি গত ২৯ নভেম্বর উন্মোচন করা হয় এবং ১ ডিসেম্বর চীনের বাজারে ছাড়া হয়।
বাজারে আসার ৫ মিনিটের মধ্যেই ফোনটির প্রায় ৬ লাখ ইউনিট বিক্রি হয়ে যায় বলে দাবি করছে কোম্পানিটি। এই সংখ্যা রেডমি কে৬০ সিরিজের চেয়ে দ্বিগুণ। পাশাপাশি দ্রুততম সময়ে ১০ লাখ ইউনিট বিক্রি কে সিরিজের জন্য একটি নতুন মাইলফলক।
রেডমি কে সিরিজে রেডমি কে৭০ ই, রেডমি কে৭০ ও রেডমি কে৭০ প্রো—এই তিনটি মডেল রয়েছে। ফোনগুলোতে যথাক্রমে ডাইমেনসিটি ৮৩০০ আলট্রা, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ও স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ২কে রেজুল্যুশন রেজ্যুলিউশনসহ ওলেড ডিসপ্লে, ৫ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার মডেলগুলোয় রয়েছে। এই সিরিজেই প্রথমবারের মতো হাইপার ওএস-ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করা হয়েছে।
রেডমি কে৭০ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৬৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান এবং ১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ৩৯৯ চীনা ইউয়ান। এ হিসেবে ফোনগুলোর দাম বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার থেকে ৫২ হাজার টাকার মধ্যে।
রেডমি কে৭০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ হাজার ৫৬৯ টাকা। আর ২৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪ হাজার ৩৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৭ হাজার ৪৩১ টাকা।
সিরিজটির লিমিটেড এডিশন মডেল ’রেডমি কে৭০ প্রো অটোমোবিলি ল্যাম্বরগিনি স্কোয়াড্রা কর্স’ আগামীকাল বাজারে আসবে। ডিভাইসটির মূল্য এখনো জানানো হয়নি।
বিশ্বের অন্যান্য বাজারের জন্য রেডমি কে৭০ই মডেলকে পোকো এক্স ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করা হবে। অন্যদিকে কে৭০ প্রো মডেলকে পোকো এফ ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করবে শাওমি।
তথ্যসূত্র: গিজমোচায়না
বাজারে আসার দুই সপ্তাহের মধ্যেই রেডমি কে৭০ সিরিজের ১০ লাখেরও বেশি ইউনিট বিক্রি করল শাওমি। সিরিজটি গত ২৯ নভেম্বর উন্মোচন করা হয় এবং ১ ডিসেম্বর চীনের বাজারে ছাড়া হয়।
বাজারে আসার ৫ মিনিটের মধ্যেই ফোনটির প্রায় ৬ লাখ ইউনিট বিক্রি হয়ে যায় বলে দাবি করছে কোম্পানিটি। এই সংখ্যা রেডমি কে৬০ সিরিজের চেয়ে দ্বিগুণ। পাশাপাশি দ্রুততম সময়ে ১০ লাখ ইউনিট বিক্রি কে সিরিজের জন্য একটি নতুন মাইলফলক।
রেডমি কে সিরিজে রেডমি কে৭০ ই, রেডমি কে৭০ ও রেডমি কে৭০ প্রো—এই তিনটি মডেল রয়েছে। ফোনগুলোতে যথাক্রমে ডাইমেনসিটি ৮৩০০ আলট্রা, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ও স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ২কে রেজুল্যুশন রেজ্যুলিউশনসহ ওলেড ডিসপ্লে, ৫ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার মডেলগুলোয় রয়েছে। এই সিরিজেই প্রথমবারের মতো হাইপার ওএস-ভিত্তিক অ্যান্ড্রয়েড ১৪-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করা হয়েছে।
রেডমি কে৭০ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৬৯৯ চীনা ইউয়ান, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২ হাজার ৯৯৯ চীনা ইউয়ান এবং ১৬ জিবি র্যাম ও ১ টিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ৩৯৯ চীনা ইউয়ান। এ হিসেবে ফোনগুলোর দাম বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার থেকে ৫২ হাজার টাকার মধ্যে।
রেডমি কে৭০ প্রো এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৩ হাজার ২৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫০ হাজার ৫৬৯ টাকা। আর ২৪ জিবি র্যাম ও ১ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ৪ হাজার ৩৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৭ হাজার ৪৩১ টাকা।
সিরিজটির লিমিটেড এডিশন মডেল ’রেডমি কে৭০ প্রো অটোমোবিলি ল্যাম্বরগিনি স্কোয়াড্রা কর্স’ আগামীকাল বাজারে আসবে। ডিভাইসটির মূল্য এখনো জানানো হয়নি।
বিশ্বের অন্যান্য বাজারের জন্য রেডমি কে৭০ই মডেলকে পোকো এক্স ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করা হবে। অন্যদিকে কে৭০ প্রো মডেলকে পোকো এফ ৬ প্রো ৫জি মডেল হিসেবে রিব্র্যান্ডিং করবে শাওমি।
তথ্যসূত্র: গিজমোচায়না
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
৯ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১০ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১১ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
১২ ঘণ্টা আগে