Ajker Patrika

কৃত্রিম চামড়ায় কাঠের ধাঁচে মটোরোলার নতুন স্মার্টফোন, দাম ও স্পেসিফিকেশন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১৫: ২২
Thumbnail image

একই সঙ্গে মটোরোলা ৫০ আল্ট্রা ও এজ ৫০ ফিউশন নামে স্মার্টফোনের দুটি মডেল উন্মোচন করেছে মটোরোলা কোম্পানি। এসব মডেলের বিভিন্ন সংস্করণের স্মার্টফোনগুলোর পেছনে কৃত্রিম চামড়া বা কাঠের প্যাটার্ন ব্যবহার করা দেখা গেছে। মটোরোলা ৫০ আল্ট্রা ও এজ ৫০ ফিউশন মডেল দুটিতে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে। 

মটোরোলা ৫০ আল্ট্রার ও এজ ৫০ ফিউশন মডেলের দাম 

মটোরোলা ৫০ আল্ট্রার দাম ৯৯৯ ইউরো থেকে শুরু হয়েছে। আর এজ ৫০ ফিউশন মডেলের দাম শুরু হয়েছে ৩৯৯ ইউরো থেকে। প্রাথমিকভাবে এশিয়া, ইউরোপ, ল্যাটিন আমেরিকা ও ওশেনিয়ার নিদির্ষ্ট কিছু বাজারে ফোনগুলো ছাড়া হবে। 

মটোরোলা ৫০ আল্ট্রার একটি সংস্করণ ফরেস্ট গ্রে (ধূসর) রঙে পাওয়া যাবে। আর একটি সংস্করণ কৃত্রিম চামড়ায় মোড়ানো পিচ ফাজ (হালকা কমলা) রং এবং তৃতীয় সংস্করণটি কাঠের প্যাটার্নে পাওয়া যাবে। 

এজ ৫০ ফিউশন মডেলের হট পিংক, মার্শমেলো ব্লু ও ফরেস্ট ব্লু রঙে পাওয়া যাবে। মার্শমেলো ব্লু সংস্করণের ফোনটি পেছন কৃত্রিম চামড়ায় আবৃত থাকবে। 

মটোরোলা ৫০ আল্ট্রার স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা রয়েছে—অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ৫০ মেগাপিক্সেল সেন্সর, ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৬৪ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। 
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫ জি,৪জি 
আয়তন: ১৬১.০৯ এমএম x ৭২.৩৮ এমএম x ৮.৫৯ এমএম weighs 197 g. 
ওজন: ১৯৭ গ্রাম 
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ‍+ পিওলেড ডিসপ্লে 
রিফ্রেশ রেট: ১৪৪ হার্টজ 
ব্রাইটনেস: ২,৫০০ নিটস 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হেলো ইউআই
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এস জেন ৩ 
মেমোরি: ১৬ জিবি এলপিডিডিআর ৫ এক্স 
ইন্টারনাল স্টোরেজ: ১ টিবি 
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৪ 
এনএফসি: আছে 
ইউএসবি: ইউএসবি সি পোর্ট 
ব্যাটারি: ৪৫০০ এমএএইচ
চার্জিং: ১২৫ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জ 

মটোরোলা এজ ৫০ ফিউশন মডেলের স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা: দুটি ক্যামেরা রয়েছে—৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ওয়াইড এঙ্গেল সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। 
সেল্ফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫ জি,৪জি 
আয়তন: ১৬১.৯ এমএম x ৭৩.১ এমএম x ৭.৯ এমএম 

ওজন: ১৭৪.৯ গ্রাম 
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি ফুল এইচডি ও পিওলেড ডিসপ্লে 
ব্রাইটনেস: ১৬০০ নিটস 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হেলো ইউআই 

চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ এজ জেন ২ 
মেমোরি: ১২ জিবি এলপিডিডিআর ৫ 
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি 
ব্লুটুথ: ৫.২ 
এনএফসি: আছে 
ইউএসবি: ইউএসবি টাইপ সি 
ব্যাটারি: ৫০০০ এমএএইচ

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত