প্রযুক্তি ডেস্ক
পণ্য সরবরাহের জন্য ড্রোন সেবার উন্মোচন করল বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। ‘প্রাইম এয়ার ড্রোন’ প্রজেক্টের আওতায় ক্রেতাদের ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দুটি শহরে এটি প্রাথমিকভাবে চালু হবে।
আমাজন অনেক দিন ধরেই প্যাকেজ ডেলিভারির সময় কমিয়ে আনার কথা বলছে। জেফ বেজোস প্রথমবার ড্রোন ডেলিভারির ঘোষণা দেন ২০১৩ সালে।
‘ডাবড এমকে ২৭-২’ ড্রোনটি এ বছরের শেষ নাগাদ পণ্য সরবরাহ শুরু করবে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘লকফোর্ড’ শহর এবং টেক্সাস অঙ্গরাজ্যের ‘কলেজ স্টেশন’ শহর থেকে ড্রোনটির কার্যক্রম শুরু হবে। ড্রোনটির ওজন প্রায় ৩৭ কেজি। এটি ২ কেজির সামান্য বেশি ওজনের পণ্য সরবরাহ করতে সক্ষম। এটি ক্রেতার ঠিকানায় পৌঁছে ১২ ফুট ওপর থেকে পণ্যের প্যাকেজ নিচে ফেলবে।
আমাজন এক ব্লগপোস্টে বলেছে, ‘আমরা জানি আমাদের ক্রেতারা ড্রোনের মাধ্যমে পণ্য নেওয়ায় তখনই উৎসাহিত হবেন যখন তাঁরা নিশ্চিত হবেন যে এটি নির্ভরযোগ্য ও ঝুঁকিমুক্ত। আমাদের ড্রোন হয়তো কখনো কখনো পণ্য সরবরাহের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হবে। তবে ড্রোনটি এসব অবস্থায় নিজ থেকেই নিরাপদ সিদ্ধান্ত নিতে সক্ষম।’
আমাজন আরও বলেছে, ‘আমরা একটি অত্যাধুনিক “সেন্স অ্যান্ড অ্যান্ড্রয়েড” সিস্টেম তৈরি করেছি। এই প্রযুক্তির ফলে আমাদের ড্রোনগুলো অন্যান্য আকাশযান, মানুষ, পোষা প্রাণী এবং যে কোনো জড় বস্তু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে পারবে।’
প্রাইম এয়ার ড্রোন প্রোগ্রামের প্রধান ক্যালসি হেনড্রিকসন বলেন, ‘আমরা নিশ্চিত করেছি যে ড্রোনের মাধ্যমে পণ্য সরবারহের ফলে পণ্যের কোনো ক্ষতি হবে না। এ ছাড়া আমাদের পণ্য বিশেষভাবে মোড়কীকরণ করা হয়। যার মাধ্যমে পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে না।’
পণ্য সরবরাহের জন্য ড্রোন সেবার উন্মোচন করল বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান আমাজন। ‘প্রাইম এয়ার ড্রোন’ প্রজেক্টের আওতায় ক্রেতাদের ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দুটি শহরে এটি প্রাথমিকভাবে চালু হবে।
আমাজন অনেক দিন ধরেই প্যাকেজ ডেলিভারির সময় কমিয়ে আনার কথা বলছে। জেফ বেজোস প্রথমবার ড্রোন ডেলিভারির ঘোষণা দেন ২০১৩ সালে।
‘ডাবড এমকে ২৭-২’ ড্রোনটি এ বছরের শেষ নাগাদ পণ্য সরবরাহ শুরু করবে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘লকফোর্ড’ শহর এবং টেক্সাস অঙ্গরাজ্যের ‘কলেজ স্টেশন’ শহর থেকে ড্রোনটির কার্যক্রম শুরু হবে। ড্রোনটির ওজন প্রায় ৩৭ কেজি। এটি ২ কেজির সামান্য বেশি ওজনের পণ্য সরবরাহ করতে সক্ষম। এটি ক্রেতার ঠিকানায় পৌঁছে ১২ ফুট ওপর থেকে পণ্যের প্যাকেজ নিচে ফেলবে।
আমাজন এক ব্লগপোস্টে বলেছে, ‘আমরা জানি আমাদের ক্রেতারা ড্রোনের মাধ্যমে পণ্য নেওয়ায় তখনই উৎসাহিত হবেন যখন তাঁরা নিশ্চিত হবেন যে এটি নির্ভরযোগ্য ও ঝুঁকিমুক্ত। আমাদের ড্রোন হয়তো কখনো কখনো পণ্য সরবরাহের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হবে। তবে ড্রোনটি এসব অবস্থায় নিজ থেকেই নিরাপদ সিদ্ধান্ত নিতে সক্ষম।’
আমাজন আরও বলেছে, ‘আমরা একটি অত্যাধুনিক “সেন্স অ্যান্ড অ্যান্ড্রয়েড” সিস্টেম তৈরি করেছি। এই প্রযুক্তির ফলে আমাদের ড্রোনগুলো অন্যান্য আকাশযান, মানুষ, পোষা প্রাণী এবং যে কোনো জড় বস্তু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে পারবে।’
প্রাইম এয়ার ড্রোন প্রোগ্রামের প্রধান ক্যালসি হেনড্রিকসন বলেন, ‘আমরা নিশ্চিত করেছি যে ড্রোনের মাধ্যমে পণ্য সরবারহের ফলে পণ্যের কোনো ক্ষতি হবে না। এ ছাড়া আমাদের পণ্য বিশেষভাবে মোড়কীকরণ করা হয়। যার মাধ্যমে পণ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে না।’
অস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
৩ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৩ ঘণ্টা আগেনতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কম্পিউটিং সিস্টেম উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস। এই প্রযুক্তিটি মার্কিন চিপনির্মাতা এনভিডিয়ার সবচেয়ে উন্নত সিস্টেমকেও টেক্কা দিতে সক্ষম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৪ ঘণ্টা আগে