Ajker Patrika

আরও ৩ ফোনে আপডেট বন্ধ করল শাওমি

অনলাইন ডেস্ক
Thumbnail image

পুরোনো মডেলের আরও তিনটি স্মার্টফোনে সফটওয়্যার আপডেট দেওয়া বন্ধ করল শাওমি। প্রযুক্তি বিষয়ক কোম্পানি গিজমোচায়নার প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

ইওএল (এন্ড অব লাইফ) ডিভাইস অর্থাৎ যেসব ডিভাইসের সফটওয়্যারের সমর্থন বন্ধ করে দেওয়া হবে তার তালিকা প্রকাশ করতে অফিশিয়াল ওয়েবসাইটে একটি আলাদা পেজ তৈরি করছে শাওমি। 

এই তিনটি ফোনের তালিকা পেজটিতে প্রকাশ করেছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে- পোকো এক্স ৩ এবং এমআই ১০টি সিরিজের এমআই ১০টি ও এমআই টি প্রো মডেল। 

২০২০ সালের মাঝামাঝি সময়ে এই তিনটি ফোন বাজারে আসে। কোম্পানির পুরোনো নীতি অনুসারে ফোনগুলো তিন বছরের সফটওয়্যার সমর্থন পাওয়ার কথা। তাই তিনটি ফোনের সফটওয়্যার সমর্থনের মেয়াদ এখন শেষ হল। 

অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক মিআইইউআই ১২ নিয়ে ডিভাইসগুলো বাজারে আসল। তিন বছরে ফোনগুলো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মিআইইউআই ১৪ পর্যন্ত সফটওয়্যার আপডেটের সমর্থন পেয়েছে। 

পোকো এক্স ৩ একটি বাজেট মডেল। তবে এমআই ১০টি ও এমআই টি প্রো স্মার্টফোন দুটি সাশ্রয়ী ফ্ল্যাগশিপ ফোন। ফোন দুটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট ব্যবহার করা হয়। 

চীনে দুই দিন আগে শাওমি ১৪ সিরিজের উন্মোচন হয়। সিরিজটি অনেকগুলো সফটওয়্যার আপডেট পাবে বলে কোম্পানি থেকে দাবি করা হয়। সম্প্রতি বাজারে আসা শাওমি ১৩টি সিরিজের মত ডিভাইসগুলো চার জেনারেশন পর্যন্ত অ্যান্ড্রয়েড সমর্থন এবং ৫ বছরের নিরাপত্তার আপডেট পাবে। 

এত দিন পর্যন্ত সফটওয়্যার আপডেট পাবে না পুরোনো মডেলগুলো। তবে ২০২১ সালে বাজারে আসা নির্দিষ্ট কিছু মডেলকে ৪ বছর পর্যন্ত ও ২০২৩ সালের কয়েকটি মডেলকে ৫ বছর পর্যন্ত সফটওয়্যারের সমর্থন দেবে শাওমি। 

সফটওয়্যার আপডেটের শাওমির এই নতুন নীতি শুধুমাত্র ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য প্রযোজ্য। তবে স্যামসাং মিড–রেঞ্জ ও বাজেট স্মার্টফোনেও এই সুবিধা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত