পাতলা ফোন হিসেবে ম্যাজিক ভি৩ মডেল উন্মোচন করল অনার। ফোনটি ভাঁজ করলে এর দৈর্ঘ্য হয় ৯.৭ মিলিমিটার। আর ভাঁজ খুললে ৪.৬৫ মিলিমিটার হয়। এটি গত ১২ জুলাই চীনের বাজার ছাড়া হয়েছে।
ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। সেই সঙ্গে ৬৬ ওয়াট ক্ষমতার ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এ ছাড়া ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের দাম ও রং
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাশনাল স্টোরেজের সংস্করণের দাম ৮ হাজার ৯৯৯ চীনা ইয়ার্ন বা ১ লাখ ৪৫ হাজার ৯০১ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ৯ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৬২ হাজার ১১৪ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ১০ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৭৮ হাজার ৩২৭ টাকা।
জুলাই ১৯ থেকে চীন থেকে ফোনগুলো কেনা যাবে। মডেলটি কালো, সবুজ, লাল ও সাদা রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ট্রিপল ক্যামেরা সেটাআপ। সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ৫x অপটিক্যাল এবং ৫০x ডিজিটাল জুমসহ একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ইউনিট রয়েছে।
কভার স্ক্রিনের সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
ভেতরের স্ক্রিনের সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওজন: ২২৯ গ্রাম।
মূল ডিসপ্লে: ৭ দশমিক ৯২ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
মূল ডিসপ্লে রেজল্যুশন: ২,৩৪৪ x ২,১৫৬ পিক্সেলস
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৪৩ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
কভার ডিসপ্লে রেজল্যুশন: ২৩৭৬ x ১০৮০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (উভয় ডিসপ্লে)
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওস ৮.০. ১
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
রং: কালো, সবুজ, লাল ও সাদা
গত বছরের ম্যাজিক ভিএস ২ এবং ম্যাজিক ভি২-এর উত্তরসূরি হিসেবে এসেছে অনার ম্যাজিক ভি৩ ফোনটি এসেছে। এগুলো সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬, ওয়ানপ্লাস ওপেন, অপো ফাইন্ড এন ৩ ফোল্ডেবল ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
পাতলা ফোন হিসেবে ম্যাজিক ভি৩ মডেল উন্মোচন করল অনার। ফোনটি ভাঁজ করলে এর দৈর্ঘ্য হয় ৯.৭ মিলিমিটার। আর ভাঁজ খুললে ৪.৬৫ মিলিমিটার হয়। এটি গত ১২ জুলাই চীনের বাজার ছাড়া হয়েছে।
ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। সেই সঙ্গে ৬৬ ওয়াট ক্ষমতার ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। এ ছাড়া ক্যামেরার সঙ্গে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের দাম ও রং
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাশনাল স্টোরেজের সংস্করণের দাম ৮ হাজার ৯৯৯ চীনা ইয়ার্ন বা ১ লাখ ৪৫ হাজার ৯০১ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ৯ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৬২ হাজার ১১৪ টাকা।
অনার ম্যাজিক ভি৩ এর ১৬ জিবি র্যাম ও ১ টিবি (টেরাবাইট) ইন্টারন্যাল স্টোরেজের সংস্করণের দাম ১০ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা ১ লাখ ৭৮ হাজার ৩২৭ টাকা।
জুলাই ১৯ থেকে চীন থেকে ফোনগুলো কেনা যাবে। মডেলটি কালো, সবুজ, লাল ও সাদা রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ভি৩ মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ট্রিপল ক্যামেরা সেটাআপ। সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৪০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও ৫x অপটিক্যাল এবং ৫০x ডিজিটাল জুমসহ একটি ৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ইউনিট রয়েছে।
কভার স্ক্রিনের সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
ভেতরের স্ক্রিনের সেলফি ক্যামেরা: ৮ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওজন: ২২৯ গ্রাম।
মূল ডিসপ্লে: ৭ দশমিক ৯২ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
মূল ডিসপ্লে রেজল্যুশন: ২,৩৪৪ x ২,১৫৬ পিক্সেলস
কভার ডিসপ্লে: ৬ দশমিক ৪৩ ইঞ্চি ফুল এইচডি ও এলটিপিও ওলেড ডিসপ্লে।
কভার ডিসপ্লে রেজল্যুশন: ২৩৭৬ x ১০৮০ পিক্সেলস
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (উভয় ডিসপ্লে)
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিক ওস ৮.০. ১
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২
র্যাম: ১২ জিবি ও ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি (টেরাবাইট)
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
ব্যাটারি: ৫,০০০ এমএএইচ
চার্জিং: ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
রং: কালো, সবুজ, লাল ও সাদা
গত বছরের ম্যাজিক ভিএস ২ এবং ম্যাজিক ভি২-এর উত্তরসূরি হিসেবে এসেছে অনার ম্যাজিক ভি৩ ফোনটি এসেছে। এগুলো সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৬, ওয়ানপ্লাস ওপেন, অপো ফাইন্ড এন ৩ ফোল্ডেবল ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা করবে।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
২ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
৪ ঘণ্টা আগেধর্ষণ ও অজাচার (নিকটাত্মীয়ের মধ্যে যৌন সম্পর্ক) উৎসাহিত করার অভিযোগের মুখে পড়েছে ভিডিও গেম ‘নো মার্সি’। সারা বিশ্বে গেমিং কমিউনিটির তীব্র সমালোচনার মুখে অবশেষে স্টিম প্ল্যাটফর্ম থেকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে