Ajker Patrika

বাজারে এল সিঙ্গার থ্রি ইন ওয়ান সেলাই মেশিন

ফিচার ডেস্ক
বাজারে এল সিঙ্গার থ্রি ইন ওয়ান সেলাই মেশিন

সেলাই মেশিনের জগতে সিঙ্গার অন্যতম নাম। স্মার্ট এই সময়ে ফোন থেকে শুরু করে হাতঘড়ি, টিভি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের মতো নানা প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে ‘স্মার্ট’। সেলাই মেশিনের ক্ষেত্রেও স্মার্ট যুগের সূচনা করল সিঙ্গার ইন্ডিয়া লিমিটেড।

যারা ছোটখাটো ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের জন্য সম্প্রতি অন্যতম বড় সেলাই মেশিন বিক্রেতা প্রতিষ্ঠান সিঙ্গার ইন্ডিয়া বাজারে এনেছে এসই ৯১৮৫ মডেলের সেলাই মেশিন। এটি থ্রি ইন ওয়ান সুবিধা দেবে। ৭ ইঞ্চির বড় টাচ স্ক্রিন রয়েছে এতে। সঙ্গে আছে ওয়াই-ফাই সংযোগের সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা ২৫০টির বেশি ডিজাইন, ৪ ধরনের সেলাই ফন্ট এবং ৭ রকমের ওয়ান-স্টেপ বাটন হোল ব্যবহার করতে পারবে।

প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, সেলাই মেশিনের সাধারণ স্পিড ৮৫০ এসপিএম এবং এমব্রয়ডারি স্পিড ৪৫০ এসপিএম। বিশেষ বিষয় হলো, এতে ১০০ মেগাবাইট ক্লাউড স্টোরেজ ফ্রি মিলবে। কাজ করার সময় যদি কোনোভাবে বিদ্যুৎ চলে যায়, তাহলেও মেশিনে নকশা বা ডিজাইনের পুনর্নির্মাণ শুরু করা যাবে। এমনকি সেলাই মেশিনটি দিয়ে কুইল্টিংও করা সম্ভব।

ব্যবহারকারীরা মাই সেউনেট মোবাইল অ্যাপ থেকে এটি নিয়ন্ত্রণ করতে পারবে। এই অ্যাপের সাহায্যে সহজে যেকোনো জায়গা থেকে নকশা পর্যবেক্ষণ করার পাশাপাশি কাজ কত দূর এগিয়েছে বা কত থ্রেড বাকি আছে, সে সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আবার ওয়াই-ফাই জোনের বাইরে থাকলেও অ্যাপটি সংযুক্ত থাকবে। কারণ, লোকাল নেটওয়ার্কের বাইরে গেলেও মেশিনটি ই-মেইল আইডির সঙ্গে যুক্ত থাকে।

এই থ্রি ইন ওয়ান সেলাই মেশিন আমাজন ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে। চাইলে সিঙ্গারের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও মেশিনটি কেনা যাবে। মেশিনটির দাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত