Ajker Patrika

গুগল মেসেজে ফটোইমোজি তৈরি করবেন যেভাবে 

গুগল মেসেজে ফটোইমোজি তৈরি করবেন যেভাবে 

অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজের মাধ্যমে মেসেজ আদান প্রদান করে থাকেন অনেকেই। অ্যাপটির জন্য গত বছর ফটোইমোজি ফিচার চালু করেছে গুগল। এর মাধ্যমে যেকোনো ছবি স্টিকার বা ইমোজিতে পরিণত করা যায়। অর্থাৎ কাস্টম ইমোজি তৈরি  করে টেক্সটের রিক্যাশন দিতে এগুলো ব্যবহার করা যাবে। 

অনেকেই গুগল মেসেজের ফটোইমোজি ফিচারটি সম্পর্কে জানে না। তবে খুব সহজেই এটি ব্যবহার করে মেসেজিংকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। এই ফিচারের মাধ্যমে যে কোনো ছবিকে স্টিকারের পাশাপাশি ইমোজি হিসেবেও ব্যবহার করা যায়। 

ফটোইমোজি স্টিকার হিসেবে ব্যবহার করবেন যেভাবে

১. গুগল মেসেজ অ্যাপ চালু করুন ও যে নম্বরে মেসেজ পাঠাতে চান সেই থ্রেডে ট্যাপ করুন। 
২. টেক্সট মেসেজ বক্সের নিচের দিকে বাম পাশে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন। 
৩. ফটোইমোজি ট্যাব খুঁজে বের করুন। 
৫. এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে। 
৬. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এ ক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত। 
৭. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন। 
৮. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে। 
৯. এরপর ডানপাশের নিচের ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন। 

ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করবেন যেভাবে

১. যে কোন মেসেজ থ্রেডে প্রবেশ চালু করুন। যে মেসেজের জন্য রিক্যাশন দিতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন। 
২. একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনু থেকে ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে। 
৩. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত। 
৪. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন। 
৫. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে। 
৬. এরপর ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে পাঠাতে ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন। 

তবে এখনো অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে ফটোইমোজি ফিচারটি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করার অপশন দেখা যায় না। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত