অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজের মাধ্যমে মেসেজ আদান প্রদান করে থাকেন অনেকেই। অ্যাপটির জন্য গত বছর ফটোইমোজি ফিচার চালু করেছে গুগল। এর মাধ্যমে যেকোনো ছবি স্টিকার বা ইমোজিতে পরিণত করা যায়। অর্থাৎ কাস্টম ইমোজি তৈরি করে টেক্সটের রিক্যাশন দিতে এগুলো ব্যবহার করা যাবে।
অনেকেই গুগল মেসেজের ফটোইমোজি ফিচারটি সম্পর্কে জানে না। তবে খুব সহজেই এটি ব্যবহার করে মেসেজিংকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। এই ফিচারের মাধ্যমে যে কোনো ছবিকে স্টিকারের পাশাপাশি ইমোজি হিসেবেও ব্যবহার করা যায়।
ফটোইমোজি স্টিকার হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. গুগল মেসেজ অ্যাপ চালু করুন ও যে নম্বরে মেসেজ পাঠাতে চান সেই থ্রেডে ট্যাপ করুন।
২. টেক্সট মেসেজ বক্সের নিচের দিকে বাম পাশে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।
৩. ফটোইমোজি ট্যাব খুঁজে বের করুন।
৫. এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৬. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এ ক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৭. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৮. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৯. এরপর ডানপাশের নিচের ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. যে কোন মেসেজ থ্রেডে প্রবেশ চালু করুন। যে মেসেজের জন্য রিক্যাশন দিতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
২. একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনু থেকে ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৩. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৪. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৫. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৬. এরপর ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে পাঠাতে ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
তবে এখনো অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে ফটোইমোজি ফিচারটি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করার অপশন দেখা যায় না।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
অ্যান্ড্রয়েড ফোনে গুগল মেসেজের মাধ্যমে মেসেজ আদান প্রদান করে থাকেন অনেকেই। অ্যাপটির জন্য গত বছর ফটোইমোজি ফিচার চালু করেছে গুগল। এর মাধ্যমে যেকোনো ছবি স্টিকার বা ইমোজিতে পরিণত করা যায়। অর্থাৎ কাস্টম ইমোজি তৈরি করে টেক্সটের রিক্যাশন দিতে এগুলো ব্যবহার করা যাবে।
অনেকেই গুগল মেসেজের ফটোইমোজি ফিচারটি সম্পর্কে জানে না। তবে খুব সহজেই এটি ব্যবহার করে মেসেজিংকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। এই ফিচারের মাধ্যমে যে কোনো ছবিকে স্টিকারের পাশাপাশি ইমোজি হিসেবেও ব্যবহার করা যায়।
ফটোইমোজি স্টিকার হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. গুগল মেসেজ অ্যাপ চালু করুন ও যে নম্বরে মেসেজ পাঠাতে চান সেই থ্রেডে ট্যাপ করুন।
২. টেক্সট মেসেজ বক্সের নিচের দিকে বাম পাশে ‘ইমোজি’ আইকোনে ট্যাপ করুন।
৩. ফটোইমোজি ট্যাব খুঁজে বের করুন।
৫. এরপর ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৬. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এ ক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৭. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৮. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৯. এরপর ডানপাশের নিচের ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করবেন যেভাবে
১. যে কোন মেসেজ থ্রেডে প্রবেশ চালু করুন। যে মেসেজের জন্য রিক্যাশন দিতে চান তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
২. একটি পপ আপ মেনু দেখা যাবে। এই মেনু থেকে ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে ফোনের ফটো গ্যালারি চালু হবে।
৩. যে ছবিকে ইমোজিতে পরিণত করতে চান সেটি নির্বাচন করুন। তবে এক্ষেত্রে স্পষ্ট ছবিই নির্বাচন করা উচিত।
৪. যদি আপনার ছবিতে একাধিক বস্তু থাকে, তাহলে ছবির একটি বস্তুর ওপর ট্যাপ করুন।
৫. পছন্দের মতো ছবি নির্বাচন করলে গুগল মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলে ইমোজি তৈরি করে দেবে।
৬. এরপর ফটোইমোজি রিঅ্যাকশন হিসেবে পাঠাতে ‘সেন্ড’ আইকোনে ট্যাপ করুন।
তবে এখনো অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে ফটোইমোজি ফিচারটি রিঅ্যাকশন হিসেবে ব্যবহার করার অপশন দেখা যায় না।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
যুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
৫ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৬ ঘণ্টা আগে