টিভিতে রসনা বিষয়ক অনুষ্ঠান হচ্ছে। দারুণ সব খাবারের ছবি ঘুরে বেড়াচ্ছে। এই দেখে যে কারও ইচ্ছে করতে পারে খাবারটি চেখে দেখার। কিন্তু হায় সে কেবলই টেলিভিশন। এই কপাল চাপড়ানোর দিন ফুরাল এবার। জাপানের এক প্রযুক্তিবিদ এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে যে কেউ চাইলে টিভি স্ক্রিনের মাধ্যমে অন্তত দশ ধরনের স্বাদ নিতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমেই মিয়াশিতা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাকে তিনি বলছেন—টেস্ট দ্য টিভি। অর্থাৎ, টেলিভিশন স্ক্রিনের স্বাদ গ্রহণের আহ্বান জানাচ্ছেন তিনি। এ প্রযুক্তির মাধ্যমে টিভির পর্দা লেহন করে দর্শকেরা দশ ধরনের স্বাদ গ্রহণ করতে পারবেন।
সংবাদমাধ্যমগুলো অবশ্য এই প্রযুক্তির একটি জুতসই নামও দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে একে ‘নেটলিকস’ বলে উল্লেখ করা হচ্ছে।
অধ্যাপক হোমেই মিয়াশিতা এই প্রযুক্তির মাধ্যমে রাধুনিদের প্রশিক্ষিত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন। কিন্তু কত খরচা পড়বে? মিয়াশিতা বলছেন, বাণিজ্যিকভাবে তৈরি করলে এর দাম ৮৭৫ মার্কিন ডলার পড়তে পারে। নিজের তৈরি এই প্রযুক্তি সম্পর্কে তিনি রয়টার্সকে বলেন, নিজের ঘরে থেকেও দুনিয়ার আরেক প্রান্তের খাবারের স্বাদ যাতে মানুষ নিতে পারে, সে লক্ষ্যেই এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন তিনি।
টিভি স্ক্রিনে স্বাদ ও গন্ধ স্প্রে করা ও তা থেকে স্বাদ গ্রহণের এই প্রযুক্তি নিয়ে অধ্যাপক মিয়াশিতা এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তিনি এমন এক দুনিয়ার স্বপ্ন দেখেন, যেখানে মানুষ চাইলে সিনেমার মতোই স্বাদ ও গন্ধ ডাউনলোড করা যাবে।
টিভিতে রসনা বিষয়ক অনুষ্ঠান হচ্ছে। দারুণ সব খাবারের ছবি ঘুরে বেড়াচ্ছে। এই দেখে যে কারও ইচ্ছে করতে পারে খাবারটি চেখে দেখার। কিন্তু হায় সে কেবলই টেলিভিশন। এই কপাল চাপড়ানোর দিন ফুরাল এবার। জাপানের এক প্রযুক্তিবিদ এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে যে কেউ চাইলে টিভি স্ক্রিনের মাধ্যমে অন্তত দশ ধরনের স্বাদ নিতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমেই মিয়াশিতা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাকে তিনি বলছেন—টেস্ট দ্য টিভি। অর্থাৎ, টেলিভিশন স্ক্রিনের স্বাদ গ্রহণের আহ্বান জানাচ্ছেন তিনি। এ প্রযুক্তির মাধ্যমে টিভির পর্দা লেহন করে দর্শকেরা দশ ধরনের স্বাদ গ্রহণ করতে পারবেন।
সংবাদমাধ্যমগুলো অবশ্য এই প্রযুক্তির একটি জুতসই নামও দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে একে ‘নেটলিকস’ বলে উল্লেখ করা হচ্ছে।
অধ্যাপক হোমেই মিয়াশিতা এই প্রযুক্তির মাধ্যমে রাধুনিদের প্রশিক্ষিত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন। কিন্তু কত খরচা পড়বে? মিয়াশিতা বলছেন, বাণিজ্যিকভাবে তৈরি করলে এর দাম ৮৭৫ মার্কিন ডলার পড়তে পারে। নিজের তৈরি এই প্রযুক্তি সম্পর্কে তিনি রয়টার্সকে বলেন, নিজের ঘরে থেকেও দুনিয়ার আরেক প্রান্তের খাবারের স্বাদ যাতে মানুষ নিতে পারে, সে লক্ষ্যেই এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন তিনি।
টিভি স্ক্রিনে স্বাদ ও গন্ধ স্প্রে করা ও তা থেকে স্বাদ গ্রহণের এই প্রযুক্তি নিয়ে অধ্যাপক মিয়াশিতা এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তিনি এমন এক দুনিয়ার স্বপ্ন দেখেন, যেখানে মানুষ চাইলে সিনেমার মতোই স্বাদ ও গন্ধ ডাউনলোড করা যাবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১০ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে