টিভিতে রসনা বিষয়ক অনুষ্ঠান হচ্ছে। দারুণ সব খাবারের ছবি ঘুরে বেড়াচ্ছে। এই দেখে যে কারও ইচ্ছে করতে পারে খাবারটি চেখে দেখার। কিন্তু হায় সে কেবলই টেলিভিশন। এই কপাল চাপড়ানোর দিন ফুরাল এবার। জাপানের এক প্রযুক্তিবিদ এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে যে কেউ চাইলে টিভি স্ক্রিনের মাধ্যমে অন্তত দশ ধরনের স্বাদ নিতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমেই মিয়াশিতা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাকে তিনি বলছেন—টেস্ট দ্য টিভি। অর্থাৎ, টেলিভিশন স্ক্রিনের স্বাদ গ্রহণের আহ্বান জানাচ্ছেন তিনি। এ প্রযুক্তির মাধ্যমে টিভির পর্দা লেহন করে দর্শকেরা দশ ধরনের স্বাদ গ্রহণ করতে পারবেন।
সংবাদমাধ্যমগুলো অবশ্য এই প্রযুক্তির একটি জুতসই নামও দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে একে ‘নেটলিকস’ বলে উল্লেখ করা হচ্ছে।
অধ্যাপক হোমেই মিয়াশিতা এই প্রযুক্তির মাধ্যমে রাধুনিদের প্রশিক্ষিত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন। কিন্তু কত খরচা পড়বে? মিয়াশিতা বলছেন, বাণিজ্যিকভাবে তৈরি করলে এর দাম ৮৭৫ মার্কিন ডলার পড়তে পারে। নিজের তৈরি এই প্রযুক্তি সম্পর্কে তিনি রয়টার্সকে বলেন, নিজের ঘরে থেকেও দুনিয়ার আরেক প্রান্তের খাবারের স্বাদ যাতে মানুষ নিতে পারে, সে লক্ষ্যেই এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন তিনি।
টিভি স্ক্রিনে স্বাদ ও গন্ধ স্প্রে করা ও তা থেকে স্বাদ গ্রহণের এই প্রযুক্তি নিয়ে অধ্যাপক মিয়াশিতা এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তিনি এমন এক দুনিয়ার স্বপ্ন দেখেন, যেখানে মানুষ চাইলে সিনেমার মতোই স্বাদ ও গন্ধ ডাউনলোড করা যাবে।
টিভিতে রসনা বিষয়ক অনুষ্ঠান হচ্ছে। দারুণ সব খাবারের ছবি ঘুরে বেড়াচ্ছে। এই দেখে যে কারও ইচ্ছে করতে পারে খাবারটি চেখে দেখার। কিন্তু হায় সে কেবলই টেলিভিশন। এই কপাল চাপড়ানোর দিন ফুরাল এবার। জাপানের এক প্রযুক্তিবিদ এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে যে কেউ চাইলে টিভি স্ক্রিনের মাধ্যমে অন্তত দশ ধরনের স্বাদ নিতে পারবেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের মেইজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোমেই মিয়াশিতা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন যাকে তিনি বলছেন—টেস্ট দ্য টিভি। অর্থাৎ, টেলিভিশন স্ক্রিনের স্বাদ গ্রহণের আহ্বান জানাচ্ছেন তিনি। এ প্রযুক্তির মাধ্যমে টিভির পর্দা লেহন করে দর্শকেরা দশ ধরনের স্বাদ গ্রহণ করতে পারবেন।
সংবাদমাধ্যমগুলো অবশ্য এই প্রযুক্তির একটি জুতসই নামও দিয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে একে ‘নেটলিকস’ বলে উল্লেখ করা হচ্ছে।
অধ্যাপক হোমেই মিয়াশিতা এই প্রযুক্তির মাধ্যমে রাধুনিদের প্রশিক্ষিত করা যাবে বলে আশা প্রকাশ করেছেন। কিন্তু কত খরচা পড়বে? মিয়াশিতা বলছেন, বাণিজ্যিকভাবে তৈরি করলে এর দাম ৮৭৫ মার্কিন ডলার পড়তে পারে। নিজের তৈরি এই প্রযুক্তি সম্পর্কে তিনি রয়টার্সকে বলেন, নিজের ঘরে থেকেও দুনিয়ার আরেক প্রান্তের খাবারের স্বাদ যাতে মানুষ নিতে পারে, সে লক্ষ্যেই এ প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন তিনি।
টিভি স্ক্রিনে স্বাদ ও গন্ধ স্প্রে করা ও তা থেকে স্বাদ গ্রহণের এই প্রযুক্তি নিয়ে অধ্যাপক মিয়াশিতা এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তিনি এমন এক দুনিয়ার স্বপ্ন দেখেন, যেখানে মানুষ চাইলে সিনেমার মতোই স্বাদ ও গন্ধ ডাউনলোড করা যাবে।
একসময় ছিল, যখন শুধু কাগজে লেখা প্রিন্ট করাই ছিল বিরাট ব্যাপার। এরপর প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারের মাধ্যমে ছোটখাটো মডেল, খেলনা, এমনকি যন্ত্রাংশ তৈরি করা শুরু হলো। তবে এখন সময় এসেছে ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাক
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি উপস্থাপক দিয়ে ছয় মাস ধরে অনুষ্ঠান চালিয়েছে অস্ট্রেলিয়ার এক রেডিও স্টেশন। তবে শ্রোতাদের মধ্যে কেউই বিষয়টি টের পায়নি। ‘ওয়ার্কডেজ উইথ থাই’ নামের অনুষ্ঠানটি সম্প্রচার হয় সিডনিভিত্তিক রেডিও স্টেশন সিএডিএ থেকে। এই অনুষ্ঠানটি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার...
১১ ঘণ্টা আগেনিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে।
১৩ ঘণ্টা আগেচীনের বাজারে এল বহুল প্রতীক্ষিত স্মার্টফোন রিয়েলমি জিটি৭। এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৩ এনএম প্রযুক্তি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস চিপসেট। সেই সঙ্গে ফোনটিতে ৭২০০ এমএইচ শক্তিশালি ব্যাটারি দেওয়া হয়েছে। তাই কোম্পানিটি দাবি করছে, ব্যাটারির চার্জ পুরোপুরি শেষ হয়ে গেলেও মাত্র ১ মিনিট চার্জ দিলেই...
১৪ ঘণ্টা আগে