কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নকশা করা একটি ওষুধের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে এ বছরের শেষ দিকে। ওষুধটি তৈরি করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ওষুধ নিয়ে কাজ করা কোম্পানি আইসোমরফিক ল্যাবস। এর প্রতিষ্ঠাতা স্যার ডেমিস হাসাবিস বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেমিস হাসাবিস ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ক্যানসার, হৃদ্রোগ, স্নায়বিক অবক্ষয় এবং অন্যান্য বড় রোগগুলোর দিকে নজর দিচ্ছি। আমি মনে করি, এই বছরের শেষের মধ্যে আমরা আমাদের প্রথম ওষুধ পাব।’
আইসোমরফিক ল্যাবের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘একটি ওষুধ আবিষ্কার করতে সাধারণত গড়ে পাঁচ থেকে দশ বছর সময় লাগে। কিন্তু হয়তো আমরা সেই সময়কে দশ গুণ দ্রুত করতে পারব (সময় কমিয়ে আনা সম্ভব হবে), যা মানব স্বাস্থ্যক্ষেত্রে এক বিস্ময়কর বিপ্লব হবে।’
হাসাবিস গত বছর তাঁর সহকর্মী জন জাম্পার এবং জীববিজ্ঞানী ডেভিড বেকারের সঙ্গে মিলে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পান। তিনি জানান, আইসোমরফিক ল্যাবস ২০২১ সালে গুগলের এআই গবেষণা শাখা ডিপমাইন্ড থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করলেও এটি এখনো অ্যালফাবেটের মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান।
ওষুধ তৈরিতে খরচ কমাতে এবং ব্যয়সাপেক্ষ ওষুধ উন্নয়ন প্রক্রিয়ার কার্যকারিতা বাড়াতে আগ্রহী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর নজর কেড়েছে এই স্টার্ট-আপ। এর আগে, হাসাবিস এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর গবেষক দল এলি লিলি এবং নোভার্টিসের সঙ্গে ছয়টি ওষুধ তৈরির প্রকল্পে কাজ করছে।
হাসাবিস আইসোমরফিক ল্যাবসের পাশাপাশি গুগল ডিপমাইন্ডের সিইও—এর দায়িত্ব পালন করছেন হাসাবিস। তিনি বলেন, গুগলের এআই সহায়ক প্রোটোটাইপ ‘প্রজেক্ট অ্যাস্ট্রা’ সম্ভবত এই বছরই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে। তিনি বলেন, তিনি এমন এক অদূর ভবিষ্যতের কল্পনা করেন যেখানে তিন বছরের মধ্যে কয়েক বিলিয়ন এআই এজেন্ট বিক্রেতা এবং গ্রাহকের পক্ষ থেকে একে অপরের সঙ্গে আলোচনা করবে।
তবে তিনি সতর্ক করে বলেছেন, এআই প্রযুক্তি বিকাশকারী প্রধান প্রতিষ্ঠানগুলোর আরও সতর্কতা এবং সমন্বয়ের প্রয়োজন। বিশেষ করে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নির্মাণের বিষয়ে। তিনি সতর্ক করে বলেন যে, প্রযুক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা ‘খারাপ মানুষের হাতে’ চলে গেলে তা তা মানব সভ্যতার জন্য বিপদ ডেকে আনতে পারে।
হাসাবিস জানান, গুগলের ডিপমাইন্ডের চূড়ান্ত লক্ষ্য হলো—কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা সৃষ্টি করা। এটি মানব মস্তিষ্কের সব ধরনের বৌদ্ধিক সক্ষমতা প্রদর্শনে সক্ষম হবে। তিনি জানান, যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আলোচনা হলেও সত্যিকারের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা তৈরি হতে পাঁচ থেকে দশ বছর সময় লাগবে।
হাসাবিস বলেন, ‘যে কাজ সম্ভব এবং মূল্যবান, মানুষ তা করবেই। আমরা এখন সেই পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে এআই প্রযুক্তি আর নিয়ন্ত্রণে রাখা যাবে না, তাই আমাদের চেষ্টা করতে হবে এটি পৃথিবীতে যতটা সম্ভব নিরাপদভাবে উপস্থাপন করার জন্য।’
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নকশা করা একটি ওষুধের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে এ বছরের শেষ দিকে। ওষুধটি তৈরি করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ওষুধ নিয়ে কাজ করা কোম্পানি আইসোমরফিক ল্যাবস। এর প্রতিষ্ঠাতা স্যার ডেমিস হাসাবিস বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেমিস হাসাবিস ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ক্যানসার, হৃদ্রোগ, স্নায়বিক অবক্ষয় এবং অন্যান্য বড় রোগগুলোর দিকে নজর দিচ্ছি। আমি মনে করি, এই বছরের শেষের মধ্যে আমরা আমাদের প্রথম ওষুধ পাব।’
আইসোমরফিক ল্যাবের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘একটি ওষুধ আবিষ্কার করতে সাধারণত গড়ে পাঁচ থেকে দশ বছর সময় লাগে। কিন্তু হয়তো আমরা সেই সময়কে দশ গুণ দ্রুত করতে পারব (সময় কমিয়ে আনা সম্ভব হবে), যা মানব স্বাস্থ্যক্ষেত্রে এক বিস্ময়কর বিপ্লব হবে।’
হাসাবিস গত বছর তাঁর সহকর্মী জন জাম্পার এবং জীববিজ্ঞানী ডেভিড বেকারের সঙ্গে মিলে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পান। তিনি জানান, আইসোমরফিক ল্যাবস ২০২১ সালে গুগলের এআই গবেষণা শাখা ডিপমাইন্ড থেকে আলাদা হয়ে যাত্রা শুরু করলেও এটি এখনো অ্যালফাবেটের মালিকানাধীন একটি সহযোগী প্রতিষ্ঠান।
ওষুধ তৈরিতে খরচ কমাতে এবং ব্যয়সাপেক্ষ ওষুধ উন্নয়ন প্রক্রিয়ার কার্যকারিতা বাড়াতে আগ্রহী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর নজর কেড়েছে এই স্টার্ট-আপ। এর আগে, হাসাবিস এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর গবেষক দল এলি লিলি এবং নোভার্টিসের সঙ্গে ছয়টি ওষুধ তৈরির প্রকল্পে কাজ করছে।
হাসাবিস আইসোমরফিক ল্যাবসের পাশাপাশি গুগল ডিপমাইন্ডের সিইও—এর দায়িত্ব পালন করছেন হাসাবিস। তিনি বলেন, গুগলের এআই সহায়ক প্রোটোটাইপ ‘প্রজেক্ট অ্যাস্ট্রা’ সম্ভবত এই বছরই সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে। তিনি বলেন, তিনি এমন এক অদূর ভবিষ্যতের কল্পনা করেন যেখানে তিন বছরের মধ্যে কয়েক বিলিয়ন এআই এজেন্ট বিক্রেতা এবং গ্রাহকের পক্ষ থেকে একে অপরের সঙ্গে আলোচনা করবে।
তবে তিনি সতর্ক করে বলেছেন, এআই প্রযুক্তি বিকাশকারী প্রধান প্রতিষ্ঠানগুলোর আরও সতর্কতা এবং সমন্বয়ের প্রয়োজন। বিশেষ করে কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নির্মাণের বিষয়ে। তিনি সতর্ক করে বলেন যে, প্রযুক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা ‘খারাপ মানুষের হাতে’ চলে গেলে তা তা মানব সভ্যতার জন্য বিপদ ডেকে আনতে পারে।
হাসাবিস জানান, গুগলের ডিপমাইন্ডের চূড়ান্ত লক্ষ্য হলো—কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা সৃষ্টি করা। এটি মানব মস্তিষ্কের সব ধরনের বৌদ্ধিক সক্ষমতা প্রদর্শনে সক্ষম হবে। তিনি জানান, যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আলোচনা হলেও সত্যিকারের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা তৈরি হতে পাঁচ থেকে দশ বছর সময় লাগবে।
হাসাবিস বলেন, ‘যে কাজ সম্ভব এবং মূল্যবান, মানুষ তা করবেই। আমরা এখন সেই পর্যায়ে পৌঁছে গেছি, যেখানে এআই প্রযুক্তি আর নিয়ন্ত্রণে রাখা যাবে না, তাই আমাদের চেষ্টা করতে হবে এটি পৃথিবীতে যতটা সম্ভব নিরাপদভাবে উপস্থাপন করার জন্য।’
অ্যাপলের আইফোন ১৭ মডেলের আত্মপ্রকাশের আর মাত্র দুই মাস বাকি। এর মধ্যেই নতুন আইফোন নিয়ে গুঞ্জন ও জল্পনা-কল্পনা তুঙ্গে উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ম্যাকরিউমরস আইফোন ১৭ সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলো এবং কিছু সম্ভাব্য নেতিবাচক পরিবর্তন তুলে ধরেছে।
১ দিন আগেঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
৩ দিন আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৩ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
৩ দিন আগে