Ajker Patrika

কানাডার সংবাদ প্রকাশকদের বছরে ৭ কোটি ৩৬ লাখ ডলার দেবে গুগল

কানাডার সংবাদ প্রকাশকদের বছরে ৭ কোটি ৩৬ লাখ ডলার দেবে গুগল

সার্চে কানাডার খবর দেখানোর বিনিময়ে দেশটির সংবাদপ্রকাশকদের বছরে ৭ কোটি ৩৬ লাখ ডলার দেবে টেক জায়ান্ট গুগল। এবিষয়ে দুপক্ষের মধ্যে চুক্তি হয়েছে বলে কানাডা সরকারের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে।

গতকাল বুধবার সরকারি ঘোষণায় বলা হয়, সার্চ রেজাল্টে কানাডার সংবাদ দেখানোর জন্য এই চুক্তি হয়েছে। কানাডার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনলাইনে প্রচার করে গুগল যে আয় করবে তার অংশ হিসেবে ১০ কোটি কানাডীয় ডলার বা ৭ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করতে হবে। 

গত জুনের শেষ দিকে কানাডায় অনলাইন নিউজ অ্যাক্ট পাস হয়েছে। নতুন আইন অনুযায়ী, অনলাইনে কোনো সংবাদ প্রকাশ করা হলে তার জন্য প্রকাশককে অর্থ দিতে হবে। তাই কানাডা সরকারের সঙ্গে এই চুক্তি করেছে গুগল। ১৯ ডিসেম্বরের মধ্যে এই আইনের অধীনে নীতিমালা চূড়ান্ত করবে সরকার। 

হেরিটেজ মিনিস্টার প্যাস্কেল সেন্ট-ওঞ্জ এক বিবৃতিতে বলেন, কয়েক সপ্তাহের ফলপ্রসূ আলোচনার পর অনলাইন নিউজ অ্যাক্ট বাস্তবায়নে গুগলের সঙ্গে চুক্তি সম্ভব হলো।

আইনটি পাসের সময় গুগল বলেছিল, ‘এটি তার প্ল্যাটফর্মে কানাডার খবরগুলি ব্লক করবে। ইউরোপ ও অস্ট্রেলিয়ার চেয়ে কানাডার আইন বেশি কঠোর।’

তবে এই চুক্তির ফলে কানাডার সংবাদমাধ্যমের খবর এখন গুগল সার্চে দেখা যাবে।  এই আইনের ফলে অন্যান্য প্রযুক্তি জায়ান্টগুলোর সঙ্গে মেটাকেও অর্থ প্রদান করতে হবে। আইন সম্পর্কে উদ্বেগের জন্য ইতিমধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামে কানাডার সংবাদ প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। 

সেন্ট-ওঞ্জ বলছে, আইনটি কীভাবে কাজ করে তা গুগলের সঙ্গে চুক্তির মাধ্যমেই বোঝা যায়। ফেসবুক ও ইনস্টাগ্রামে কানাডার সংবাদ প্রচার বন্ধ করার সিদ্ধান্ত ব্যাখ্যা করার জন্য মেটাকে আহ্বান জানানো হয়েছে। 

সংবাদ প্রকাশের জন্য জার্মান প্রকাশকদের একটি গ্রুপের সঙ্গে বছরে ৩২ লাখ ইউরোর চুক্তি করেছে গুগল। 

তবে ফেসবুক ও ইনস্টাগ্রামে সংবাদ প্রকাশ বন্ধ রাখার আগের অবস্থানেই রয়েছে মেটা। মেটার মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘কোম্পানির সিদ্ধান্ত এখনো পরিবর্তন হয়নি। সার্চ ইঞ্জিনগুলির মত আমরা ব্যবহারকারীদের ফিডে রাখার জন্য ইন্টারনেট থেকে সক্রিয়ভাবে সংবাদ নিয়ে আসি না। অনলাইন নিউজ অ্যাক্ট মেনে চলার একমাত্র উপায় হল কানাডার নাগরিকদের কাছে সংবাদ প্রচার করা বন্ধ করা।’

কানাডার সংবাদমাধ্যমগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনটি তৈরি হয়। অনলাইন বিজ্ঞাপনের বাজার থেকে সংবাদ ব্যবসাকে একঘরে করে ফেলার জন্য প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ চেয়েছে কানাডার সংবাদমাধ্যমগুলো। 

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অটোয়ায় সাংবাদিকদের বলেন, ‘এটি খুবই ভালো খবর। এই চুক্তি বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হবে।’ 

কানাডার নিউজ মিডিয়ায় প্রধান নির্বাহী কর্মকর্তা পল ডিগান এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং প্রকাশকদের নগদ ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। 

ডিগান আরও বলেন, ‘আমরা গুগলকে তাদের সৎ বিশ্বাস, সামাজিক দায়িত্বশীলতার জন্য প্রশংসা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত