ইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
লুনসন বলে, কোম্পানিটির তৈরি প্রযুক্তিটি একটি বিশেষ যন্ত্রাংশ বা ডিভাইসে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার নাম ‘স্টার আই’। এটি ১৫ নভেম্বর তিয়ানঝু-৮ কার্গো মিশনের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে।
স্টার আই পৃথিবীতে রেডিয়েশন বা তেজষ্ক্রিয়তার উৎস পর্যবেক্ষণ করে, রিমোট সেন্সিং মিশনের জন্য ছবি ধারণ করে। লুনসন একে (মেশিন অনুবাদ অনুযায়ী) স্টোরেজ, কম্পিউটিং, এবং ট্রান্সমিশন ফাংশন’ হিসেবে বর্ণনা করেছে। এতে ‘অরবিটাল ডেটা প্রসেসিং, স্টোরেজ, ফরওয়ার্ডিং, শক্তি রূপান্তর এবং নিয়ন্ত্রণ, কাজ পরিচালনা এবং তাপ ব্যবস্থাপনা ফিচার অন্তর্ভুক্ত রয়েছে।’
তবে কোন প্রসেসরটি মহাকাশে পাঠানো হয়েছে তা প্রকাশ করেনি লুনসন। কোম্পানিটি একটি মালিকানাধীন ইন্সট্রাকশন সেট আর্কিটেকচার ব্যবহার করে। এটি এমআইপিএস-এর সঙ্গে সংগতিপূর্ণ তবে এতে আরআইএসসি–ভি এর কিছু উপাদানও রয়েছে। কোম্পানিটি ডেস্কটপ, সার্ভার এবং শিল্প যন্ত্রপাতিতে ব্যবহারের জন্য পণ্য ডিজাইন করে।
চীনের এই চিপ প্রস্তুতকারকের পণ্যগুলো তুলনামূলকভাবে স্বল্প ক্ষমতাসম্পন্ন এবং এএমডি বা ইন্টেল-এর মতো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কয়েক বছর পিছিয়ে। লুনসনের চিপ মহাকাশভিত্তিক ক্লাউড প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত বলে কোম্পানিটি জানিয়েছে।
চীন তার নিজস্ব চিপ প্রযুক্তির মাধ্যমে বিদেশি চিপের ওপর নির্ভরতা কমাতে চায়। বিশেষ করে পশ্চিমা দেশগুলো থেকে। এটি চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি বড় সাফল্য। কারণ তারা নিজেই উন্নত প্রযুক্তি তৈরি করতে সক্ষম হচ্ছে, যা দীর্ঘ মেয়াদে তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লুনসন কোম্পানি তাদের মহাকাশে পাঠানো প্রযুক্তির বিষয়ে ঘোষণা দেওয়ার পরের দিন আরেক বিবৃতি দেয়। এই বিবৃতিতে কিছু গুজব বা ভুল তথ্য বাতিল করে তারা
লুনসন কোম্পানি নতুন কোনো প্রাইভেট বিনিয়োগ (নতুন আর্থিক সাহায্য বা তহবিল) খুঁজছে তা গুজবে বলা হয়। তবে কোম্পানি জানিয়েছে, এই গুজবটি সত্য নয়। তারা কোনো নতুন বিনিয়োগের জন্য চেষ্টা করছে না।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
ইন্টেল ও এএমডি এর মতো মহাকাশে চিপ পাঠিয়েছে চীনের চিপ প্রস্তুতকারক কোম্পানিটি লুনসন। এটি মহাকাশে পাঠানো ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মগুলোর জন্য কাজ করবে। গত শুক্রবার কোম্পানিটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
লুনসন বলে, কোম্পানিটির তৈরি প্রযুক্তিটি একটি বিশেষ যন্ত্রাংশ বা ডিভাইসে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার নাম ‘স্টার আই’। এটি ১৫ নভেম্বর তিয়ানঝু-৮ কার্গো মিশনের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছে।
স্টার আই পৃথিবীতে রেডিয়েশন বা তেজষ্ক্রিয়তার উৎস পর্যবেক্ষণ করে, রিমোট সেন্সিং মিশনের জন্য ছবি ধারণ করে। লুনসন একে (মেশিন অনুবাদ অনুযায়ী) স্টোরেজ, কম্পিউটিং, এবং ট্রান্সমিশন ফাংশন’ হিসেবে বর্ণনা করেছে। এতে ‘অরবিটাল ডেটা প্রসেসিং, স্টোরেজ, ফরওয়ার্ডিং, শক্তি রূপান্তর এবং নিয়ন্ত্রণ, কাজ পরিচালনা এবং তাপ ব্যবস্থাপনা ফিচার অন্তর্ভুক্ত রয়েছে।’
তবে কোন প্রসেসরটি মহাকাশে পাঠানো হয়েছে তা প্রকাশ করেনি লুনসন। কোম্পানিটি একটি মালিকানাধীন ইন্সট্রাকশন সেট আর্কিটেকচার ব্যবহার করে। এটি এমআইপিএস-এর সঙ্গে সংগতিপূর্ণ তবে এতে আরআইএসসি–ভি এর কিছু উপাদানও রয়েছে। কোম্পানিটি ডেস্কটপ, সার্ভার এবং শিল্প যন্ত্রপাতিতে ব্যবহারের জন্য পণ্য ডিজাইন করে।
চীনের এই চিপ প্রস্তুতকারকের পণ্যগুলো তুলনামূলকভাবে স্বল্প ক্ষমতাসম্পন্ন এবং এএমডি বা ইন্টেল-এর মতো প্রতিদ্বন্দ্বীদের চেয়ে কয়েক বছর পিছিয়ে। লুনসনের চিপ মহাকাশভিত্তিক ক্লাউড প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত বলে কোম্পানিটি জানিয়েছে।
চীন তার নিজস্ব চিপ প্রযুক্তির মাধ্যমে বিদেশি চিপের ওপর নির্ভরতা কমাতে চায়। বিশেষ করে পশ্চিমা দেশগুলো থেকে। এটি চীনের সেমিকন্ডাক্টর শিল্পের জন্য একটি বড় সাফল্য। কারণ তারা নিজেই উন্নত প্রযুক্তি তৈরি করতে সক্ষম হচ্ছে, যা দীর্ঘ মেয়াদে তাদের বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লুনসন কোম্পানি তাদের মহাকাশে পাঠানো প্রযুক্তির বিষয়ে ঘোষণা দেওয়ার পরের দিন আরেক বিবৃতি দেয়। এই বিবৃতিতে কিছু গুজব বা ভুল তথ্য বাতিল করে তারা
লুনসন কোম্পানি নতুন কোনো প্রাইভেট বিনিয়োগ (নতুন আর্থিক সাহায্য বা তহবিল) খুঁজছে তা গুজবে বলা হয়। তবে কোম্পানি জানিয়েছে, এই গুজবটি সত্য নয়। তারা কোনো নতুন বিনিয়োগের জন্য চেষ্টা করছে না।
তথ্যসূত্র: দ্য রেজিস্টার
চীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
৪৪ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো এর সর্বশেষ ডিউরেবল পাওয়ারহাউজ অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এই ডিভাইসটি সারাদেশে অপোর অনুমোদিত স্টোরগুলোয় পাওয়া যাচ্ছে। যারা একটি ডিভাইসের মধ্যে শক্তিমত্তা, সক্ষমতা ও অসাধারণ পারফরম্যান্স চান, তাদের জন্য এই ডিভাইসটি একদম যথা
৩ ঘণ্টা আগে