অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য থাকলে একের পর এক বার্তা আসতে থাকে। তাই গ্রুপ অ্যাডমিনের পক্ষে বার্তার প্রবাহ নিয়ন্ত্রণ করা একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। এ ছাড়া এত মেসেজের ভিড়ে গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে যেতে পারে। তবে হোয়াটসঅ্যাপে গ্রুপের অন্যান্য সদস্যের মেসেজ পাঠানোর সুযোগ বন্ধ করে দেওয়া যায়। এর মাধ্যমে শুধু অ্যাডমিনেরা গ্রুপে মেসেজ পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপের সেটিংস পরিবর্তন করার মাধ্যমে গ্রুপে শুধু অ্যাডমিনেরা বার্তা পাঠাতে পারেন। বিশেষ করে, গ্রুপটি গুরুত্বপূর্ণ ঘোষণা বা আপডেটের জন্য হলে এই সেটিংসের পরিবর্তনের মাধ্যমে গ্রুপের মূল লক্ষ্য পূরণ হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রুপ, পারিবারিক ইভেন্ট বা কমিউনিটি অ্যাক্টিভিটি গ্রুপে বার্তা পাঠানোর অনুমতি শুধু অ্যাডমিনদের দেওয়ার মাধ্যমে বিষয়গুলো আরও বেশি সুসংগঠিত হয়।
অ্যান্ড্রয়েড ডিভাইসে অন্যদের মেসেজ পাঠানোর সুবিধা বন্ধ করার প্রক্রিয়া তুলে ধরা হলো—
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে স্ক্রল করে ‘গ্রুপ পারমিশন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘সেন্ড মেসেজ’ বাটনের পাশে ট্যাপ করে ফিচারটি বন্ধ করে দিন। ফলে গ্রুপের অন্য সদস্যরা আর মেসেজ পাঠাতে পারবেন না।
তবে যদি আপনি একাই গ্রুপ অ্যাডমিন হিসেবে মেসেজ পাঠাতে চান, তাহলে অন্য কেউ অ্যাডমিন থাকলে প্রথমে তাঁদের অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দিতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
কাউকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটটি খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন যাকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন, তাঁর নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘ডিসমিস অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।
হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য থাকলে একের পর এক বার্তা আসতে থাকে। তাই গ্রুপ অ্যাডমিনের পক্ষে বার্তার প্রবাহ নিয়ন্ত্রণ করা একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। এ ছাড়া এত মেসেজের ভিড়ে গুরুত্বপূর্ণ মেসেজ হারিয়ে যেতে পারে। তবে হোয়াটসঅ্যাপে গ্রুপের অন্যান্য সদস্যের মেসেজ পাঠানোর সুযোগ বন্ধ করে দেওয়া যায়। এর মাধ্যমে শুধু অ্যাডমিনেরা গ্রুপে মেসেজ পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপের সেটিংস পরিবর্তন করার মাধ্যমে গ্রুপে শুধু অ্যাডমিনেরা বার্তা পাঠাতে পারেন। বিশেষ করে, গ্রুপটি গুরুত্বপূর্ণ ঘোষণা বা আপডেটের জন্য হলে এই সেটিংসের পরিবর্তনের মাধ্যমে গ্রুপের মূল লক্ষ্য পূরণ হবে। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রুপ, পারিবারিক ইভেন্ট বা কমিউনিটি অ্যাক্টিভিটি গ্রুপে বার্তা পাঠানোর অনুমতি শুধু অ্যাডমিনদের দেওয়ার মাধ্যমে বিষয়গুলো আরও বেশি সুসংগঠিত হয়।
অ্যান্ড্রয়েড ডিভাইসে অন্যদের মেসেজ পাঠানোর সুবিধা বন্ধ করার প্রক্রিয়া তুলে ধরা হলো—
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলুন।
২. এরপর গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৩. এবার নিচের দিকে স্ক্রল করে ‘গ্রুপ পারমিশন’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. এখন ‘সেন্ড মেসেজ’ বাটনের পাশে ট্যাপ করে ফিচারটি বন্ধ করে দিন। ফলে গ্রুপের অন্য সদস্যরা আর মেসেজ পাঠাতে পারবেন না।
তবে যদি আপনি একাই গ্রুপ অ্যাডমিন হিসেবে মেসেজ পাঠাতে চান, তাহলে অন্য কেউ অ্যাডমিন থাকলে প্রথমে তাঁদের অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দিতে হবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
কাউকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটটি খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন।
৩. এখন মেনু থেকে ‘গ্রুপ ইনফো’ অপশনে ট্যাপ করুন।
৪. পরের পেজে নিচের দিকে স্ক্রল করুন। ‘মেম্বারস’ সেকশনে নিচে গ্রুপের সব সদস্যকে দেখা যাবে।
৫. এখন যাকে অ্যাডমিনের দায়িত্ব থেকে বাদ দেবেন, তাঁর নামের ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘ডিসমিস অ্যাজ অ্যাডমিন’ অপশনে ট্যাপ করুন।
বর্তমান সেরা এআই প্রযুক্তি সাধারণত চ্যাট উইন্ডোর মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে গুগল ডিপমাইন্ড একটি নতুন যুগের সূচনা করেছে। নতুন দুটি এআই মডেল চালু করেছে গুগল, যা রোবটগুলোকে ‘বিশ্বস্তভাবে আরও বিস্তৃত বাস্তব কাজ’ সম্পাদন করতে সাহায্য করবে।
১৫ মিনিট আগেচিপ শিল্পের বর্ষীয়ান এবং কোম্পানির সাবেক বোর্ড সদস্য লিপ-বু ট্যানকে গত বুধবার নতুন সিইও হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টেল। এই নিয়োগ ১৮ মার্চ থেকে কার্যকর হবে। তবে ঐতিহ্যবাহী এই চিপ কোম্পানি ইঙ্গিত দিয়েছে যে, এটি তার চিপ ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং অপারেশনগুলো আলাদা করার পরিকল্পনা ত্যাগ করতে পারে।
৩ ঘণ্টা আগেঅ্যাপল তার আইফোন, আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেমগুলোর ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনার পরিকল্পনা করছে। আইওএস–১৯, আইপ্যাড–১৯ ও ম্যাকওএস–১৬-এর নতুন সংস্করণগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার জন্য একটি নতুন ইন্টারফেস আনবে।
২০ ঘণ্টা আগেবিশ্বের অধিকাংশ কিশোর–কিশোরীদের টিকটক অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে অ্যাপটি তরুণদের রাতের বেলা ‘ডুমস্ক্রোলিং’ (অর্থাৎ, অযথা স্ক্রল করা) থামানোর জন্য নতুন একটি ফিচার নিয়ে আসছে। এই ফিচারের মাধ্যমে রাতের বেলা কিশোর–কিশোরদের অ্যাকাউন্টে ভিডিও দেখানোর পরিবর্তে সম্পূর্ণে স্ক্রিনে একটি মেসেজ দেখাবে। এই মেসেজ
২১ ঘণ্টা আগে