Ajker Patrika

স্মার্ট কৃষিযন্ত্র

নওরোজ চৌধুরী
আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১১: ১৬
স্মার্ট কৃষিযন্ত্র

আমাদের কৃষিক্ষেত্রে শ্যালো মেশিন বা ট্রাক্টর বেশ পুরোনো যন্ত্র। এগুলোর বাইরেও বিভিন্ন ধরনের যন্ত্রের দেখা মিলছে ইদানীং। এ যন্ত্রগুলোর ব্যবহারে অর্থ, সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে একই সঙ্গে।

রাইস ট্রান্সপ্লান্টার: এটি মূলত বিভিন্ন দূরত্বে ও গভীরতায় চারা রোপণ করার যন্ত্র। এই যন্ত্রটি আসায় বীজতলা তৈরি করার জন্য আলাদা জমির প্রয়োজন হয় না। এর সাহায্য বাড়ির উঠানেই বীজতলা তৈরি করা সম্ভব। যন্ত্রটির নাম রাইস ট্রান্সপ্লান্টার। একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন কিনতে খরচ পড়বে ৪ লাখ টাকা।

ইনক্লাইন্ড প্লেট সিডার: এ যন্ত্রটি দিয়ে জমিতে লাইন দিয়ে বীজ বোনা ও সহজে আগাছা পরিষ্কার করা যায়। যন্ত্রটির বাজারমূল্য ৫০ হাজার টাকা। 

রিপার: ধান ও গম কাটার যন্ত্র রিপার। এই মেশিনের দাম সর্বোচ্চ ২ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা। 

বেড প্লান্টার: বেড নালা তৈরি করে চাষাবাদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে বেড প্লান্টার। এর দাম ৫০ হাজার টাকা। 

কম্বাইন্ড হার্ভেস্টার: বাংলাদেশের কৃষিতে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে যে যন্ত্রটি তার নাম কম্বাইন্ড হার্ভেস্টার। এই যন্ত্রের সাহায্যে উৎপাদনখরচ ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এটি মাল্টিফাংশনাল যন্ত্র। অর্থাৎ একই সঙ্গে অনেক কাজ করা যায় এটি দিয়ে। কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রটি দিয়ে ধান কাটা, মাড়াই ও বস্তায় ভরা যায় স্বয়ংক্রিয়ভাবে। এর দাম ৩২ থেকে ৩৫ লাখ টাকা। বাংলাদেশ কৃষি বিভাগ ভর্তুকিতে কম্বাইন্ড হার্ভেস্টারের মতো আধুনিক প্রযুক্তির মেশিন বরাদ্দ দিচ্ছে। এর মাধ্যমে নিজের জমির ধান কাটার পাশাপাশি অন্যের জমির ধান কেটে একটি বিকল্প আয়ের পথ খুলে ফেলা সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত