নওরোজ চৌধুরী
আমাদের কৃষিক্ষেত্রে শ্যালো মেশিন বা ট্রাক্টর বেশ পুরোনো যন্ত্র। এগুলোর বাইরেও বিভিন্ন ধরনের যন্ত্রের দেখা মিলছে ইদানীং। এ যন্ত্রগুলোর ব্যবহারে অর্থ, সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে একই সঙ্গে।
রাইস ট্রান্সপ্লান্টার: এটি মূলত বিভিন্ন দূরত্বে ও গভীরতায় চারা রোপণ করার যন্ত্র। এই যন্ত্রটি আসায় বীজতলা তৈরি করার জন্য আলাদা জমির প্রয়োজন হয় না। এর সাহায্য বাড়ির উঠানেই বীজতলা তৈরি করা সম্ভব। যন্ত্রটির নাম রাইস ট্রান্সপ্লান্টার। একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন কিনতে খরচ পড়বে ৪ লাখ টাকা।
ইনক্লাইন্ড প্লেট সিডার: এ যন্ত্রটি দিয়ে জমিতে লাইন দিয়ে বীজ বোনা ও সহজে আগাছা পরিষ্কার করা যায়। যন্ত্রটির বাজারমূল্য ৫০ হাজার টাকা।
রিপার: ধান ও গম কাটার যন্ত্র রিপার। এই মেশিনের দাম সর্বোচ্চ ২ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা।
বেড প্লান্টার: বেড নালা তৈরি করে চাষাবাদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে বেড প্লান্টার। এর দাম ৫০ হাজার টাকা।
কম্বাইন্ড হার্ভেস্টার: বাংলাদেশের কৃষিতে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে যে যন্ত্রটি তার নাম কম্বাইন্ড হার্ভেস্টার। এই যন্ত্রের সাহায্যে উৎপাদনখরচ ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এটি মাল্টিফাংশনাল যন্ত্র। অর্থাৎ একই সঙ্গে অনেক কাজ করা যায় এটি দিয়ে। কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রটি দিয়ে ধান কাটা, মাড়াই ও বস্তায় ভরা যায় স্বয়ংক্রিয়ভাবে। এর দাম ৩২ থেকে ৩৫ লাখ টাকা। বাংলাদেশ কৃষি বিভাগ ভর্তুকিতে কম্বাইন্ড হার্ভেস্টারের মতো আধুনিক প্রযুক্তির মেশিন বরাদ্দ দিচ্ছে। এর মাধ্যমে নিজের জমির ধান কাটার পাশাপাশি অন্যের জমির ধান কেটে একটি বিকল্প আয়ের পথ খুলে ফেলা সম্ভব।
আমাদের কৃষিক্ষেত্রে শ্যালো মেশিন বা ট্রাক্টর বেশ পুরোনো যন্ত্র। এগুলোর বাইরেও বিভিন্ন ধরনের যন্ত্রের দেখা মিলছে ইদানীং। এ যন্ত্রগুলোর ব্যবহারে অর্থ, সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে একই সঙ্গে।
রাইস ট্রান্সপ্লান্টার: এটি মূলত বিভিন্ন দূরত্বে ও গভীরতায় চারা রোপণ করার যন্ত্র। এই যন্ত্রটি আসায় বীজতলা তৈরি করার জন্য আলাদা জমির প্রয়োজন হয় না। এর সাহায্য বাড়ির উঠানেই বীজতলা তৈরি করা সম্ভব। যন্ত্রটির নাম রাইস ট্রান্সপ্লান্টার। একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন কিনতে খরচ পড়বে ৪ লাখ টাকা।
ইনক্লাইন্ড প্লেট সিডার: এ যন্ত্রটি দিয়ে জমিতে লাইন দিয়ে বীজ বোনা ও সহজে আগাছা পরিষ্কার করা যায়। যন্ত্রটির বাজারমূল্য ৫০ হাজার টাকা।
রিপার: ধান ও গম কাটার যন্ত্র রিপার। এই মেশিনের দাম সর্বোচ্চ ২ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার টাকা।
বেড প্লান্টার: বেড নালা তৈরি করে চাষাবাদের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে বেড প্লান্টার। এর দাম ৫০ হাজার টাকা।
কম্বাইন্ড হার্ভেস্টার: বাংলাদেশের কৃষিতে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে যে যন্ত্রটি তার নাম কম্বাইন্ড হার্ভেস্টার। এই যন্ত্রের সাহায্যে উৎপাদনখরচ ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এটি মাল্টিফাংশনাল যন্ত্র। অর্থাৎ একই সঙ্গে অনেক কাজ করা যায় এটি দিয়ে। কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রটি দিয়ে ধান কাটা, মাড়াই ও বস্তায় ভরা যায় স্বয়ংক্রিয়ভাবে। এর দাম ৩২ থেকে ৩৫ লাখ টাকা। বাংলাদেশ কৃষি বিভাগ ভর্তুকিতে কম্বাইন্ড হার্ভেস্টারের মতো আধুনিক প্রযুক্তির মেশিন বরাদ্দ দিচ্ছে। এর মাধ্যমে নিজের জমির ধান কাটার পাশাপাশি অন্যের জমির ধান কেটে একটি বিকল্প আয়ের পথ খুলে ফেলা সম্ভব।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে