Ajker Patrika

বৈদ্যুতিক গাড়ির বাজারে চীনা আধিপত্যের কারণ জানালেন উবারের সিইও

আজকের পত্রিকা ডেস্ক­
চীনা ইভি মডেলগুলোকে ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দেন উবারের সিইও। ছবি: এপি ফটো
চীনা ইভি মডেলগুলোকে ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দেন উবারের সিইও। ছবি: এপি ফটো

বিশ্বব্যাপী বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারে চীনের উত্থান দেখে মুগ্ধ উবারের সিইও দারা খোসরোশাহি। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, চীনা ইভি নির্মাতারা যে গতিতে উদ্ভাবন করছে, তা তিনি আগে কখনো দেখেননি। তিনি চীনা ইভি মডেলগুলোকে ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দেন।

খোসরোশাহি বলেন, ‘চীনের ইভি শিল্প ও ওইইএম (অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) খাত থেকে যে উদ্ভাবন আসছে, তা এক কথায় নজিরবিহীন।’

তিনি জানান, চীনের অটোমেকার বিওয়াইডির মতো প্রতিষ্ঠানগুলো বিশ্ব ইভি বাজারে আধিপত্য বিস্তার করেছে, যা টেসলা ও ফোর্ডের মতো মার্কিন কোম্পানিগুলোর ওপর চাপ সৃষ্টি করছে।

চলতি বছরের জুনে ফোর্ডের সিইও জিম ফারলি বলেন, চীনা ইভি মডেলগুলোর গাড়ির প্রযুক্তি, উৎপাদন খরচ ও মান—এই তিন দিক থেকেই পশ্চিমা বিশ্বের তুলনায় ‘অনেক উন্নত’।

উবার সিইও বলেন, এর মূল চালিকাশক্তি হলো স্থানীয় প্রতিযোগিতা। খোসরোশাহি বলেন, ‘চীনের প্রায় প্রতিটি শহর বা প্রদেশ চায় তাদের নিজস্ব ইভি কোম্পানি সফল হোক। দেশটিতে এখন ১০০টিরও বেশি ওইইএম রয়েছে। ফলে, একদিকে যেমন সরকারিভাবে নীতিনির্ধারণ হচ্ছে (টপ-ডাউন), অন্যদিকে তেমনি নিচু স্তর থেকেও (বটম-আপ) তীব্র প্রতিযোগিতা চলছে।’

এই সমন্বয়কেই তিনি বললেন, ‘সর্বোত্তম সমাধান।’

খোসরোশাহি আরও বলেন, চীনের যে প্রতিষ্ঠানগুলো বিশ্বে প্রতিযোগিতায় টিকে আছে, তারা রীতিমতো সংগ্রাম করে এই জায়গায় এসেছে। যেমন—গিলি (Geely), বিওয়াইডি (BYD), এটা একেবারে প্রকৃত অর্থেই ‘সারভাইভাল অব দ্য ফিটেস্ট’। সেখানে যে উদ্ভাবন হচ্ছে, উন্নয়নের যে গতি, তা অসাধারণ।

উবারের পরিবেশবান্ধব লক্ষ্য অর্জনের অংশ হিসেবে চালকদের ইভি ব্যবহারে উৎসাহিত করছেন খোসরোশাহি।

চলতি জুলাই মাসে উবার ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে লুসিড মোটরসে, যারা গ্র্যাভিটি ইভি তৈরি করে। এই মডেল ব্যবহার করেই উবারের রোবোট্যাক্সি চলবে।

২০২৩ সালে উবার গাড়ি নির্মাতা ওয়েমোর সঙ্গে অংশীদারত্ব করে। ওয়েমো হলো গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের চালকবিহীন ট্যাক্সি সার্ভিস। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরে প্রথমবারের মতো উবার অ্যাপে যুক্ত হয় ওয়েমো ড্রাইভার। চলতি বছর এটি সম্প্রসারিত হয়েছে অস্টিন ও আটলান্টাতেও।

গত সপ্তাহে নিউইয়র্ক শহরেও ওয়েমোর চালকবিহীন গাড়ি পরীক্ষার অনুমতি পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত