Ajker Patrika

এক দিনেই জাকারবার্গের প্রায় ৩ হাজার কোটি ডলার লোকসান

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৪০
এক দিনেই জাকারবার্গের প্রায় ৩ হাজার কোটি ডলার লোকসান

এক দিনেই মোট সম্পদের ২ হাজার ৯০০ কোটি ডলার হারিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গতকাল বৃহস্পতিবার মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডের শেয়ারবাজারে ধস নামায় এই লোকসানে পড়লেন জাকারবার্গ। তবে একই দিনে ব্লকবাস্টার ব্যবসার মাধ্যমে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ঝুলিতে যোগ হয়েছে আরও ২ হাজার কোটি ডলার।

মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, টেক জায়ান্ট মেটায় জাকারবার্গের শেয়ার আছে ২৬ শতাংশ। ফলে প্রতিষ্ঠানটির শেয়ার ২৬ শতাংশ কমে যাওয়ায় এই এক দিনেই ২ লাখ কোটি ডলার (২০০ বিলিয়ন) লোকসান করেছে মেটা। তাই জাকারবার্গের মোট সম্পদ ৮৫ হাজার কোটি ডলারে (৮৫ বিলিয়ন) নেমে এসেছে।

বাজার বিশ্লেষক সংস্থা রিফিনিটিভ তথ্য অনুসারে, ফোর্বস তালিকায় তৃতীয় ধনী ব্যক্তি জেফ বেজোসের ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনে শেয়ার আছে ৯ দশমিক ৯ শতাংশ।

মূলত বৈদ্যুতিক যানবাহন তৈরিকারক প্রতিষ্ঠান বিনিয়োগের কারণেই আমাজনের মুনাফার পরিমাণ বেড়েছে। তা ছাড়া করোনা মহামারিতে মানুষ অনলাইন কেনাকাটার ওপর নির্ভরশীল হওয়ায় আমাজন এক ব্লকবাস্টার প্রতিষ্ঠানে পরিণত হয়। ফোর্বসের মতে, ২০২১ সালে এর আগের বছরের তুলনায় জেফ বেজোস এর মোট সম্পদের পরিমাণ ৫৭ শতাংশ বেড়ে গিয়ে ১ লাখ ৭৭ হাজার (১৭৭ বিলিয়ন) ডলারে গিয়ে দাঁড়িয়েছে। 

এর আগে গত বছরের নভেম্বরে এক দিনেই ৩৫ হাজার কোটি ডলার লোকসানে পড়েন টেসলার মালিক ইলন মাস্ক। এবার বড় ধরনের লোকসানের মুখ দেখলেন জাকারবার্গ। 

এক দিনেই ২ হাজার ৯০০ কোটি ডলার হারানোয় ফোর্বসের বিলিয়নারির তালিকায় দ্বাদশ অবস্থানে নেমে এসেছেন জাকারবার্গ। এই তালিকায় তার ওপরে আছেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি ও গৌতম আদানি।

প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

এলাকার খবর
Loading...