প্রযুক্তি ডেস্ক
টাটা মোটরস ধীরে ধীরে পেট্রলচালিত ইঞ্জিন উৎপাদন থেকে দূরে সরে যাচ্ছে। এর উল্লেখযোগ্য ধাপ হলো, পেট্রল ইঞ্জিনকে বিদায় জানিয়ে ব্যাটারি ও ইলেকট্রিক মোটরচালিত পিকআপ ট্রাক বাজারে আনা। বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে এই ট্রাক বেশ জনপ্রিয় হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
টাটা মোটরসের আনা এই ব্যাটারিচালিত ইলেকট্রিক পিকআপের মডেল এসইভি ১০০০। এটি মূলত একটি মিনিট্রাক, যা ১ টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। একবার চার্জ দিলে ট্রাকটি ছুটতে পারবে ১৬১ কিলোমিটার পর্যন্ত। এতে রয়েছে ফার্স্ট চার্জিংয়ের সুবিধা। ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সময় লাগবে ১০৫ মিনিট। ট্রাকে যে ব্যাটারি রয়েছে, তার ওপর ৭ বছর ওয়ারেন্টি দিয়েছে নির্মাতাপ্রতিষ্ঠান টাটা মোটরস। সেই সঙ্গে আছে ৫ বছর কম্প্রিহেনসিভ মেইনটেন্যান্স প্যাকেজ। তারা দাবি করেছে, এতে মিলবে অ্যাডভান্স ব্যাটারি ম্যানেজমেন্ট ও উন্নত টেলিমেটিকস সিস্টেম। টাটা এসইভি ১০০০ ট্রাক সর্বোচ্চ ৭০০ কিলোওয়াট শক্তি এবং ১৩০ এনএম টর্ক তৈরি করতে পারে।
এই ট্রাক সম্পূর্ণ ভরা অবস্থায়ও বেস্ট ইন ক্লাস পারফরম্যান্স দিতে পারবে বলে দাবি করেছে টাটা মোটরস। ইভোজেন পাওয়ার ট্রেন রয়েছে এসব ট্রাকে। আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এমন উন্নত ব্যাটারি ব্যবহার করা হয়েছে ট্রাকটিতে। সঙ্গে আছে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। মালপত্র বহনের ক্ষেত্রে দক্ষতার সঙ্গে সার্ভিস দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে টাটার সব বাণিজ্যিক ডিলারশিপে পাওয়া যাবে এই মিনি ইভি ট্রাক। টাটা এসইভি ১০০০ মডেলের দাম প্রায় ১৫ লাখ টাকা।
সূত্র: টাটা, টাইমস অব ইন্ডিয়া
টাটা মোটরস ধীরে ধীরে পেট্রলচালিত ইঞ্জিন উৎপাদন থেকে দূরে সরে যাচ্ছে। এর উল্লেখযোগ্য ধাপ হলো, পেট্রল ইঞ্জিনকে বিদায় জানিয়ে ব্যাটারি ও ইলেকট্রিক মোটরচালিত পিকআপ ট্রাক বাজারে আনা। বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে এই ট্রাক বেশ জনপ্রিয় হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
টাটা মোটরসের আনা এই ব্যাটারিচালিত ইলেকট্রিক পিকআপের মডেল এসইভি ১০০০। এটি মূলত একটি মিনিট্রাক, যা ১ টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। একবার চার্জ দিলে ট্রাকটি ছুটতে পারবে ১৬১ কিলোমিটার পর্যন্ত। এতে রয়েছে ফার্স্ট চার্জিংয়ের সুবিধা। ১০ থেকে ৮০ শতাংশ চার্জ করতে সময় লাগবে ১০৫ মিনিট। ট্রাকে যে ব্যাটারি রয়েছে, তার ওপর ৭ বছর ওয়ারেন্টি দিয়েছে নির্মাতাপ্রতিষ্ঠান টাটা মোটরস। সেই সঙ্গে আছে ৫ বছর কম্প্রিহেনসিভ মেইনটেন্যান্স প্যাকেজ। তারা দাবি করেছে, এতে মিলবে অ্যাডভান্স ব্যাটারি ম্যানেজমেন্ট ও উন্নত টেলিমেটিকস সিস্টেম। টাটা এসইভি ১০০০ ট্রাক সর্বোচ্চ ৭০০ কিলোওয়াট শক্তি এবং ১৩০ এনএম টর্ক তৈরি করতে পারে।
এই ট্রাক সম্পূর্ণ ভরা অবস্থায়ও বেস্ট ইন ক্লাস পারফরম্যান্স দিতে পারবে বলে দাবি করেছে টাটা মোটরস। ইভোজেন পাওয়ার ট্রেন রয়েছে এসব ট্রাকে। আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে এমন উন্নত ব্যাটারি ব্যবহার করা হয়েছে ট্রাকটিতে। সঙ্গে আছে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম। মালপত্র বহনের ক্ষেত্রে দক্ষতার সঙ্গে সার্ভিস দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে টাটার সব বাণিজ্যিক ডিলারশিপে পাওয়া যাবে এই মিনি ইভি ট্রাক। টাটা এসইভি ১০০০ মডেলের দাম প্রায় ১৫ লাখ টাকা।
সূত্র: টাটা, টাইমস অব ইন্ডিয়া
মার্কিন বিচার বিভাগের একচেটিয়া আধিপত্য মামলায় আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ইচ্ছাকৃতভাবে পাবলিশার অ্যাড সার্ভার এবং অ্যাড এক্সচেঞ্জের বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে গত বৃহস্পতিবার রায় দিয়েছিলেন ভার্জিনিয়ার মার্কিন জেলা বিচারক লিওনি ব্রিনকেমা।
৮ মিনিট আগেবৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৮ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগে