ইউটিউবের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে স্পটিফাই। এবার মিউজিক ভিডিওর ফিচার যুক্ত করার ঘোষণা দিল গান শোনার জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।
তবে সব গ্রাহক আপাতত এই সুবিধা পাবেন না। বেটা সংস্করণে ১১টি দেশের প্রিমিয়াম সাবস্ক্রাইবার জন্য এ ফিচার আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এড শিরান, দোজা ক্যাট, স্পাইস আইস, আলুনা ও আসাকের মতো জনপ্রিয় শিল্পীদের মিউজিক ভিডিও এই প্ল্যাটফর্ম দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে স্পটিফাইয়ের গ্লোবাল হেড অব কনজ্যুমার এক্সপেরিয়েন্স স্টেন গার্মার্ক বলেন, স্পটিফাইয়ের সম্পূর্ণ মিউজিক ভিডিও ক্যাটালগে পরে ‘হাজার হাজার’ গান অন্তর্ভুক্ত করা হবে।
যেসব গান ভিডিও প্ল্যাটফর্মটিতে রয়েছে, সেসব প্লে করা গানের শিরোনামের ওপরে ‘সুইচ টু ভিডিও’ আইকন থাকবে। এই অপশনে ট্যাপ করলে গানটি ভিডিওসহ পুনরায় শুরু হবে। ফুল স্ক্রিন মোডে ভিডিও দেখার জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসটি রোটেট করতে পারবেন। আবার ‘সুইচ টু অডিও’ অপশনে ট্যাপ করলে আগের মতো শুধু অডিও শোনা যাবে।
স্পটিফাই সীমিত বাজারে এই ফিচার নিয়ে এসেছে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ব্রাজিল, কলাম্বিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও কেনিয়ায় ফিচারটি পাওয়া যায়।
গার্মার্ক বলেন, বাজারের আকার ও স্থানীয় কনটেন্ট সহজলভ্যতার মতো বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই ফিচার নিয়ে আসা হবে।
আইওএস ও অ্যান্ড্রয়েডের পাশাপাশি ডেস্কটপ ও টিভিতেও মিউজিক ভিডিও ফিচারটিব্যবহার করা যাবে। তবে ভিডিও দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে।
ভিডিও পডকাস্ট বা শিল্পীদের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ‘ক্লিপ’ নামের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে স্পটিফাই আগেও বিভিন্ন ধরনের ভিডিও সমর্থন করেছে। তবে নতুন মিউজিক ভিডিও ফিচারটি মাধ্যমে স্পটিফাই শিল্পীদের শ্রোতাদের প্ল্যাটফর্মটি ব্যবহারে আরও আকৃষ্ট করবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ইউটিউবের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে স্পটিফাই। এবার মিউজিক ভিডিওর ফিচার যুক্ত করার ঘোষণা দিল গান শোনার জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।
তবে সব গ্রাহক আপাতত এই সুবিধা পাবেন না। বেটা সংস্করণে ১১টি দেশের প্রিমিয়াম সাবস্ক্রাইবার জন্য এ ফিচার আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এড শিরান, দোজা ক্যাট, স্পাইস আইস, আলুনা ও আসাকের মতো জনপ্রিয় শিল্পীদের মিউজিক ভিডিও এই প্ল্যাটফর্ম দেখা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে স্পটিফাইয়ের গ্লোবাল হেড অব কনজ্যুমার এক্সপেরিয়েন্স স্টেন গার্মার্ক বলেন, স্পটিফাইয়ের সম্পূর্ণ মিউজিক ভিডিও ক্যাটালগে পরে ‘হাজার হাজার’ গান অন্তর্ভুক্ত করা হবে।
যেসব গান ভিডিও প্ল্যাটফর্মটিতে রয়েছে, সেসব প্লে করা গানের শিরোনামের ওপরে ‘সুইচ টু ভিডিও’ আইকন থাকবে। এই অপশনে ট্যাপ করলে গানটি ভিডিওসহ পুনরায় শুরু হবে। ফুল স্ক্রিন মোডে ভিডিও দেখার জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইসটি রোটেট করতে পারবেন। আবার ‘সুইচ টু অডিও’ অপশনে ট্যাপ করলে আগের মতো শুধু অডিও শোনা যাবে।
স্পটিফাই সীমিত বাজারে এই ফিচার নিয়ে এসেছে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইডেন, ব্রাজিল, কলাম্বিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও কেনিয়ায় ফিচারটি পাওয়া যায়।
গার্মার্ক বলেন, বাজারের আকার ও স্থানীয় কনটেন্ট সহজলভ্যতার মতো বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে এই ফিচার নিয়ে আসা হবে।
আইওএস ও অ্যান্ড্রয়েডের পাশাপাশি ডেস্কটপ ও টিভিতেও মিউজিক ভিডিও ফিচারটিব্যবহার করা যাবে। তবে ভিডিও দেখার জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে।
ভিডিও পডকাস্ট বা শিল্পীদের ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য ‘ক্লিপ’ নামের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে স্পটিফাই আগেও বিভিন্ন ধরনের ভিডিও সমর্থন করেছে। তবে নতুন মিউজিক ভিডিও ফিচারটি মাধ্যমে স্পটিফাই শিল্পীদের শ্রোতাদের প্ল্যাটফর্মটি ব্যবহারে আরও আকৃষ্ট করবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
দৃষ্টিপ্রতিবন্ধী ও স্বল্পদৃষ্টিসম্পন্ন ব্যক্তিদের জন্য নিরাপদে চলাফেরার পথ সহজ করতে এক নতুন ধরনের পরিধানযোগ্য ডিভাইস তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ডিভাইসটি ব্যবহারকারীদের চারপাশের প্রতিবন্ধকতা শনাক্ত করে এবং চলার জন্য নিরাপদ পথের নির্দেশনা দেয়।
২ ঘণ্টা আগেসরকার ইতিমধ্যে সাবমেরিন কেবল ব্যান্ডউইথের মূল্য ১০ শতাংশ কমিয়ে এনেছে। ফাইবারের জটিলতা নিরসন করা হয়েছে। এর মধ্যে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।
৩ ঘণ্টা আগেতথ্য চুরির জন্য প্রতিনিয়ত নতুন কৌশল বের করছে সাইবার অপরাধীরা। ইন্টারনেট ব্যবহারকারীরা যখন ফিশিং লিংক, ভুয়া ওয়েবসাইট, প্রতারণামূলক ইমেইল ও ছদ্মবেশী স্ক্যামের ব্যাপারে সচেতন হচ্ছে, তখন হ্যাকাররা তাদের পদ্ধতিতে নতুনত্ব আনছে। সাম্প্রতিক সময়ে হ্যাকাররা যেসব কৌশল ব্যবহার করছে, তার একটি হলো—ইউএসবি ফ্ল্যাশ
৪ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসা-বাণিজ্য বা ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের জন্য ফেসবুক পেজ একটি অপরিহার্য মাধ্যম। তবে ফেসবুক পেজ খুললেই শুধু হবে না, দর্শকদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার জন্য সেটিকে আরও কার্যকরভাবে গুছিয়ে তুলতে হবে। আর ঠিক এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ‘অ্যাকশন বাটন’।
৭ ঘণ্টা আগে