Ajker Patrika

হোয়াটসঅ্যাপ চ্যাট লিংকড ডিভাইস থেকেও লক করা যাবে

হোয়াটসঅ্যাপ চ্যাট লিংকড ডিভাইস থেকেও লক করা যাবে

ব্যবহারকারীর চ্যাটের গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে রয়েছে ‘চ্যাট লক’ ফিচার। অনেক আগেই ফিচার চালু হলেও এটি শুধু প্রধান ডিভাইসে ব্যবহার করা যেত। তবে এখন লিংক করা ডিভাইসেও চ্যাট লক করার সুযোগ দেবে মেটা।

ফিচারটি বর্তমানে পরীক্ষা নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ও শুধু কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য প্রকাশ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো ফিচারটি সম্পর্ক সর্বপ্রথম তথ্য প্রকাশ করে। ফিচারটি অ্যান্ড্রয়েডের ২.২৪. ১১.৯ সংস্করণে দেখা গিয়েছে।

চ্যাট লক ফিচারটির মাধ্যমে কিছু চ্যাট লুকিয়ে রাখা যায়। চ্যাট ট্যাবে নিচের দিকে টেনে ধরে একটি পিন বা পাসওয়ার্ড দিয়ে চ্যাটগুলো লুকিয়ে রাখা যাবে। চ্যাটলককে এখনো ফিঙ্গারপ্রিন্ট ও ফেসআইডিও ব্যবহার করা যায়। প্রাথমিক ডিভাইসে কোনো চ্যাট লক করা হলে তা লিংক করা ডিভাইসেও লক হয়ে যাবে। তবে এখন পর্যন্ত ফিচারটি লিংক করা স্মার্টফোনেই ব্যবহার করা যাবে। ওয়েব সংস্করণে এই ফিচার দেখা যায়নি।

আবার আইওএসের ব্যবহারকারীদের ক্যামেরার জুম নিয়ন্ত্রণের জন্য নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। এটি আইওএসের বেটা ২৪.০. ৯.১০. ৭৫ সংস্করণে চালু রয়েছে। এ জন্য হোয়াটসঅ্যাপের ক্যামেরায় নতুন একটি বাটন যুক্ত করা হয়েছে। ফলে ভিডিও ধারণের সময় বিনা বাধায় ক্যামেরার লেন্স জুম করা যাবে।

এ ছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ কপি করে অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ারের সুবিধাও দিচ্ছে মেটা।

হোয়াটসঅ্যাপের ‘কমিউনিটি’ ট্যাবের জন্য বেশ কয়েকটি ফিচার উন্মোচন করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিভিন্ন কমিউনিটিতে ইভেন্ট তৈরি করা যাবে ও কমিউনিটি সদস্যদের আমন্ত্রণ করা যাবে। এ ছাড়া অ্যাডমিনের নির্দিষ্ট পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবে কমিউনিটির সদস্যরা। আবার ফোন নম্বরের সঙ্গে নোট যুক্ত করার ফিচার হোয়াটসঅ্যাপের ২.২৪. ৯.২৭ এর বেটা সংস্করণে দেখতে পাওয়া গেছে।

তথ্যসূত্র: স্যাম মোবাইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত