ব্যবহারকারীর চ্যাটের গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে রয়েছে ‘চ্যাট লক’ ফিচার। অনেক আগেই ফিচার চালু হলেও এটি শুধু প্রধান ডিভাইসে ব্যবহার করা যেত। তবে এখন লিংক করা ডিভাইসেও চ্যাট লক করার সুযোগ দেবে মেটা।
ফিচারটি বর্তমানে পরীক্ষা নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ও শুধু কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য প্রকাশ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো ফিচারটি সম্পর্ক সর্বপ্রথম তথ্য প্রকাশ করে। ফিচারটি অ্যান্ড্রয়েডের ২.২৪. ১১.৯ সংস্করণে দেখা গিয়েছে।
চ্যাট লক ফিচারটির মাধ্যমে কিছু চ্যাট লুকিয়ে রাখা যায়। চ্যাট ট্যাবে নিচের দিকে টেনে ধরে একটি পিন বা পাসওয়ার্ড দিয়ে চ্যাটগুলো লুকিয়ে রাখা যাবে। চ্যাটলককে এখনো ফিঙ্গারপ্রিন্ট ও ফেসআইডিও ব্যবহার করা যায়। প্রাথমিক ডিভাইসে কোনো চ্যাট লক করা হলে তা লিংক করা ডিভাইসেও লক হয়ে যাবে। তবে এখন পর্যন্ত ফিচারটি লিংক করা স্মার্টফোনেই ব্যবহার করা যাবে। ওয়েব সংস্করণে এই ফিচার দেখা যায়নি।
আবার আইওএসের ব্যবহারকারীদের ক্যামেরার জুম নিয়ন্ত্রণের জন্য নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। এটি আইওএসের বেটা ২৪.০. ৯.১০. ৭৫ সংস্করণে চালু রয়েছে। এ জন্য হোয়াটসঅ্যাপের ক্যামেরায় নতুন একটি বাটন যুক্ত করা হয়েছে। ফলে ভিডিও ধারণের সময় বিনা বাধায় ক্যামেরার লেন্স জুম করা যাবে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ কপি করে অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ারের সুবিধাও দিচ্ছে মেটা।
হোয়াটসঅ্যাপের ‘কমিউনিটি’ ট্যাবের জন্য বেশ কয়েকটি ফিচার উন্মোচন করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিভিন্ন কমিউনিটিতে ইভেন্ট তৈরি করা যাবে ও কমিউনিটি সদস্যদের আমন্ত্রণ করা যাবে। এ ছাড়া অ্যাডমিনের নির্দিষ্ট পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবে কমিউনিটির সদস্যরা। আবার ফোন নম্বরের সঙ্গে নোট যুক্ত করার ফিচার হোয়াটসঅ্যাপের ২.২৪. ৯.২৭ এর বেটা সংস্করণে দেখতে পাওয়া গেছে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
ব্যবহারকারীর চ্যাটের গোপনীয়তা রক্ষায় হোয়াটসঅ্যাপে রয়েছে ‘চ্যাট লক’ ফিচার। অনেক আগেই ফিচার চালু হলেও এটি শুধু প্রধান ডিভাইসে ব্যবহার করা যেত। তবে এখন লিংক করা ডিভাইসেও চ্যাট লক করার সুযোগ দেবে মেটা।
ফিচারটি বর্তমানে পরীক্ষা নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ও শুধু কিছু নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য প্রকাশ করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো ফিচারটি সম্পর্ক সর্বপ্রথম তথ্য প্রকাশ করে। ফিচারটি অ্যান্ড্রয়েডের ২.২৪. ১১.৯ সংস্করণে দেখা গিয়েছে।
চ্যাট লক ফিচারটির মাধ্যমে কিছু চ্যাট লুকিয়ে রাখা যায়। চ্যাট ট্যাবে নিচের দিকে টেনে ধরে একটি পিন বা পাসওয়ার্ড দিয়ে চ্যাটগুলো লুকিয়ে রাখা যাবে। চ্যাটলককে এখনো ফিঙ্গারপ্রিন্ট ও ফেসআইডিও ব্যবহার করা যায়। প্রাথমিক ডিভাইসে কোনো চ্যাট লক করা হলে তা লিংক করা ডিভাইসেও লক হয়ে যাবে। তবে এখন পর্যন্ত ফিচারটি লিংক করা স্মার্টফোনেই ব্যবহার করা যাবে। ওয়েব সংস্করণে এই ফিচার দেখা যায়নি।
আবার আইওএসের ব্যবহারকারীদের ক্যামেরার জুম নিয়ন্ত্রণের জন্য নতুন ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে হোয়াটসঅ্যাপ। এটি আইওএসের বেটা ২৪.০. ৯.১০. ৭৫ সংস্করণে চালু রয়েছে। এ জন্য হোয়াটসঅ্যাপের ক্যামেরায় নতুন একটি বাটন যুক্ত করা হয়েছে। ফলে ভিডিও ধারণের সময় বিনা বাধায় ক্যামেরার লেন্স জুম করা যাবে।
এ ছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ কপি করে অন্যান্য প্ল্যাটফর্মে শেয়ারের সুবিধাও দিচ্ছে মেটা।
হোয়াটসঅ্যাপের ‘কমিউনিটি’ ট্যাবের জন্য বেশ কয়েকটি ফিচার উন্মোচন করেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের বিভিন্ন কমিউনিটিতে ইভেন্ট তৈরি করা যাবে ও কমিউনিটি সদস্যদের আমন্ত্রণ করা যাবে। এ ছাড়া অ্যাডমিনের নির্দিষ্ট পোস্টে প্রতিক্রিয়া জানাতে পারবে কমিউনিটির সদস্যরা। আবার ফোন নম্বরের সঙ্গে নোট যুক্ত করার ফিচার হোয়াটসঅ্যাপের ২.২৪. ৯.২৭ এর বেটা সংস্করণে দেখতে পাওয়া গেছে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১৩ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১৪ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
২ দিন আগে