Ajker Patrika

ইউটিউবে আসছে নতুন মিনি প্লেয়ার 

ইউটিউবে আসছে নতুন মিনি প্লেয়ার 

ভিডিও দেখার অভিজ্ঞতাকে আর্কষণীয় করে তুলতে প্রতিনিয়ত বিভিন্ন ফিচার যুক্ত করে ইউটিউব। এবার অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপের জন্য নতুন একটি মিনি প্লেয়ার যুক্ত করবে প্ল্যাটফর্মটি। এটি অ্যাপের মধ্যে পিকচার–ইন–পিকচার মোড (পিআইপি) হিসেবে কাজ করে। অর্থ্যাৎ স্ক্রিনের যে কোনো জায়গায় রাখা যাবে ভিডিও প্লেয়ারটিকে। আর প্লেয়ারটির ব্যকগ্রাউন্ডে ইউটিউবের বাকি তথ্যগুলো দেখা যাবে।

বর্তমানে ইউটিউবের মিনি প্লেয়ারটি স্ক্রিনের একদম নিচের দিকে থাকে। এটি ২০১৮ সালে ইউটিউবে যুক্ত করা হয়। ইউটিউব অন্য কোনো ভিডিও সার্চ করার সময় এই প্লেয়ারের মাধ্যমে ভিডিওটি ছোট আকারে স্ক্রিনের নিচের দিকে দেখা যায়। সেই সঙ্গে ভিডিও সংশ্লিষ্ট চ্যানেলের নাম ও ভিডিও পজ এবং প্লে বাটন দেখা যায়। তবে মিনি প্লেয়ারটি আপডেট করা হলে এতে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে।

তবে নতুন মিনি প্লেয়ারটি পিক–ইন–পিকচার উইন্ডোর মতো থাকবে। ফলে ইউটিউব ব্রাউজ করার পাশাপাশি একটি মিনি উইন্ডোতে ভিডিও দেখা যাবে।

মিনি প্লেয়ারটি একটি আয়তাকার উইন্ডোর মতো। এর সঙ্গে প্লে, পজ, ১০ সেকেন্ড স্কিপ বাটন থাকবে। ফোন বা অ্যাপের থিম অনুযায়ী প্লেয়ারটির ব্যাকগ্রাউন্ড ডার্ক বা লাইট মোডে থাকবে।

ব্যবহারকারীরা চাইলে মিনি প্লেয়ারকে বড় করতে পারবে ও পুরো স্ক্রিনজুড়ে ভিডিও দেখতে পারবেন। এছাড়া মিনি প্লেয়ারের ওপর চাপ দিয়ে ধরে টেনে স্ক্রিনের যে কোনো জায়গায় রাখা যাবে। আর প্লেয়ারটির ডান পাশে থাকা কোনায় থাকা ‘x’ বাটনে ট্যাপ করে প্লেয়াটি বন্ধ করা যাবে।

বর্তমানে নতুন মিনি প্লেয়ারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফিচারটি বিনামূল্যে নাকি সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে হবে তা এখনো স্পষ্ট নয়।

ইউটিউব অ্যাপ থেকে বের হয়েও প্ল্যাটফর্মটি ভিডিও দেখা যায়। এটি ইউটিউবের আরেকটি পিকচার–ইন পিকচার মোড ফিচার। তবে এই ফিচার ব্যবহারের জন্য ইউটিউবের সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হয়।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত