অনলাইন ডেস্ক
আর্থিক লোকসানের মুখে রয়েছে বিশ্বের অন্যতম চিপ নির্মাতা ইন্টেল। অপরদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক চিপ তৈরি করে অ্যাপলকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় নাম লিখিয়েছে এনভিডিয়া। তবে ১৯ বছর আগেই এনভিডিয়াকে কিনে নেওয়ার সুযোগ হাতছাড়া করেছে ইন্টেল। সেসময় মাত্র ২০ মিলিয়ন ডলার বা ২ হাজার কোটি ডলার খরচেই যে কোম্পানি অধিগ্রহণ করতে পারত ইন্টেল তার বাজারমূল্য এখন ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি।
২০০৫ সালে এক বোর্ড মিটিংয়ে এনভিডিয়াকে কিনে নেওয়ার সুযোগ হাতছাড়া করে ইন্টেল। তৎকালীন এনভিডিয়ার সিইও পল ওটেলিনি ইন্টেলের বোর্ড অব ডিরেক্টরদের কাছে অধিগ্রহণের প্রস্তাবটি উপস্থাপন করেন। গ্রাফিকস চিপ ডিজাইনগুলো ডেটা সেন্টারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ইন্টেলের কিছু নির্বাহী মনে করেন। তবে ইন্টেলের অধিগ্রহণকৃত কোম্পানিগুলোকে একত্রিত করার দুর্বল ইতিহাস এবং নজিরবিহীন দামের কথা উল্লেখ করে বোর্ডটি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
বর্তমানে ইন্টেলের বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলারেরও কম। আর এনভিডিয়ার বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যে কোম্পানি এক সময় সিলিকন ভ্যালির চিপ শিল্পে প্রাধান্য বজায় রেখেছিল সেটি এখন এআই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
এনভিডিয়া অধিগ্রহণ প্রত্যাখ্যান করার পর বর্তমান সিইও প্যাট্রিক গেলসিঙ্গারের নেতৃত্বে ‘লারাবি’ নামক একটি অভ্যন্তরীণ প্রকল্পে হাত দেয় ইন্টেল। ইন্টেলের পিসি-স্টাইলের ডিজাইন ব্যবহার করে চার বছর ধরে হাইব্রিড গ্রাফিকস চিপ তৈরি করার চেষ্টা করে কোম্পানিটি। এ জন্য ইন্টেলের কয়েক শ মিলিয়ন ডলার খরচ হয়। ২০০৯ সালে খারাপ পারফরম্যান্সের জন্য এই প্রকল্প বাতিল হয়।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে গেলসিঙ্গার বলেন, ‘এই প্রকল্পের ওপর আমার বিশ্বাস ছিল। এতে বিশ্বাস করতাম। যদি ইন্টেল এই প্রকল্প চালিয়ে যেত, তবে আজকের বিশ্ব অনেক ভিন্ন হতো।’
পরবর্তীতে এআই চিপ বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিভিন্ন ভাবে চেষ্টা করে ইন্টেল। এ জন্য ২০১৬ সালে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারে নার্ভানা সিস্টেমস এবং ২০১৯ সালে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারে হাবানা ল্যাবস অধিগ্রহণ করে। তবে এসব বিনিয়োগ ইন্টেলকে এআই চিপ বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়।
ইন্টেলের সর্বশেষ এআই চিপ ‘গাউডি ৩’ এনভিডিয়ার চিপের সাশ্রয়ী বিকল্প হিসেবে বাজারজাত করা হয়েছে। তবে গেলসিঙ্গার স্বীকার করেন যে, ইন্টেল এখনই এনভিডিয়ার উচ্চমানের চিপের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না।
এককালে অবিশ্বাস্য বলে মনে হলেও ইন্টেলকেই অন্য কোম্পানি কিনে নেওয়ার সুযোগ তৈরি পারে বলে মনে করেছে বিভিন্ন বিনিয়োগকারী ও প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, ডলার, ইন্টেল, এনভিডিয়া, লোকসান
আর্থিক লোকসানের মুখে রয়েছে বিশ্বের অন্যতম চিপ নির্মাতা ইন্টেল। অপরদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক চিপ তৈরি করে অ্যাপলকে হটিয়ে বিশ্বের সবচেয়ে দামি কোম্পানির তালিকায় নাম লিখিয়েছে এনভিডিয়া। তবে ১৯ বছর আগেই এনভিডিয়াকে কিনে নেওয়ার সুযোগ হাতছাড়া করেছে ইন্টেল। সেসময় মাত্র ২০ মিলিয়ন ডলার বা ২ হাজার কোটি ডলার খরচেই যে কোম্পানি অধিগ্রহণ করতে পারত ইন্টেল তার বাজারমূল্য এখন ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি।
২০০৫ সালে এক বোর্ড মিটিংয়ে এনভিডিয়াকে কিনে নেওয়ার সুযোগ হাতছাড়া করে ইন্টেল। তৎকালীন এনভিডিয়ার সিইও পল ওটেলিনি ইন্টেলের বোর্ড অব ডিরেক্টরদের কাছে অধিগ্রহণের প্রস্তাবটি উপস্থাপন করেন। গ্রাফিকস চিপ ডিজাইনগুলো ডেটা সেন্টারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ইন্টেলের কিছু নির্বাহী মনে করেন। তবে ইন্টেলের অধিগ্রহণকৃত কোম্পানিগুলোকে একত্রিত করার দুর্বল ইতিহাস এবং নজিরবিহীন দামের কথা উল্লেখ করে বোর্ডটি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
বর্তমানে ইন্টেলের বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলারেরও কম। আর এনভিডিয়ার বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলার।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যে কোম্পানি এক সময় সিলিকন ভ্যালির চিপ শিল্পে প্রাধান্য বজায় রেখেছিল সেটি এখন এআই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।
এনভিডিয়া অধিগ্রহণ প্রত্যাখ্যান করার পর বর্তমান সিইও প্যাট্রিক গেলসিঙ্গারের নেতৃত্বে ‘লারাবি’ নামক একটি অভ্যন্তরীণ প্রকল্পে হাত দেয় ইন্টেল। ইন্টেলের পিসি-স্টাইলের ডিজাইন ব্যবহার করে চার বছর ধরে হাইব্রিড গ্রাফিকস চিপ তৈরি করার চেষ্টা করে কোম্পানিটি। এ জন্য ইন্টেলের কয়েক শ মিলিয়ন ডলার খরচ হয়। ২০০৯ সালে খারাপ পারফরম্যান্সের জন্য এই প্রকল্প বাতিল হয়।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে গেলসিঙ্গার বলেন, ‘এই প্রকল্পের ওপর আমার বিশ্বাস ছিল। এতে বিশ্বাস করতাম। যদি ইন্টেল এই প্রকল্প চালিয়ে যেত, তবে আজকের বিশ্ব অনেক ভিন্ন হতো।’
পরবর্তীতে এআই চিপ বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিভিন্ন ভাবে চেষ্টা করে ইন্টেল। এ জন্য ২০১৬ সালে ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ডলারে নার্ভানা সিস্টেমস এবং ২০১৯ সালে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলারে হাবানা ল্যাবস অধিগ্রহণ করে। তবে এসব বিনিয়োগ ইন্টেলকে এআই চিপ বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হয়।
ইন্টেলের সর্বশেষ এআই চিপ ‘গাউডি ৩’ এনভিডিয়ার চিপের সাশ্রয়ী বিকল্প হিসেবে বাজারজাত করা হয়েছে। তবে গেলসিঙ্গার স্বীকার করেন যে, ইন্টেল এখনই এনভিডিয়ার উচ্চমানের চিপের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না।
এককালে অবিশ্বাস্য বলে মনে হলেও ইন্টেলকেই অন্য কোম্পানি কিনে নেওয়ার সুযোগ তৈরি পারে বলে মনে করেছে বিভিন্ন বিনিয়োগকারী ও প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, ডলার, ইন্টেল, এনভিডিয়া, লোকসান
ইন্টারনেটে ব্রাউজিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় ব্রাউজার হলো গুগল ক্রোম। তাই সাইবার অপরাধীদের কাছে হ্যাকিংয়ের একটি প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটি। ব্রাউজারটির বিভিন্ন দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীর ডেটা ‘হাইজ্যাক’ করার চেষ্টা করে হ্যাকাররা। সম্প্রতি এমন একটি সাইবার হামলা ক্রোমে ঘটতে দেখা যাচ্ছে। এর ফ
৭ ঘণ্টা আগেমার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেটার বিভিন্ন নীতিতে পরিবর্তন নিয়ে এসেছেন সিইও মার্ক জাকারবার্গ। তবে সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে কোম্পানিটির কর্মীদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বিশেষ করে মেটার ফ্যাক্ট চেকিং ফিচার ও ডাইভারসিটি প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তের জন্য। অবশেষে, গত বৃহস্পতিবার
৮ ঘণ্টা আগেসারা বিশ্বের প্রযুক্তি বাজারকে কাঁপিয়ে দিয়েছে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি করা নতুন এআই ভাষা মডেল ‘ডিপসিক আর১ ’। তাই এই প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য বজায় রাখতে রিজনিং মডেল ‘ও ৩ মিনি’ বিনা মূল্যে ব্যবহারে সুযোগ দিচ্ছে ওপেনএআই।
৮ ঘণ্টা আগেব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অন্তভুক্ত করলে বিভিন্ন কাজ দ্রুত ও সহজভাবে করা যায়। তাই এআই নিয়ে অতী উৎসাহী ব্যবসায়ীরা। তবে এই প্রযুক্তি ব্যবহার নিয়ে সংশয়ে রয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। বিশেষ করে নেতৃত্ব পর্যায়ে এই প্রযুক্তি সম্পর্কে ধারণার অভাব থাকায় সংস্থাগুলোর মধ্যে...
১১ ঘণ্টা আগে