টিন্ডার অ্যাপে ভার্চুয়াল ডেটিংয়ের অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন রুশ নাগরিক আলেক্সান্ডার জাদান। ওপেনএআই কোম্পানির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একাধারে ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করেছেন তিনি। নিজের মতো করে সাজানো মডেল ব্যবহার করে জীবনসঙ্গীর সন্ধান পেয়েছেন জাদান।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, বাস্তব জীবনে ডেটিংয়ের জন্য নারীদের প্রোফাইল ফিল্টার করতে জাদান এই প্রোগ্রাম ব্যবহার করেন। অ্যালকোহলের ছবি সংযুক্ত নারীদের প্রোফাইলে ডেটিংয়ের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। এই পদ্ধতি ব্যবহার করেই জীবনসঙ্গী স্ত্রী কারিনা ভ্যায়ালশাকায়েভাকে খুঁজে পেলেন জাদান।
২০২২ সালের ডিসেম্বরে কারিনার সঙ্গে জিদানের টিন্ডার প্রোফাইল ম্যাচ হয়। সম্পর্কের শুরুর প্রথম কয়েক মাস না জেতেই এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করেন কারিনা। কিছুদিন পর জাদান নিজেই কারিনার সঙ্গে চ্যাট করেন আর বাস্তব জগতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেন। বিষয়টি জানার পর কারিনার রাগ হয়নি, তবে তিনি অবাক হয়েছিলেন।
জাদান বলেন, প্রাথমিকভাবে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এআই মডেলই তাঁকে পরামর্শ দেয় ।
জাদানের অভিনব ডেটিং পদ্ধতি নিয়ে কারিনা বলেন, জাদান এই কাজে অনেক সময় ব্যয় করেছেন। যুক্তিসংগত উপায়ে এটি ব্যবহার করা হয়েছে বলে কারিনার আপত্তি নেই।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, যা অনেক চমৎকার।’
টিন্ডার অ্যাপে ভার্চুয়াল ডেটিংয়ের অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন রুশ নাগরিক আলেক্সান্ডার জাদান। ওপেনএআই কোম্পানির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একাধারে ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করেছেন তিনি। নিজের মতো করে সাজানো মডেল ব্যবহার করে জীবনসঙ্গীর সন্ধান পেয়েছেন জাদান।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, বাস্তব জীবনে ডেটিংয়ের জন্য নারীদের প্রোফাইল ফিল্টার করতে জাদান এই প্রোগ্রাম ব্যবহার করেন। অ্যালকোহলের ছবি সংযুক্ত নারীদের প্রোফাইলে ডেটিংয়ের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। এই পদ্ধতি ব্যবহার করেই জীবনসঙ্গী স্ত্রী কারিনা ভ্যায়ালশাকায়েভাকে খুঁজে পেলেন জাদান।
২০২২ সালের ডিসেম্বরে কারিনার সঙ্গে জিদানের টিন্ডার প্রোফাইল ম্যাচ হয়। সম্পর্কের শুরুর প্রথম কয়েক মাস না জেতেই এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করেন কারিনা। কিছুদিন পর জাদান নিজেই কারিনার সঙ্গে চ্যাট করেন আর বাস্তব জগতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেন। বিষয়টি জানার পর কারিনার রাগ হয়নি, তবে তিনি অবাক হয়েছিলেন।
জাদান বলেন, প্রাথমিকভাবে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এআই মডেলই তাঁকে পরামর্শ দেয় ।
জাদানের অভিনব ডেটিং পদ্ধতি নিয়ে কারিনা বলেন, জাদান এই কাজে অনেক সময় ব্যয় করেছেন। যুক্তিসংগত উপায়ে এটি ব্যবহার করা হয়েছে বলে কারিনার আপত্তি নেই।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, যা অনেক চমৎকার।’
প্রযুক্তি খাতে আবারও নজির গড়েছে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত বৃহস্পতিবার সংক্ষেপে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্যে পৌঁছায় কোম্পানিটি এর আগে কেবল এনভিডিয়া এ মাইলফলকে পৌঁছেছিল।
১৯ মিনিট আগেসোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লাইভ ভিডিও করতে এখন থেকে কমপক্ষে ১ হাজার ফলোয়ার থাকতে হবে। সেই সঙ্গে অ্যাকাউন্টটি অবশ্যই পাবলিক হতে হবে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে রেকর্ড ১৫৫ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ২০২৫ সালের যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক সেবা খাতে বরাদ্দকৃত বাজেটের চেয়েও বেশি এই ব্যয়।
৩ ঘণ্টা আগেগত এক দশকে ইউটিউব শুধু বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে নয়; বরং স্বাধীনভাবে কাজ করার একটি বড় মাধ্যম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। অসংখ্য তরুণ-তরুণী ও সৃজনশীল মানুষ এখানে নিজেদের ভাবনা, দক্ষতা ও জ্ঞান ছড়িয়ে দিয়ে আয় করার পথ গড়ে তুলেছেন।
৫ ঘণ্টা আগে