Ajker Patrika

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘ভুয়া তথ্যের’ জন্য গুগলকে সাড়ে ৫ কোটি ডলার জরিমানা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ২২: ৪৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘ভুয়া তথ্যের’ জন্য গুগলকে সাড়ে ৫ কোটি ডলার জরিমানা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ আরও বেশ কিছু বিষয়ে ‘ভুয়া তথ্য’ সরিয়ে ফেলতে ব্যর্থতার দায়ে গুগলকে ৪ দশমিক ৬ বিলিয়ন রুবল (৫ কোটি ১ লাখ ৪০ হাজার ডলার) জরিমানা করেছে রাশিয়ার আদালত। রুশ বার্তা সংস্থা তাস ও যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।

রাশিয়ায় এই টেক জায়ান্টের গলের বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে আজ বুধবার (২০ ডিসেম্বর) জরিমানা করা হয় বলে। তবে রায় নিয়ে গুগলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ২০২১ ও ২০২২ সালেও গুগলকে ৭২০ কোটি  ও ২ হাজার ১১০ কোটি রুবল জরিমানা করা হয়েছিল।

দেশটির আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ নিউজ এজেন্সি জানিয়েছে, এলজিবিটি অধিকার বিষয়ে ‘চরমপন্থী কনটেন্ট’ অপসারণ ও বিতরণ বন্ধে গুগলের ব্যর্থতার কারণে এই জরিমানা।

গত নভেম্বরে রুশ সুপ্রিম কোর্ট এলজিবিটি কর্মীদের ‘চরমপন্থী’ হিসাবে চিহ্নিত করা উচিত বলে রায় দেন। এমন রায় দেশটির সমকামী এবং ট্রান্সজেন্ডার প্রতিনিধিদের মধ্যে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি হওয়ার আশংকা তৈরি করে বলে সুপ্রিম কোর্ট।

ইউক্রেনে হামলাকে রাশিয়া ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করে আসছে। রাশিয়ার সঙ্গে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ বিরোধ নতুন নয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটি ইউক্রেন আক্রমণের পর এ বিরোধ আরও তীব্র হয়েছে। গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেটের আরেকটি প্রতিষ্ঠান ইউটিউবও রাশিয়ার টার্গেটে আছে। তবে এক্স (সাবেক টুইটার) এবং মেটা প্ল্যাটফর্মের ফেসবুক এবং ইনস্টাগ্রামের সঙ্গে দেশটি এখনো বিরোধে জড়ায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত