Ajker Patrika

ডেটা সেন্টার স্থাপনে স্পেনে ২১০ কোটি ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক
Thumbnail image

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি ও ক্লাউড অবকাঠামো তৈরিতে স্পেনে ডেটা সেন্টার স্থাপন করবে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এই প্রকল্প বাস্তবায়নে আগামী দুই বছর কোম্পানিটি স্পেনে ২১০ কোটি ডলার বিনিয়োগ করবে। মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্সের (টুইটার) এক পোস্টে এসব তথ্য জানায়। 

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স বলে, জার্মানিতে এআইকেন্দ্রিক ৩২০ কোটি ইউরো (৩৪৫ কোটি ডলার) বিনিয়োগের ঘোষণার পরেই নতুন এই পদক্ষেপের বিষয়ে প্রকাশ করা হলো। জার্মানিতেও দুই বছরব্যাপী এই বিনিয়োগ করা হবে। 

স্পেনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট। 

কোম্পানিটি প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ বলেন, ‘আমাদের বিনিয়োগ শুধুমাত্র ডেটা সেন্টার তৈরির জন্য নয়, এটি স্পেনের নিরাপত্তা, উন্নয়ন এবং সরকার, ব্যবসা ও জনগণের ডিজিটাল রূপান্তরের প্রতি আমাদের ৩৭ বছরের প্রতিশ্রুতি। 

মাইক্রোসফট বিভিন্ন দেশে ডেটা সেন্টার স্থাপনের প্রতি নজর দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ডেটা সেন্টারের জন্য নিজস্ব পরমাণু বিদ্যুৎকেন্দ্র করার ঘোষণা দেয় মাইক্রোসফট। মাইক্রোসফটের এ পরিকল্পনার মূল লক্ষ্য হলো, গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভরতা কমিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ব্যবহার করে ডেটা সেন্টার চালানো। এই ডেটা সেন্টারগুলো মাইক্রোসফট ক্লাউড এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক কার্যক্রম সচল রাখবে। 

 ২০২৩ সালে সৌদি আরবে ক্লাউড ডেটা সেন্টার চালু করে চীনের হুয়াওয়ে। সৌদি আরবের ডিজিটাল প্রযুক্তির বিকাশের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ ও ব্যবসার সুযোগকে উন্নত করার পরিকল্পনার আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছিল। 

এছাড়া গত সপ্তাহে ডেটা মাইনিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি এগিয়ে নিতে অবকাঠামো নির্মাণে প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে ইথিওপিয়া। বিটকয়েন মাইনারদের কম্পিউটারে জটিল সব সমস্যার সমাধান করতে হয়। এতে উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারের পাশাপাশি বিপুল পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন। তাই তারা তুলনামূলক সাশ্রয়ী পূর্ব আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত