ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার এনেছে ইউটিউব। প্ল্যাটফর্মটিতে স্বাচ্ছন্দ্যে ভিডিও দেখার জন্য এতে মিনি প্লেয়ার যুক্ত হচ্ছে। সেইসঙ্গে ভিডিওর গতি পরিবর্তন, স্লিপ টাইমার সেট করা, বন্ধুদের সঙ্গে প্লেলিস্ট শেয়ার করার নতুন ফিচারও চালু করেছে ইউটিউব।
এক ব্লগ পোস্টে ইউটিউব বলছে, নতুন ফিচারগুলো ওয়েব, মোবাইল, টিভি ও ইউটিউব মিউজিক সংস্করণে পাওয়া যাবে। নতুন আপডেটের মাধ্যমে ইউটিউব ভিডিওর গতি আরও সূক্ষভাবে পরিবর্তন করা যাবে। ভিডিও প্লেব্যাক গতি দশমিক ২৫-এর বদলে দশমিক শূন্য ৫ সেকেন্ড নির্ধারন করা যাবে।
ভিডিও সেটিংস থেকে স্লিপ টাইমারও চালু করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ১০,১৫, ২০,৩০, ৪৫ ও ৬০ মিনিট পর্যন্ত স্লিপ টাইমার নির্ধারণ করা যাবে। নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইউটিউব ভিডিও বন্ধ হয়ে যাবে। ভিডিও দেখতে দেখতে বা গান শুনতে শুনতে যাদের ঘুমিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে ফিচারটি তাদের বেশ কাজে দেবে।
বন্ধুদের সঙ্গে যৌথভাবে ভিডিও প্লেলিস্ট বা পছন্দের ভিডিওর তালিকা তৈরির সুযোগও চালু করেছে ইউটিউব। কলাবরেটিভ প্লেলিস্ট নামের ফিচারটি কাজে লাগিয়ে কিউআর কোড বা লিংকের মাধ্যমে যৌথভাবে প্লেলিস্ট তৈরি করা যাবে।
এসব প্লেলিস্টের থাম্বনেইলও কাস্টমাইজ করা যাবে। ফোনের গ্যালারি থেকে কোনো ছবি দিয়ে বা জেনারেটিভ এআইয়ের মাধ্যমে তৈরি ছবি দিয়ে এই থাম্বনেইল পছন্দমতো সাজানো যাবে। এই বছরের শেষের দিকে প্লেলিস্টের ভিডিওগুলোতে ভোট দেওয়ার সুযোগও দেয়া হবে।
এছাড়া ইউটিউব মোবাইল অ্যাপে মিনিপ্লেয়ারও যুক্ত করা হবে। এটি আপনি স্ক্রিনের বিভিন্ন জায়গায় সরাতে পারবেন এবং সাইজ পরিবর্তন করা যাবে।
ইউটিউব এবং ইউটিউব মিউজিক মোবাইল অ্যাপে ‘ইউনিক-টু-ইউটিউব মাইলস্টোন’ নামে নতুন ব্যাজ চালু করা হচ্ছে। কোনো শিল্পীর শীর্ষ শ্রোতা বা একটি চ্যানেলের প্রথম পেইড সদস্য হওয়ার মতো বিষয় উদ্যাপন করার জন্য ব্যবহারকারীদের নামের পাশে এই ব্যাজ থাকবে।
ল্যান্ডস্কেপ মোডে আরও ভালো ব্রাউজিংয়ের জন্য আইওএস ব্যবহারকারীদের জন্য টেক্সট এবং থাম্বনেইলের সাইজ পরিবর্তনের মতো কিছু সংশোধন আসবে। ২০২৪ সালের শেষের দিকে আইফোনের ইউটিউব অ্যাপে এই পরিবর্তন দেখা যাবে।
নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
ব্যবহারকারীদের জন্য বেশ কয়েকটি নতুন ফিচার এনেছে ইউটিউব। প্ল্যাটফর্মটিতে স্বাচ্ছন্দ্যে ভিডিও দেখার জন্য এতে মিনি প্লেয়ার যুক্ত হচ্ছে। সেইসঙ্গে ভিডিওর গতি পরিবর্তন, স্লিপ টাইমার সেট করা, বন্ধুদের সঙ্গে প্লেলিস্ট শেয়ার করার নতুন ফিচারও চালু করেছে ইউটিউব।
এক ব্লগ পোস্টে ইউটিউব বলছে, নতুন ফিচারগুলো ওয়েব, মোবাইল, টিভি ও ইউটিউব মিউজিক সংস্করণে পাওয়া যাবে। নতুন আপডেটের মাধ্যমে ইউটিউব ভিডিওর গতি আরও সূক্ষভাবে পরিবর্তন করা যাবে। ভিডিও প্লেব্যাক গতি দশমিক ২৫-এর বদলে দশমিক শূন্য ৫ সেকেন্ড নির্ধারন করা যাবে।
ভিডিও সেটিংস থেকে স্লিপ টাইমারও চালু করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে ১০,১৫, ২০,৩০, ৪৫ ও ৬০ মিনিট পর্যন্ত স্লিপ টাইমার নির্ধারণ করা যাবে। নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইউটিউব ভিডিও বন্ধ হয়ে যাবে। ভিডিও দেখতে দেখতে বা গান শুনতে শুনতে যাদের ঘুমিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে ফিচারটি তাদের বেশ কাজে দেবে।
বন্ধুদের সঙ্গে যৌথভাবে ভিডিও প্লেলিস্ট বা পছন্দের ভিডিওর তালিকা তৈরির সুযোগও চালু করেছে ইউটিউব। কলাবরেটিভ প্লেলিস্ট নামের ফিচারটি কাজে লাগিয়ে কিউআর কোড বা লিংকের মাধ্যমে যৌথভাবে প্লেলিস্ট তৈরি করা যাবে।
এসব প্লেলিস্টের থাম্বনেইলও কাস্টমাইজ করা যাবে। ফোনের গ্যালারি থেকে কোনো ছবি দিয়ে বা জেনারেটিভ এআইয়ের মাধ্যমে তৈরি ছবি দিয়ে এই থাম্বনেইল পছন্দমতো সাজানো যাবে। এই বছরের শেষের দিকে প্লেলিস্টের ভিডিওগুলোতে ভোট দেওয়ার সুযোগও দেয়া হবে।
এছাড়া ইউটিউব মোবাইল অ্যাপে মিনিপ্লেয়ারও যুক্ত করা হবে। এটি আপনি স্ক্রিনের বিভিন্ন জায়গায় সরাতে পারবেন এবং সাইজ পরিবর্তন করা যাবে।
ইউটিউব এবং ইউটিউব মিউজিক মোবাইল অ্যাপে ‘ইউনিক-টু-ইউটিউব মাইলস্টোন’ নামে নতুন ব্যাজ চালু করা হচ্ছে। কোনো শিল্পীর শীর্ষ শ্রোতা বা একটি চ্যানেলের প্রথম পেইড সদস্য হওয়ার মতো বিষয় উদ্যাপন করার জন্য ব্যবহারকারীদের নামের পাশে এই ব্যাজ থাকবে।
ল্যান্ডস্কেপ মোডে আরও ভালো ব্রাউজিংয়ের জন্য আইওএস ব্যবহারকারীদের জন্য টেক্সট এবং থাম্বনেইলের সাইজ পরিবর্তনের মতো কিছু সংশোধন আসবে। ২০২৪ সালের শেষের দিকে আইফোনের ইউটিউব অ্যাপে এই পরিবর্তন দেখা যাবে।
নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
তথ্যসূত্র: দ্য ভার্জ
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৫ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৫ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৮ ঘণ্টা আগে