অনলাইন ডেস্ক
এয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করবে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এয়ারপড আর সাধারণ একটি অডিও ডিভাইস নয়, বরং স্বাস্থ্য ট্র্যাকিং ও এআই প্রযুক্তির ক্ষেত্রে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে। ২০২৩ সালে এয়ারপড বিক্রি করে ১৮ বিলিয়ন ডলার আয় করে অ্যাপল। ইতিমধ্যে পণ্যটিতে নতুন স্বাস্থ্যসম্পর্কিত ফিচার যোগ করার পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ব্যবহারকারীর তাপমাত্রা মাপা, হৃৎস্পন্দন পর্যবেক্ষণ ও অন্যান্য বায়োমেট্রিক ডেটা সংগ্রহের মতো নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে নতুন এয়ারপডে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এয়ারপড বা এয়ারপড প্রো-তে ক্যামেরা যুক্ত করা হতে পারে। তবে এটি এয়ারপড ম্যাক্সের মতো বড় মডেলে দেখা যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ক্যামেরা সংযোজনের মাধ্যমে অ্যাপল আরও উন্নত এআই ফিচারগুলো শক্তিশালী করার চেষ্টা করবে।
গত বছরের সেপ্টেম্বরে অ্যাপল ইনটেলিজেন্স ফিচার উন্মোচনের সময় এআই নিয়ে কিছু বড় ঘোষণা দিয়েছিল। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বিশেষ করে, সিরিকে একটি এআই সহকারী হিসেবে রূপান্তরের পরিকল্পনা পিছিয়ে গেছে। অ্যাপল জানিয়েছে, এটি ২০২৫ সালের মধ্যে উন্মোচন করার জন্য কাজ করা হচ্ছে।
তবে এটি অস্পষ্ট যে, অ্যাপল এই নতুন সিরি জুন মাসে অনুষ্ঠিতব্য তাদের ওয়ার্ল্ড ডেভেলপার কনফারেন্সে উন্মোচন করবে কি না।
এই বিলম্বের প্রভাব পড়েছে আরও কিছু ডিভাইসের ওপর। যেমন, একটি স্মার্ট হোম হাবের উন্মোচন। এই ডিভাইস আইপ্যাডের মতো। তবে একটি হোম কন্ট্রোল ডিভাইস হবে। এই ডিভাইসের উন্মোচনও নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেছে। কারণ, এটি সিরির নতুন সংস্করণের ওপর নির্ভরশীল।
এখন দেখার বিষয়, অ্যাপল কীভাবে এসব প্রযুক্তির সংযোজন ও উন্নয়ন বাস্তবায়ন করবে এবং এটি তাদের বর্তমান ডিভাইসগুলোর সঙ্গে কীভাবে একীভূত হবে।
তথ্যসূত্র: ল্যাপটপ ম্যাগ
এয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করবে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এয়ারপড আর সাধারণ একটি অডিও ডিভাইস নয়, বরং স্বাস্থ্য ট্র্যাকিং ও এআই প্রযুক্তির ক্ষেত্রে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে। ২০২৩ সালে এয়ারপড বিক্রি করে ১৮ বিলিয়ন ডলার আয় করে অ্যাপল। ইতিমধ্যে পণ্যটিতে নতুন স্বাস্থ্যসম্পর্কিত ফিচার যোগ করার পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ব্যবহারকারীর তাপমাত্রা মাপা, হৃৎস্পন্দন পর্যবেক্ষণ ও অন্যান্য বায়োমেট্রিক ডেটা সংগ্রহের মতো নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে নতুন এয়ারপডে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এয়ারপড বা এয়ারপড প্রো-তে ক্যামেরা যুক্ত করা হতে পারে। তবে এটি এয়ারপড ম্যাক্সের মতো বড় মডেলে দেখা যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ক্যামেরা সংযোজনের মাধ্যমে অ্যাপল আরও উন্নত এআই ফিচারগুলো শক্তিশালী করার চেষ্টা করবে।
গত বছরের সেপ্টেম্বরে অ্যাপল ইনটেলিজেন্স ফিচার উন্মোচনের সময় এআই নিয়ে কিছু বড় ঘোষণা দিয়েছিল। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বিশেষ করে, সিরিকে একটি এআই সহকারী হিসেবে রূপান্তরের পরিকল্পনা পিছিয়ে গেছে। অ্যাপল জানিয়েছে, এটি ২০২৫ সালের মধ্যে উন্মোচন করার জন্য কাজ করা হচ্ছে।
তবে এটি অস্পষ্ট যে, অ্যাপল এই নতুন সিরি জুন মাসে অনুষ্ঠিতব্য তাদের ওয়ার্ল্ড ডেভেলপার কনফারেন্সে উন্মোচন করবে কি না।
এই বিলম্বের প্রভাব পড়েছে আরও কিছু ডিভাইসের ওপর। যেমন, একটি স্মার্ট হোম হাবের উন্মোচন। এই ডিভাইস আইপ্যাডের মতো। তবে একটি হোম কন্ট্রোল ডিভাইস হবে। এই ডিভাইসের উন্মোচনও নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেছে। কারণ, এটি সিরির নতুন সংস্করণের ওপর নির্ভরশীল।
এখন দেখার বিষয়, অ্যাপল কীভাবে এসব প্রযুক্তির সংযোজন ও উন্নয়ন বাস্তবায়ন করবে এবং এটি তাদের বর্তমান ডিভাইসগুলোর সঙ্গে কীভাবে একীভূত হবে।
তথ্যসূত্র: ল্যাপটপ ম্যাগ
মানুষের মস্তিষ্কের জীবিত কোষ দিয়ে কম্পিউটার তৈরি করল অস্ট্রেলিয়ার স্টার্টআপ কর্টিকাল ল্যাবস। কোম্পানিটি একে ‘বিশ্বের প্রথম কোড ডিপ্লয়েবল বায়োলজিক্যাল কম্পিউটার’ হিসেবে ঘোষণা করেছে। এটি মানব মস্তিষ্কের কোষ এবং সিলিকন হার্ডওয়্যার একত্রিত করে তরল নিউরাল নেটওয়ার্ক তৈরি করেছে, যা এআই প্রযুক্তির একটি...
৪ ঘণ্টা আগেঅ্যাপলকে আগামী ৯০ দিনের মধ্যে ব্যবহারকারীদের অ্যাপ স্টোর বাইপাস করে অ্যাপ সাইডলোডিং বা থার্ড পার্টি অ্যাপ ইনস্টলের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রাজিলের একটি আদালত। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ভ্যালর ইকোনোমিকো’–এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগেচীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন চারটি আলাদা গ্রুপের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সব বিকল্পই ভালো বলে মনে করেন তিনি।
৭ ঘণ্টা আগেমেসেজিং প্ল্যাটফর্মগুলোর জন্য গুরুত্বপূর্ণ দিক হলো নিরাপত্তা। হোয়াটসঅ্যাপে অনেকগুলো নিরাপত্তার ফিচার রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‘টু–স্টেপ ভ্যারিফিকেশন’ ফিচার। এই ফিচারটি ডিফল্টভাবে চালু থাকে না। ফিচারটি চালুর মাধ্যমে আপনার মেসেজগুলো অতিরিক্ত সুরক্ষা পাবে।
১০ ঘণ্টা আগে