এয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করবে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এয়ারপড আর সাধারণ একটি অডিও ডিভাইস নয়, বরং স্বাস্থ্য ট্র্যাকিং ও এআই প্রযুক্তির ক্ষেত্রে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে। ২০২৩ সালে এয়ারপড বিক্রি করে ১৮ বিলিয়ন ডলার আয় করে অ্যাপল। ইতিমধ্যে পণ্যটিতে নতুন স্বাস্থ্যসম্পর্কিত ফিচার যোগ করার পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ব্যবহারকারীর তাপমাত্রা মাপা, হৃৎস্পন্দন পর্যবেক্ষণ ও অন্যান্য বায়োমেট্রিক ডেটা সংগ্রহের মতো নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে নতুন এয়ারপডে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এয়ারপড বা এয়ারপড প্রো-তে ক্যামেরা যুক্ত করা হতে পারে। তবে এটি এয়ারপড ম্যাক্সের মতো বড় মডেলে দেখা যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ক্যামেরা সংযোজনের মাধ্যমে অ্যাপল আরও উন্নত এআই ফিচারগুলো শক্তিশালী করার চেষ্টা করবে।
গত বছরের সেপ্টেম্বরে অ্যাপল ইনটেলিজেন্স ফিচার উন্মোচনের সময় এআই নিয়ে কিছু বড় ঘোষণা দিয়েছিল। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বিশেষ করে, সিরিকে একটি এআই সহকারী হিসেবে রূপান্তরের পরিকল্পনা পিছিয়ে গেছে। অ্যাপল জানিয়েছে, এটি ২০২৫ সালের মধ্যে উন্মোচন করার জন্য কাজ করা হচ্ছে।
তবে এটি অস্পষ্ট যে, অ্যাপল এই নতুন সিরি জুন মাসে অনুষ্ঠিতব্য তাদের ওয়ার্ল্ড ডেভেলপার কনফারেন্সে উন্মোচন করবে কি না।
এই বিলম্বের প্রভাব পড়েছে আরও কিছু ডিভাইসের ওপর। যেমন, একটি স্মার্ট হোম হাবের উন্মোচন। এই ডিভাইস আইপ্যাডের মতো। তবে একটি হোম কন্ট্রোল ডিভাইস হবে। এই ডিভাইসের উন্মোচনও নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেছে। কারণ, এটি সিরির নতুন সংস্করণের ওপর নির্ভরশীল।
এখন দেখার বিষয়, অ্যাপল কীভাবে এসব প্রযুক্তির সংযোজন ও উন্নয়ন বাস্তবায়ন করবে এবং এটি তাদের বর্তমান ডিভাইসগুলোর সঙ্গে কীভাবে একীভূত হবে।
তথ্যসূত্র: ল্যাপটপ ম্যাগ
এয়ারপডে হিয়ারিং এইড ফিচার যোগ করার পর এবার আরেকটি যুগান্তকারী ফিচার নিয়ে কাজ করছে অ্যাপল। কোম্পানিটি তাদের এয়ারপডে ক্যামেরা যুক্ত করার পরিকল্পনা করছে, যা এআই ফিচারগুলোকে সমর্থন করবে এবং ব্যবহারকারীর আশপাশের পরিবেশ থেকে ডেটা সংগ্রহ করবে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এয়ারপড আর সাধারণ একটি অডিও ডিভাইস নয়, বরং স্বাস্থ্য ট্র্যাকিং ও এআই প্রযুক্তির ক্ষেত্রে এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠছে। ২০২৩ সালে এয়ারপড বিক্রি করে ১৮ বিলিয়ন ডলার আয় করে অ্যাপল। ইতিমধ্যে পণ্যটিতে নতুন স্বাস্থ্যসম্পর্কিত ফিচার যোগ করার পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। ব্যবহারকারীর তাপমাত্রা মাপা, হৃৎস্পন্দন পর্যবেক্ষণ ও অন্যান্য বায়োমেট্রিক ডেটা সংগ্রহের মতো নতুন প্রযুক্তি অন্তর্ভুক্ত হতে পারে নতুন এয়ারপডে।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এয়ারপড বা এয়ারপড প্রো-তে ক্যামেরা যুক্ত করা হতে পারে। তবে এটি এয়ারপড ম্যাক্সের মতো বড় মডেলে দেখা যাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। ক্যামেরা সংযোজনের মাধ্যমে অ্যাপল আরও উন্নত এআই ফিচারগুলো শক্তিশালী করার চেষ্টা করবে।
গত বছরের সেপ্টেম্বরে অ্যাপল ইনটেলিজেন্স ফিচার উন্মোচনের সময় এআই নিয়ে কিছু বড় ঘোষণা দিয়েছিল। তবে কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে। বিশেষ করে, সিরিকে একটি এআই সহকারী হিসেবে রূপান্তরের পরিকল্পনা পিছিয়ে গেছে। অ্যাপল জানিয়েছে, এটি ২০২৫ সালের মধ্যে উন্মোচন করার জন্য কাজ করা হচ্ছে।
তবে এটি অস্পষ্ট যে, অ্যাপল এই নতুন সিরি জুন মাসে অনুষ্ঠিতব্য তাদের ওয়ার্ল্ড ডেভেলপার কনফারেন্সে উন্মোচন করবে কি না।
এই বিলম্বের প্রভাব পড়েছে আরও কিছু ডিভাইসের ওপর। যেমন, একটি স্মার্ট হোম হাবের উন্মোচন। এই ডিভাইস আইপ্যাডের মতো। তবে একটি হোম কন্ট্রোল ডিভাইস হবে। এই ডিভাইসের উন্মোচনও নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেছে। কারণ, এটি সিরির নতুন সংস্করণের ওপর নির্ভরশীল।
এখন দেখার বিষয়, অ্যাপল কীভাবে এসব প্রযুক্তির সংযোজন ও উন্নয়ন বাস্তবায়ন করবে এবং এটি তাদের বর্তমান ডিভাইসগুলোর সঙ্গে কীভাবে একীভূত হবে।
তথ্যসূত্র: ল্যাপটপ ম্যাগ
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
১১ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ দিন আগে