গুগল ম্যাপসে লোকেশন সেভ করা যায়। এর সুবিধা হলো—বার বার সার্চ দিয়ে লোকেশন বের করতে হবে না। লোকেশনগুলো খুঁজে বের করার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ব্যক্তিগত ট্রাভেল ডায়েরি হিসেবে কাজ করবে এই ফিচার। ব্যবহারকারীর ডিভাইসের মেমোরির একটি ডিজিটাল মানচিত্র তৈরি করবে।
ডেস্কটপ ও মোবাইলে ম্যাপসে লোকেশন সেভ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
ডেস্কটপ
১. ব্রাউজার থেকে গুগলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, জায়গা সার্চ করুন বা ম্যাপে লোকেশনটি খুঁজে বের করুন।
২. এরপর কাঙ্ক্ষিত লোকেশনের নিচে বুকমার্কের মতো ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
৩. লোকেশনগুলো ম্যাপসে সহজে খুঁজে পাওয়ার জন্য একটি তালিকা নির্বাচন করুন বা নতুন একটি তালিকা তৈরি (যেমন: পছন্দের জায়গা, যেসব জায়গায় ভবিষ্যতে যেতে আগ্রহী ইত্যাদি) করুন।
মোবাইল (অ্যান্ড্রয়েড ও আইওএস)
১. গুগল ম্যাপস অ্যাপে কোনো লোকেশন সার্চ করুন বা ম্যাপের নির্দিষ্ট লোকেশনে ওপর ট্যাপ করুন। ম্যাপের যেকোনো লোকেশনে একটি পিন তৈরির জন্য ট্যাপ করে ধরে রাখতে হবে।
২. এরপর স্ক্রিনের নিচে বুকমার্কের মতো ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
৩. সেভ করার জন্য তালিকা নির্বাচন করুন বা নতুন একটি তালিকা তৈরি করুন।
৪. এরপর ‘ডান’ অপশনে ট্যাপ করলে লোকেশনটি সেভ হয়ে যাবে।
লোকেশন সেভের জন্য অতিরিক্ত টিপস
সেভ করা লোকেশন লেবেল করুন
ম্যাপে লোকেশনগুলো সহজে খুঁজে পেতে কাস্টম লেবেল যুক্ত করুন। যেকোনো সেভ করা লোকেশনে ট্যাপ করুন ও ‘লেবেল’ অপশনে ট্যাপ করে একটি চিহ্নিত করার জন্য একটি নাম টাইপ করুন।
অন্যান্য ওয়েবসাইটের লোকেশন যুক্ত করুন
কোনো ওয়েবসাইট গুগল ম্যাপে এমবেড করা থাকলে তা সরাসরি ম্যাপে সেভ করা যায়।
অফলাইনে লোকেশনগুলো দেখুন
ইন্টারনেট না থাকলেও গুগল ম্যাপসে লোকেশন দেখা যায়। এজন্য সেভ করা লোকেশনগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখতে হবে।
সেভ করা লোকেশনগুলো শেয়ার করুন
কোনো গন্তব্যের দিক–নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের লোকেশন অন্যদের শেয়ার করার সুবিধাও দেয় গুগল ম্যাপস। এই লোকেশন শেয়ারের মাধ্যমে সহজেই পরিবার, বন্ধু ও সহকর্মীদের নিজের অবস্থান জানানো যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
গুগল ম্যাপসে লোকেশন সেভ করা যায়। এর সুবিধা হলো—বার বার সার্চ দিয়ে লোকেশন বের করতে হবে না। লোকেশনগুলো খুঁজে বের করার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ব্যক্তিগত ট্রাভেল ডায়েরি হিসেবে কাজ করবে এই ফিচার। ব্যবহারকারীর ডিভাইসের মেমোরির একটি ডিজিটাল মানচিত্র তৈরি করবে।
ডেস্কটপ ও মোবাইলে ম্যাপসে লোকেশন সেভ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
ডেস্কটপ
১. ব্রাউজার থেকে গুগলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, জায়গা সার্চ করুন বা ম্যাপে লোকেশনটি খুঁজে বের করুন।
২. এরপর কাঙ্ক্ষিত লোকেশনের নিচে বুকমার্কের মতো ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
৩. লোকেশনগুলো ম্যাপসে সহজে খুঁজে পাওয়ার জন্য একটি তালিকা নির্বাচন করুন বা নতুন একটি তালিকা তৈরি (যেমন: পছন্দের জায়গা, যেসব জায়গায় ভবিষ্যতে যেতে আগ্রহী ইত্যাদি) করুন।
মোবাইল (অ্যান্ড্রয়েড ও আইওএস)
১. গুগল ম্যাপস অ্যাপে কোনো লোকেশন সার্চ করুন বা ম্যাপের নির্দিষ্ট লোকেশনে ওপর ট্যাপ করুন। ম্যাপের যেকোনো লোকেশনে একটি পিন তৈরির জন্য ট্যাপ করে ধরে রাখতে হবে।
২. এরপর স্ক্রিনের নিচে বুকমার্কের মতো ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
৩. সেভ করার জন্য তালিকা নির্বাচন করুন বা নতুন একটি তালিকা তৈরি করুন।
৪. এরপর ‘ডান’ অপশনে ট্যাপ করলে লোকেশনটি সেভ হয়ে যাবে।
লোকেশন সেভের জন্য অতিরিক্ত টিপস
সেভ করা লোকেশন লেবেল করুন
ম্যাপে লোকেশনগুলো সহজে খুঁজে পেতে কাস্টম লেবেল যুক্ত করুন। যেকোনো সেভ করা লোকেশনে ট্যাপ করুন ও ‘লেবেল’ অপশনে ট্যাপ করে একটি চিহ্নিত করার জন্য একটি নাম টাইপ করুন।
অন্যান্য ওয়েবসাইটের লোকেশন যুক্ত করুন
কোনো ওয়েবসাইট গুগল ম্যাপে এমবেড করা থাকলে তা সরাসরি ম্যাপে সেভ করা যায়।
অফলাইনে লোকেশনগুলো দেখুন
ইন্টারনেট না থাকলেও গুগল ম্যাপসে লোকেশন দেখা যায়। এজন্য সেভ করা লোকেশনগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখতে হবে।
সেভ করা লোকেশনগুলো শেয়ার করুন
কোনো গন্তব্যের দিক–নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের লোকেশন অন্যদের শেয়ার করার সুবিধাও দেয় গুগল ম্যাপস। এই লোকেশন শেয়ারের মাধ্যমে সহজেই পরিবার, বন্ধু ও সহকর্মীদের নিজের অবস্থান জানানো যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
রিয়েলমি আবারও নতুন চমক নিয়ে আসছে। রিয়েলমি ‘সি ৭৫’ লাইনআপের আরও আধুনিক একটি ডিভাইস রিয়েলমি ‘সি ৭৫ এক্স’ দেশের বাজারে আসছে শিগগির।
৬ ঘণ্টা আগেবৈশ্বিক উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের বহুল প্রতীক্ষিত নোট ৫০ সিরিজ। এই সিরিজে তিনটি মডেল—নোট ৫০, নোট ৫০ প্রো এবং নোট ৫০ প্রো প্লাস—বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য ডিজাইন করা হয়েছে।
৯ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়া হিসেবে প্রযুক্তি বিশ্বে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল ফেসবুকের। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রাসঙ্গিকতা কমছে বলেই মনে করছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তবে ২০২২ সালে ফেসবুকের ব্যবহার বাড়াতে তিনি এক ‘উদ্ভট’ ধারণা দিয়েছিলেন—সবার বন্ধুতালিকা মুছে ফেলা!
৯ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজের গ্রাফিকস কার্ড বাজারে আনার ঘোষণা দিয়েছে এনভিডিয়া। এই সিরিজে তিনটি আলাদা মডেল আসছে, যার মধ্যে আরটিএক্স ৫০৬০ টিআই-এর ১৬ জিবি ও ৮ জিবি সংস্করণ আজ থেকেই বিক্রি করা হবে। অন্যদিকে তুলনামূলক সস্তা আরটিএক্স ৫০৬০ (নন-টিআই) মডেলটি আগামী মে মাসে বাজারে আসবে
১১ ঘণ্টা আগে