অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ‘ফিউশা’ নামের অপারেটিং সিস্টেম আনছে গুগল। তবে এটি পুরোপুরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে প্রতিস্থাপন করবে না। বরং এটি ভার্চুয়াল সিস্টেমে হিসেবে ব্যবহৃত হবে বলে ধারণা করছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট।
২০১৬ সাল থেকেই ফিউশা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে গুগল। তবে ২০২১ সালে গুগলের পণ্য ‘নেস্ট হাব’-এ শুধু এটি ব্যবহার করা হয়। সে সময় বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট বলেছিল, স্মার্টফোন ও স্মার্ট ঘড়িসহ সব ধরনের স্মার্ট ডিভাইসের জন্য অপারেটিং সিস্টেমটি তৈরি করা হবে। তবে এখন পর্যন্ত এটি ঘটেনি। তবে অ্যান্ড্রয়েডকে এখনই প্রতিস্থাপন করবে না ফিউশা। অ্যান্ড্রয়েড ডিভাইসে ভার্চুয়াল মেশিন হিসেবে এটি ব্যবহার করতে পারে।
ফিউশা একটি ওপেন-সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম। গুগলের লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডের বিপরীতে জিরকন নামে একটি কাস্টম মাইক্রোকার্নেলের ওপর ভিত্তি তৈরি করা হয়েছে ফিউশা। সাধারণ কার্নেল অপারেটিং সিস্টেমের তুলনায় মাইক্রোকার্নেল আরও কার্যকরী। জিরকনে তুলনামূলক কম কোডও ব্যবহার করা হয়েছে। ফলে সিস্টেমটির নিরাপত্তা আরও জোরদার হবে।
গুগল ‘মাইক্রোফিউশা’ নামে একটি নতুন প্রকল্পে কাজ করছে বলে জানা গেছে। ফিউশাকে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। ভার্চুয়ালাইজেশন একটি ডিভাইসের একটি ভার্চুয়াল সংস্করণ তৈরি করে, যা একটি পৃথক কম্পিউটিং পরিবেশে চলে। সিস্টেমের বাকি অংশ থেকে আলাদা ভার্চুয়াল মেশিন। তাই প্রাথমিক অপারেটিং সিস্টেমে ও ভার্চুয়াল মেশিনের ভেতরে চলমান প্রোগ্রামগুলো একে অপরের সঙ্গে হস্তক্ষেপ করতে পারে না।
মাইক্রোফিউশা QEMU ও pKVM-এর মতো ভার্চুয়াল প্রোগ্রামের ওপর ভিত্তি করে চলবে। পিকেভিএম গুগল তৈরি করে। একটি বিচ্ছিন্ন পরিবেশে নিরাপদে কাজ চালাতে পারে এ জন্য স্তরযুক্ত সুরক্ষা পদ্ধতি পিকেভিএমের সঙ্গে যুক্ত করা হয়। এমনকি কাজগুলো ভালো মতো সম্পন্ন করার জন্য ‘মাইক্রোড্রয়েড’ নামে অ্যান্ড্রয়েডের আরেক সংস্করণ তৈরি করেছে কোম্পানিটি।
মাইক্রোড্রয়েডের মতো একইভাবে কাজ করতে পারে মাইক্রোফিউশা। সহজ কথায়, এটি এমন কাজগুলো চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে, যেগুলো নিরাপদে সম্পন্ন করা প্রয়োজন।
তথ্যসূত্র: ফোনএরিনা ও গিজমোচীনা
অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ‘ফিউশা’ নামের অপারেটিং সিস্টেম আনছে গুগল। তবে এটি পুরোপুরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমকে প্রতিস্থাপন করবে না। বরং এটি ভার্চুয়াল সিস্টেমে হিসেবে ব্যবহৃত হবে বলে ধারণা করছে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট।
২০১৬ সাল থেকেই ফিউশা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করছে গুগল। তবে ২০২১ সালে গুগলের পণ্য ‘নেস্ট হাব’-এ শুধু এটি ব্যবহার করা হয়। সে সময় বিভিন্ন প্রযুক্তি ওয়েবসাইট বলেছিল, স্মার্টফোন ও স্মার্ট ঘড়িসহ সব ধরনের স্মার্ট ডিভাইসের জন্য অপারেটিং সিস্টেমটি তৈরি করা হবে। তবে এখন পর্যন্ত এটি ঘটেনি। তবে অ্যান্ড্রয়েডকে এখনই প্রতিস্থাপন করবে না ফিউশা। অ্যান্ড্রয়েড ডিভাইসে ভার্চুয়াল মেশিন হিসেবে এটি ব্যবহার করতে পারে।
ফিউশা একটি ওপেন-সোর্সভিত্তিক অপারেটিং সিস্টেম। গুগলের লিনাক্স-ভিত্তিক অপারেটিং সিস্টেম ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডের বিপরীতে জিরকন নামে একটি কাস্টম মাইক্রোকার্নেলের ওপর ভিত্তি তৈরি করা হয়েছে ফিউশা। সাধারণ কার্নেল অপারেটিং সিস্টেমের তুলনায় মাইক্রোকার্নেল আরও কার্যকরী। জিরকনে তুলনামূলক কম কোডও ব্যবহার করা হয়েছে। ফলে সিস্টেমটির নিরাপত্তা আরও জোরদার হবে।
গুগল ‘মাইক্রোফিউশা’ নামে একটি নতুন প্রকল্পে কাজ করছে বলে জানা গেছে। ফিউশাকে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। ভার্চুয়ালাইজেশন একটি ডিভাইসের একটি ভার্চুয়াল সংস্করণ তৈরি করে, যা একটি পৃথক কম্পিউটিং পরিবেশে চলে। সিস্টেমের বাকি অংশ থেকে আলাদা ভার্চুয়াল মেশিন। তাই প্রাথমিক অপারেটিং সিস্টেমে ও ভার্চুয়াল মেশিনের ভেতরে চলমান প্রোগ্রামগুলো একে অপরের সঙ্গে হস্তক্ষেপ করতে পারে না।
মাইক্রোফিউশা QEMU ও pKVM-এর মতো ভার্চুয়াল প্রোগ্রামের ওপর ভিত্তি করে চলবে। পিকেভিএম গুগল তৈরি করে। একটি বিচ্ছিন্ন পরিবেশে নিরাপদে কাজ চালাতে পারে এ জন্য স্তরযুক্ত সুরক্ষা পদ্ধতি পিকেভিএমের সঙ্গে যুক্ত করা হয়। এমনকি কাজগুলো ভালো মতো সম্পন্ন করার জন্য ‘মাইক্রোড্রয়েড’ নামে অ্যান্ড্রয়েডের আরেক সংস্করণ তৈরি করেছে কোম্পানিটি।
মাইক্রোড্রয়েডের মতো একইভাবে কাজ করতে পারে মাইক্রোফিউশা। সহজ কথায়, এটি এমন কাজগুলো চালানোর জন্য ব্যবহার করা যেতে পারে, যেগুলো নিরাপদে সম্পন্ন করা প্রয়োজন।
তথ্যসূত্র: ফোনএরিনা ও গিজমোচীনা
প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল তাদের নতুন ও সবচেয়ে পাতলা স্মার্টফোন, আইফোন এয়ার, উন্মোচন করেছে। এই নতুন ডিভাইসটিকে ‘ভবিষ্যতের একটি টুকরো’ হিসেবে বর্ণনা করেছেন এর প্রধান শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরী। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই স্মার্টফোনের ২৫৬ জিবি মডেলের দাম নির্ধারণ
৩ ঘণ্টা আগেনতুন প্রজন্মের আইফোন সিরিজ উন্মোচনের পরপরই অ্যাপলকে নিয়ে ব্যঙ্গ করল প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠানে ‘আইফোন ১৭ এয়ার’ মডেল প্রকাশের পর স্যামসাং তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এসব ব্যঙ্গাত্মক পোস্ট করে।
৫ ঘণ্টা আগেআগামী কয়েক দিনের মধ্যেই আইফোন প্রেমীদের হাতে পৌঁছাবে অ্যাপলের নতুন ফোন আইফোন এয়ার। গতকাল রাতে আইফোন ১৭ এবং আইফোন ১৭ প্রো’র সঙ্গে একসঙ্গে উন্মোচিত হয়েছে ফোনটি। এটি অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। দেখতে অপূর্ব, এক কথায় মন কাড়া। তবে শুধুই সৌন্দর্য নয়, আইফোন এয়ার নিয়ে বিতর্কও চলবে জোরেশোরে
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট তাদের জনপ্রিয় অফিস ৩৬৫ অ্যাপগুলোতে (যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ার পয়েন্ট) এআই চালিত নতুন ফিচার আনতে ওপেনএআই-এর পাশাপাশি এবার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিক-এর এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে