Ajker Patrika

২০২৫ সালের মধ্যে স্বচালিত গাড়ি বাজারে আনতে চায় অ্যাপল 

প্রযুক্তি ডেস্ক
২০২৫ সালের মধ্যে স্বচালিত গাড়ি বাজারে আনতে চায় অ্যাপল 

বিদ্যুচ্চালিত গাড়ি তৈরিতে জোরেশোরে মাঠে নামার পরিকল্পনা নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গতানুগতিক বিদ্যুচ্চালিত গাড়ি নয় বরং পুরোপুরি স্বচালিত গাড়ির দিকেই এখন মনোযোগ অ্যাপলের। 

টেকক্রাঞ্চের খবরে জানা গেছে , এই প্রকল্প বাস্তবায়নে জোরেশোরে এগোচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে বিদ্যুচ্চালিত গাড়ি বাজারে আনার পরিকল্পনা ছিল। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই পরিকল্পনা ২০২৫ সালের মধ্যেই বাস্তবায়ন হতে যাচ্ছে। অ্যাপল এই পরিকল্পনা আদৌ বাস্তবায়ন করতে পারবে কি না, তা নিয়ে কিছুটা সন্দেহ ছিল অনেকের। তবে এরই মধ্যে অ্যাপলের গাড়ির প্রসেসর তৈরির বেশির ভাগ কাজ শেষ হয়ে গেছে। অ্যাপলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই প্রকল্পে প্রধান কেভিন লিঞ্চ নিজেই তাদের তৈরি প্রথম গাড়িটি চালাতে বেশ আগ্রহী। 

অ্যাপলের এই গাড়িতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল না রাখা, যাত্রীদের তথ্য ও বিনোদন দেওয়ার জন্য গাড়ির মাঝখানে একটি টাচস্ক্রিন সংবলিত মনিটর এবং যাত্রীদের জন্য লাউঞ্জের মতো বসার জায়গা রাখার জন্য বিশেষজ্ঞরা অ্যাপলকে পরামর্শ দিয়েছে। যদিও এ ধরনের স্বচালিত গাড়ির বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল। 

এই প্রকল্প বাস্তবায়ন হলে ভক্সওয়াগেনের মত বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো কিছুটা বিপদে পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। যদিও এখন পর্যন্ত স্বচালিত গাড়িগুলো ট্র্যাফিক সিগনাল ঠিকমতো বোঝা ও খারাপ আবহাওয়ায় কীভাবে চলবে – তা নিয়ে এখনো কিছুটা সংশয় রয়েছে। তাই অ্যাপলের এই গাড়ি বাজারে আসার পর কিছু ক্ষেত্রে যদি গাড়ির নিয়ন্ত্রণ তার চালককে নিতে হয় তবে আশ্চর্য হওয়ার কিছু নেই।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত